কলকাতা, 28 মার্চ: গত 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের গায়ে কারা হাত দিয়েছিল? এই হামলা চালানোর পরিকল্পনাই বা কারা করেছিল? তা জানতেই এবার সন্দেশখালির দুই স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শেষ খবর পাওয়া পর্যন্ত নিজাম প্যালেসে এখনও জিজ্ঞাসাবাদ চলছে বাবা ও ছেলের ৷ সিবিআই সূত্রের খবর সেদিন সন্দেশখালিতে হামলার পিছনে কে বা কারা ছিলেন, সেই তদন্তে স্বার্থে ছোট আজগড়া গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন শেখ ও তাঁর ছেলেকে তলব করেছে সিবিআই।
মূলত, ইডির আধিকারিদের উপর হামলার নির্দেশ শেখ শাহাজান না শেখ আলমগীর নাকি তাঁদের ভাই সিরাজ ডাক্তার দিয়েছিলেন, তাই জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকরা ৷ পাশাপাশি, ইডি আধিকারিকরা যে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে পারেন সেই খবর আগে থেকে কী করে তাঁরা পেলেন? কীভাবে শেখ শাহজাহানের ভাটা থেকে প্রায় পাঁচ হাজার ইট জড়ো করে রাখা হয়েছিল সেই জায়গায়, তাও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর ৷
মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের বয়ানের ভিত্তিতেই এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, গত 5 জানুয়ারি ইডি'র ওপর হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ভালোভাবে থ্রিডি স্ক্যানারের মাধ্যমে ছবি তোলেন। পাশাপাশি ঘটনার দিন সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে তদন্তকারীদের অনুমান, ঘটনাস্থলে হাজির ছিলেন এই দু'জন। এর আগে সন্দেশখালি অভিযানে গিয়ে 2 জনকে নোটিশ দিয়েছিল সিবিআই। খবর, সংশ্লিষ্ট নোটিশে বলা হয়েছিল, সন্দেশখালির বাসিন্দা কুতুবউদ্দিন শেখ ও তাঁর ছেলের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল ৷ তাঁরা ঘটনাস্থলে ছিলেন কি না, আর যদি উপস্থিত থেকে থাকেন, তাহলে কার নির্দেশে বা ডাকে সেখানে গিয়েছিলেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই জেরায় কুতুবউদ্দিন শেখ ও তাঁর ছেলের বয়ানের মধ্যে একাধিক অসংগতি পেয়েছেন সিবিআই আধিকারিকরা ৷
আরও পড়ুন:
1. খুনের মামলার পরও কীভাবে পাসপোর্ট পেল শাহাজাহান ! ফের সন্দেশখালি গেল সিবিআই
2. সন্দেশখালি-কাণ্ডে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর
3. হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 8 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের