কলকাতা, 15 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচজন চিকিৎসককে তলব করল সিবিআই ৷ বৃহস্পতিবারই তাদের হাজিরা দিতে বলা হয় সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে ৷ সিবিআই সূত্রে খবর, সমন পেয়েই সিবিআইয়ের অফিসে হাজির হন ওই চিকিৎসকরা ৷ ওই তালিকায় আরজি কর হাসপাতালের এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক অরুনাভ দত্ত চৌধুরী রয়েছেন ৷
মূলত, বয়ান রেকর্ড করতেই ডাকা হয়েছে ৷ তাছাড়া তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে বৃহস্পতিবার রাতে ঠিক কী হয়েছিল ? কীভাবে গোটা ঘটনার তদন্ত পুলিশ চালাচ্ছিল ও পুলিশকে কীভাবে হাসপাতালে তরফ থেকে সাহায্য করা হয়েছিল ? ময়নাতদন্ত কীভাবে হয়েছিল ? তবে সিবিআই সূত্রে খবর, ওই দু’জনের কাছ থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করা হবে ৷
এর পর হয়তো হাসপাতালের নার্সিং কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ কারণ, তদন্তকারীরা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে জানতে পেরেছেন যে শুধুমাত্র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করলে হবে না ৷ নার্সিং স্টাফদের জিজ্ঞাসাবাদ জরুরি ৷ সিবিআই সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের তরফে যে সিট গঠন করা হয়েছিল, তার সদস্য়দেরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সন্দীপ ঘোষের কাছ থেকে তাঁরা কী তথ্য পেয়েছিলেন, সেটাই জানতে চায় সিবিআই ৷
এদিকে সিবিআই তিন সদস্য়ের সিট গঠন করেছে আরজি কর-কাণ্ডের তদন্তের জন্য ৷ সেই সিটের সদস্য় সংখ্যা বাড়ানো হতে পারে ৷ এ দিন সিটের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে সিজিও কমপ্লেক্সে বৈঠক করেন সিবিআই আধিকারিকরা । মূলত কীভাবে এই তদন্ত প্রক্রিয়া এভাবে এবং চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন, তার একটি তালিকা তৈরি করা হয় । সূত্রের খবর, সেখানে নাম রয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন সন্দীপ ঘোষের ।
পাশাপাশি, গতকাল আরজিকর হাসপাতালে প্রথমবার সিবিআইয়ের ইনভেস্টিগেশন টিমের সদস্যরা তথ্য-প্রমাণ জোগাড় করেন । ঠিক তার কয়েক ঘণ্টা পর রাতে ভাঙচুর চালানো হয় সংশ্লিষ্ট হাসপাতালে । এরপরই সিবিআইয়ের তরফ থেকে টেলিফোনে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় । তবে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন, ‘‘আমরা এই বিষয়ে সিবিআইকে সাফ জানিয়ে দিয়েছি যে সংশ্লিষ্ট হাসপাতালে সেমিনার হলে কেউ ঢুকতে পারেনি । ঘটনাস্থলটি সুরক্ষিত রয়েছে ।’’
অন্যদিকে এ দিন ফের আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যেতে পারেন সিবিআইয়ের ইনভেস্টিগেশন টিমের সদস্যরা ।