জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে চিকিৎসক সুশান্তকুমার রায়কে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ তবে, প্রথমে তা স্বীকার করতে চাননি আরজি কর-কাণ্ডে নাম জড়ানো উত্তরবঙ্গ লবির এই চিকিৎসক ৷ তবে, সিবিআই সূত্রে খবর, বুধবার তিনি সিজিও কমপ্লক্সে হাজিরা দিয়েছেন ৷ সংবাদমাধ্যমকে এড়াতে সিজিও কমপ্লেক্সের পিছন গেট দিয়ে ঢোকেন সুশান্ত রায় ৷ আর সন্ধে 6টা নাগাদ সেই পিছনের গেট দিয়েই বেরিয়ে যান তিনি ৷
আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লক্সে সুশান্ত রায়কে ডেকে পাঠানো হয়েছিল বলে খবর ৷ যদিও, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সহ-সভাপতি দাবি করেছিলেন, তিনি তেমন কোনও নোটিশ পাননি ৷ ইটিভি ভারতের তরফে ফোনে যোগাযোগ করা হলে সুশান্ত রায় জানিয়েছিলেন, সিবিআই যে তাঁকে ডেকেছে, তা তাঁর জানা নেই ৷
উল্লেখ্য, এর আগে গত 19 সেপ্টেম্বর সুশান্ত রায়কে সিবিআই তলব করেছে, এমন জল্পনা তৈরি হয়েছিল ৷ তবে, সেবারেও সিবিআই তলবের বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি ৷ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সহ-সভাপতি তথা উত্তরবঙ্গের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সুশান্তকুমার রায়ের নাম আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে জড়িয়েছে ৷ ঘটনার দিন অর্থাৎ, 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের যে ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেখানে সুশান্ত রায়কে দেখা গিয়েছিল ৷ এমনকি তিনি তা স্বীকারও করেছিলেন ৷
সিবিআই সূত্রে খবর, 9 অগস্ট যখন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়, সেই দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন চিকিৎসক সুশান্ত রায় ৷ সিবিআইয়ের প্রশ্ন, কেন তিনি আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করছিলেন ? তাঁদের মধ্যে কী কথা হয়েছিল ? তিনি কি গত 9 অগস্ট কলকাতায় ছিলেন ? তিনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন ? ওই চিকিৎসকের ময়নাতদন্তের ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না ? উত্তরবঙ্গ লবি আদতে কী ? কেন উত্তরবঙ্গ লবির চিকিৎসকদের নিয়ে এত কৌতূহল এবং এত অভিযোগ প্রত্যেক চিকিৎসক সংগঠনের ? এই সব তথ্য জানতেই উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায়কে সিজিও কমপ্লেক্সে ডাকা হয় ৷