ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই, এবার তলব বিজেপি বিধায়ককে - RECRUITMENT SCAM

রাজ্যে পুরসভাগুলিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, তাতে ছিল রানাঘাট পুরসভাও । সেই সূত্রেই রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ককে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই ।

CBI Summons BJP MLA Parthasarathi Chatterjee
নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 11:33 AM IST

কলকাতা, 12 নভেম্বর: রাজ্যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের ময়দানে নামল সিবিআই (Recruitment Scam in Ranaghat Municipality) । এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে শুক্রবার নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই । একাধিক নথিপত্র আনতে বলা হয়েছে তাঁকে । যদিও এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুরসভাগুলিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, তাতে ছিল রানাঘাট পুরসভাও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই ঘটনার তদন্ত নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে জানতে পারেন যে বর্তমানে রানাঘাট পুরসভায় একাধিক কর্মী কাজ করছেন যারা যোগ্যই নয় ।

তদন্তকারীদের দাবি, পার্থসারথি রানাঘাট পুরসভার দায়িত্বে ছিলেন সেই সময় এই নিয়োগগুলি হয়েছে । কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হল, তা জানার জন্যই পার্থসারথিকে সিবিআই তলব করেছে বলে জানা গিয়েছে । এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভায় আচমকাই হানা দিয়েছিল সিবিআই ।

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পরে তাঁকে জেরা করে রাজ্যের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তথ্য জানতে পারে সিবিআই । অয়ন শীলের সল্টলেকের অফিস ও বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছিলেন গোয়েন্দারা । সূত্রের খবর, সেই সমস্ত তথ্যপ্রমাণ ঘেঁটে জানা যায় শুধু রানাঘাট নয়, ডায়মন্ড হারবার পুরসভা-সহ একাধিক পুরসভায় দেদার দুর্নীতি হয়েছিল ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের পুরসভায় চাকরি বিলানো হয়েছিল । সেই লভ্যাংশে টাকা চলে যেত অয়ন শীলের হাতে । পরে সেই লভ্যাংশের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হতো । ইতিমধ্যেই সেই সকল অ্যাকাউন্ট খতিয়ে দেখছে সিবিআই ।

আরও পড়ুন

কলকাতা, 12 নভেম্বর: রাজ্যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের ময়দানে নামল সিবিআই (Recruitment Scam in Ranaghat Municipality) । এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে শুক্রবার নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই । একাধিক নথিপত্র আনতে বলা হয়েছে তাঁকে । যদিও এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুরসভাগুলিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, তাতে ছিল রানাঘাট পুরসভাও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই ঘটনার তদন্ত নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে জানতে পারেন যে বর্তমানে রানাঘাট পুরসভায় একাধিক কর্মী কাজ করছেন যারা যোগ্যই নয় ।

তদন্তকারীদের দাবি, পার্থসারথি রানাঘাট পুরসভার দায়িত্বে ছিলেন সেই সময় এই নিয়োগগুলি হয়েছে । কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হল, তা জানার জন্যই পার্থসারথিকে সিবিআই তলব করেছে বলে জানা গিয়েছে । এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভায় আচমকাই হানা দিয়েছিল সিবিআই ।

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পরে তাঁকে জেরা করে রাজ্যের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তথ্য জানতে পারে সিবিআই । অয়ন শীলের সল্টলেকের অফিস ও বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছিলেন গোয়েন্দারা । সূত্রের খবর, সেই সমস্ত তথ্যপ্রমাণ ঘেঁটে জানা যায় শুধু রানাঘাট নয়, ডায়মন্ড হারবার পুরসভা-সহ একাধিক পুরসভায় দেদার দুর্নীতি হয়েছিল ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের পুরসভায় চাকরি বিলানো হয়েছিল । সেই লভ্যাংশে টাকা চলে যেত অয়ন শীলের হাতে । পরে সেই লভ্যাংশের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হতো । ইতিমধ্যেই সেই সকল অ্যাকাউন্ট খতিয়ে দেখছে সিবিআই ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.