সল্টলেক, 26 জুন: হঠাৎ বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালাল সিবিআই ৷ বুধবার বিকাশ ভবনে পশ্চিবঙ্গ সরকারের মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়্যার হাউসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, সিবিআই এই ওয়্যার হাউসটি কয়েকবছর আগেই সিল করে দিয়েছিল ৷ এর আগেও একাধিকবার সেখানে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন শিক্ষা দফতরের আধিকারিক ও বিধাননগর উত্তর থানার পুলিশের উপস্থিতিতে ফের তল্লাশি চালালেন সিবিআই তদন্তকারীরা ৷
সিবিআই সূত্রের খবর, বিকাশ ভবনের ওয়্যার হাউসের মধ্যে বিকাশ ভবনের সমস্ত নথিপত্র থাকে ৷ প্রাথমিক থেকে শুরু করে উচ্চপ্রাথমিকের সমস্ত নিয়োগের নথি রয়েছে এখানে ৷ তেমনই, নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা এবং নিয়োগ পরবর্তী সমস্ত কাজকর্মের খতিয়ান রয়েছে এই ওয়্যার হাউসে ৷ ফলে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এই ওয়্যার হাউস আদতে প্রমাণের খনি বলে মনে করা হচ্ছে ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরপরই এই ওয়্যার হাউসটি সিল করে দেওয়া হয়েছিল ৷
এদিন সিবিআই আধিকারিকরা প্রায় তিন ঘণ্টার উপর ওই ওয়্যার হাউসে ছিলেন ৷ ভিতরে নানান নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি, বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ বিকাশ ভবনের বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷
এদিনের তল্লাশি অভিযানে সিবিআই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি ফাইল হাতে পেয়েছে ৷ সেগুলি তদন্তকারীরা নিজাম প্যালেস সিবিআই দফতরে নিয়ে গিয়েছেন ৷ উল্লেখ্য, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বহিষ্কৃত চেয়ারম্যানকে গ্রেফতার করেছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদে এই মামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজন আধিকারিক এবং মিডলম্যানকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷