কলকাতা, 23 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ৷ পরে মামলার তদন্তভার নেওয়ার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷ শুক্রবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷
কিন্তু যে ক’দিন এই সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে রেখেছে সিবিআই, সেই ক’দিনে তাঁর কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে ৷ তাই এ দিন শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হবে বলে সিবিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে ৷
ওই সূত্র আরও জানাচ্ছে যে আদালতে সঞ্জয়ের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তিনি পলিগ্রাফ টেস্টের জন্য প্রস্তুত রয়েছেন কি না ? অর্থাৎ এই জন্য তাঁর সম্মতি আছে কি না ! তবে সিবিআই সঞ্জয়কে আর হেফাজতে নিতে চাইছে না ৷ বরং তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার আবেদনই করা হবে ওই তদন্তকারী সংস্থার তরফে ৷ তবে জেলে গিয়ে যাতে সঞ্জয়কে জেরা করা যায়, সেই অনুমতিও আদালতের থেকে নিয়ে রাখতে চাইছে সিবিআই ৷
এ দিন বেলা 12টার পর সঞ্জয়কে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতর থেকে বের করা হয় ৷ তার পর প্রিজন ভ্যানে তাঁকে নিয়ে শিয়ালদা আদালতের দিকে রওনা দেন তদন্তকারীরা ৷ তবে তার আগে সকালে সঞ্জয়কে বেশ কিছুক্ষণ জেরা করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷
এদিকে এ দিনও সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ৷ এই নিয়ে টানা আটদিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিলেন ৷ বুধবারই তাঁকে শিয়ালদা আদালতে নিয়ে গিয়েছিল সিবিআই ৷ সেখান থেকে তাঁরও পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি করিয়েছেন তদন্তকারীরা ৷ এখন দেখার সেই টেস্ট কবে হয় ! কিংবা তার আগে এই নিয়ে ঘটনায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না !