কলকাতা, 3 সেপ্টেম্বর: সন্দীপ ঘোষ প্রভাবশালী ৷ আদালতে এই তত্ত্ব তুলে ধরেই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাবে সিবিআই ৷ আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে ৷
সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী । তিনি একজন চিকিৎসক হয়েও ক্ষমতাবলে নিজের সাম্রাজ্য বানিয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । দেহ পাচার থেকে শুরু করে হাসপাতালের জিনিসপত্র পাচার, টেন্ডার না-ডেকেই কাছের লোককে কাজের বরাত দেওয়া-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকি আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় চাপের মুখে তাঁকে হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হলেও, তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে অন্য একটি সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদের দায়িত্ব দিয়ে পাঠানো হয় । পরে অবশ্য সেখানে ছাত্রছাত্রীদের প্রতিবাদে তিনি কাজ করতে পারেননি ৷
আরজি কর-কাণ্ডের পর ইস্তফা দেওয়া অধ্যক্ষকে কেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্বে পাঠানো হল, এই প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্টও ৷ শীর্ষ আদালতই ছুটিতে পাঠায় সন্দীপ ঘোষকে ৷ এরপর টানা কয়েকদিন ধরে সিবিআইয়ের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার পর গতকাল তাঁকে ও তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে ৷
আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আর সূত্রের খবর, আজ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । সন্দীপ ঘোষ যে প্রভাবশালী, সেই তত্ত্ব আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই । এই মুহূর্তে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে আদালতের কাছে আবেদন জানাবেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ নিজাম প্যালেস সূত্রে এই খবর মিলেছে ।
উল্লেখ্য, এই প্রভাবশালী তত্ত্বের জন্য চিটফান্ড মামলায় মদন মিত্রের জামিন বারবার আটকে যায় । জামিন রুখতে সিবিআই এই একই তত্ত্ব তুলে ধরেছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও ৷ জানা যাচ্ছে, আজ আদালতে সিবিআইয়ের তরফে একাধিক তথ্য-প্রমাণ পেশ করা হবে । সেই তথ্য-প্রমাণের ভিত্তিতেই সন্দীপকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই ৷ সন্দীপকে আলিপুর আদালতে পেশ করার আগে ইতিমধ্যেই নিজাম প্যালেসে চলছে জোর তৎপরতা ৷