ETV Bharat / state

আরজি করের তথ্য পেতে নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

CBI in RG Kar Deceased Doctor House: তৃতীয়বার আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে গেল সিবিআইয়ের তদন্তকারী দল ৷ চার সদস্যের এই দলে ছিলেন একজন মহিলা আধিকারিকও ৷ জানা গিয়েছে, একটি নীল ডায়েরি হাতে নিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা ৷

CBI in RG Kar Deceased Doctor House
আরজি করের তথ্য তল্লাশে নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 6:50 PM IST

Updated : Sep 6, 2024, 7:48 PM IST

সোদপুর, 6 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে নয়া তথ্যের খোঁজে সিবিআই ৷ সেই কারণেই কি নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতা মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা ! শুক্রবার বেলা দু'টো নাগাদ সিবিআইয়ের চার সদস্যের টিম এসে পৌঁছয় সোদপুরের নিহত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সিবিআইয়ের এই দলে এক মহিলা-সহ 4 জন আধিকারিক ছিলেন ৷

আরজি করের তথ্য পেতে নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই (ইটিভি ভারত)

মৃত নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাড়িতে ঢোকার সময় সিবিআইয়ের মহিলা আধিকারিকের হাতে ছিল একটি নীল ডায়েরি ৷ বাড়ির বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলতেই ভিতরে ঢুকে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের তিন সদস্য ৷ সিবিআইয়ের এক আধিকারিক বাড়ির বাইরেই ছিলেন ৷ দীর্ঘ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও, মৃত নির্যাতিতা চিকিৎসকের বাড়িতেই রয়েছেন ওই তিন আধিকারিক ৷ তাঁরা কথা বলছেন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ৷ সেখান থেকে নতুন কোনও তথ্য বেরিয়ে আসে কি না, সেটাই এখন দেখার ৷

উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর রাতে আরজি কর-কাণ্ডে একের এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চিকিৎসক পড়ুয়ার বাবা-মা ৷ আর সেই সব অভিযোগই কলকাতা পুলিশের বিরুদ্ধে ৷ যার প্রথমেই রয়েছে, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায়, টাকার বিনিময়ে নির্যাতিতার বাবা-মা’র মুখ বন্ধ করার চেষ্টা ৷ অভিযোগ, সেই টাকা অফার করেছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ ৷ দ্বিতীয় অভিযোগ ছিল, ঘটনার দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে চাপ দিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টা ৷

তৃতীয়, কলকাতা পুলিশের ভিডিয়ো-কাণ্ডের ব‍্যাখা দিতে গিয়ে আরও মারাত্মক অভিযোগ করেছেন নির্যাতিতা চিকিৎসকের কাকিমা ৷ বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমে দাবি করেন, "ওই ভিডিয়োটি পরিবারকে চাপ দিয়ে তৈরি করা হয়েছিল ৷ কেসের সমস্যা হতে পারে, এই অজুহাত দিয়ে, গত 11 অগস্ট রাতে বাড়ি এসে ভিডিয়োটি তৈরি করে পুলিশ ৷ একপ্রকার বাধ্য হয়েই পরিবারকে পুলিশের কথামতো ভিডিয়োতে বলা কথাগুলি বলতে হয়েছিল ৷"

গত 4 সেপ্টেম্বর রাতে মৃত নির্যাতিতার বাবা-মা এবং কাকিমার অভিযোগের পর, আজ দুপুরে তাঁদের সোদপুরের বাড়িতে গিয়ে তদন্ত করছে সিবিআই ৷ এর আগেও মৃত নির্যাতিতার বাড়িতে দু’বার এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তবে, সিবিআইয়ের দলের আজকের যাওয়ার সঠিক কারণ এখনও অজানা ৷ তবে, আজ তেমন কোনও তথ্য কী নির্যাতিতার বাবা-মা তুলে দেবেন তদন্তকারীদের হাতে ? যা আরজি কর-কাণ্ডের তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে !

সোদপুর, 6 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে নয়া তথ্যের খোঁজে সিবিআই ৷ সেই কারণেই কি নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতা মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা ! শুক্রবার বেলা দু'টো নাগাদ সিবিআইয়ের চার সদস্যের টিম এসে পৌঁছয় সোদপুরের নিহত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সিবিআইয়ের এই দলে এক মহিলা-সহ 4 জন আধিকারিক ছিলেন ৷

আরজি করের তথ্য পেতে নীল ডায়েরি-হাতে ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই (ইটিভি ভারত)

মৃত নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাড়িতে ঢোকার সময় সিবিআইয়ের মহিলা আধিকারিকের হাতে ছিল একটি নীল ডায়েরি ৷ বাড়ির বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলতেই ভিতরে ঢুকে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের তিন সদস্য ৷ সিবিআইয়ের এক আধিকারিক বাড়ির বাইরেই ছিলেন ৷ দীর্ঘ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও, মৃত নির্যাতিতা চিকিৎসকের বাড়িতেই রয়েছেন ওই তিন আধিকারিক ৷ তাঁরা কথা বলছেন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ৷ সেখান থেকে নতুন কোনও তথ্য বেরিয়ে আসে কি না, সেটাই এখন দেখার ৷

উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর রাতে আরজি কর-কাণ্ডে একের এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চিকিৎসক পড়ুয়ার বাবা-মা ৷ আর সেই সব অভিযোগই কলকাতা পুলিশের বিরুদ্ধে ৷ যার প্রথমেই রয়েছে, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায়, টাকার বিনিময়ে নির্যাতিতার বাবা-মা’র মুখ বন্ধ করার চেষ্টা ৷ অভিযোগ, সেই টাকা অফার করেছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ ৷ দ্বিতীয় অভিযোগ ছিল, ঘটনার দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে চাপ দিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টা ৷

তৃতীয়, কলকাতা পুলিশের ভিডিয়ো-কাণ্ডের ব‍্যাখা দিতে গিয়ে আরও মারাত্মক অভিযোগ করেছেন নির্যাতিতা চিকিৎসকের কাকিমা ৷ বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমে দাবি করেন, "ওই ভিডিয়োটি পরিবারকে চাপ দিয়ে তৈরি করা হয়েছিল ৷ কেসের সমস্যা হতে পারে, এই অজুহাত দিয়ে, গত 11 অগস্ট রাতে বাড়ি এসে ভিডিয়োটি তৈরি করে পুলিশ ৷ একপ্রকার বাধ্য হয়েই পরিবারকে পুলিশের কথামতো ভিডিয়োতে বলা কথাগুলি বলতে হয়েছিল ৷"

গত 4 সেপ্টেম্বর রাতে মৃত নির্যাতিতার বাবা-মা এবং কাকিমার অভিযোগের পর, আজ দুপুরে তাঁদের সোদপুরের বাড়িতে গিয়ে তদন্ত করছে সিবিআই ৷ এর আগেও মৃত নির্যাতিতার বাড়িতে দু’বার এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তবে, সিবিআইয়ের দলের আজকের যাওয়ার সঠিক কারণ এখনও অজানা ৷ তবে, আজ তেমন কোনও তথ্য কী নির্যাতিতার বাবা-মা তুলে দেবেন তদন্তকারীদের হাতে ? যা আরজি কর-কাণ্ডের তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে !

Last Updated : Sep 6, 2024, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.