কলকাতা, 12 এপ্রিল: আদালতের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে ই-মেল ক্রিয়েট করল সিবিআই ৷ উত্তর 24 পরগনার সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার, জোর করে জমি দখল সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে হবে বিশেষ ই-মেল আইডিতে ৷ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি সিবিআই তাদের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছে ৷
বিবৃতিতে সিবিআই জানিয়েছে, "সন্দেশখালিতে জমি দখল, মহিলাদের উপর নির্যাতনের মতো অপরাধের তদন্তে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল, তা মেনে সিবিআই পদক্ষেপ করেছে ৷ 10 এপ্রিল আদালতের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ অনুযায়ী সিবিআই একটি ই-মেল 'sandeshkhali@cbi.gov.in' তৈরি করেছে ৷ এটি সম্পূর্ণরূপে সন্দেশখালির জন্য ৷ এখানে সন্দেশখালিতে নারীদের উপর অত্যাচার, জবরদস্তি জমি দখল সংক্রান্ত সব অভিযোগ পাঠানো যাবে ৷" এর সঙ্গে উত্তর 24 পরগনার জেলাশাসককেও সংবাদপত্রে এই বিষয়টি প্রকাশ করার কথা জানিয়েছে সিবিআই ৷
গত বুধবার, 10 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সন্দেশখালিকাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ৷ এদিন সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি একগুচ্ছ নির্দেশ দেয় আদালত ৷ তার মধ্যে শুধুমাত্র সন্দেশখালির জন্য সিবিআইকে পোর্টাল এবং ইমেল আইডি তৈরির নির্দেশও দেন প্রধান বিচারপতি ৷ এরপরই দু'টি ই-মেল আইডি ক্রিয়েট করে সিবিআই ৷
গতকাল সিবিআই এর তরফে উত্তর 24 পরগনার জেলাশাসককে সেই ই-মেল আইডি পাঠিয়ে তা সার্কুলেট করতে বলা হয়েছে ৷ যাতে সাধারণ মানুষ ই-মেল মারফত সরাসরি সিবিআই-কে তাদের অভিযোগ জানাতে পারে ৷ সিবিআই সূত্রে খবর, পোর্টাল খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তবে এই বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ ৷ তাই তার আগে ই-মেল আইডি ক্রিয়েট করল সিবিআই।
সিবিআই-এর কাছে কী ধরনের অভিযোগ জমা পড়ছে এবং এর আগে এই ঘটনায় জেলা পুলিশে কী ধরনের অভিযোগ দায়ের হয়েছিল, সেইসব খতিয়ে তারপর মামলা রুজু করা হবে বলে জানা গিয়েছে ৷ আসালত নির্দেশে আরও জানিয়েছে, সন্দেশখালির স্পর্শকাতর এলাকায় 15 দিনের মধ্যে সিসিটিভি এবং এলইডি আলো বসাতে হবে ৷ পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে ৷ যে কোনও পদমর্যাদার যে কোনও ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডেকে পাঠাতে পারবে সিবিআই ৷ 2 মে এই মামলার পরবর্তী শুনানি ৷ সেদিন আদালতে রিপোর্ট দেবে সিবিআই ৷
আরও পড়ুন: