ETV Bharat / state

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের সম্মতির অভাবে একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জফ্রেম আটকে, হাইকোর্টে অভিযোগ সিবিআইয়ের - Recruitment Scam

School Job Recruitment Scam: স্কুলে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে সোমবার সিবিআই অভিযোগ করে যে রাজ্যের অনুমতির অভাবে একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জফ্রেম আটকে রয়েছে ৷ সিবিআইয়ের অভিযোগ পেয়ে রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসাক ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 8:15 PM IST

কলকাতা, 4 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনও একাধিক আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিবের অনুমোদন না থাকায় চার্জ ফ্রেম করা যাচ্ছে না বলে আদালতে জানালো সিবিআই । এই নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।

নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব নথি দেখে অনুমতি দেন অথবা দেন না । বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘‘এটা করতে এতদিন ?’’ 2022 সালে আবেদন জানিয়েছিল সিবিআই, তাদের আইনজীবী সোমবার আদালতে এই কথা জানান । তারপরই ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘‘এটা করতে এতোদিন সময় লাগলো ?’’

আদালতের নির্দেশ, আগামিকালের মধ্যেই জানাতে হবে রাজ্যকে যে তারা কিভাবে এই অনুমতি দেবে । কারণ, চলতি বছরের 8 জানুয়ারি সিবিআই নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিয়েছে । 18 জানুয়ারি ফের সিবিআইয়ের এসপি রাজ্যকে জানিয়েছিলেন ৷ তার পরও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ সিবিআইয়ের ।

এ দিন শুনানিতে সিবিআইয়ের কাছে বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, এই মামলায় চার্জশিট ফাইল হয়েছে কি না !
সিবিআই জানায়, চার্জশিট ফাইল হলেও মন্ত্রী ছাড়া বেশ কিছু আধিকারিকের ক্ষেত্রে রাজ্যের অনুমতি এখনও পাওয়া যায়নি । তাই চার্জ ফ্রেম করা যাচ্ছে না । অনুমতি রাজ্যের মুখ্যসচিবের দেওয়ার কথা ।

তারপরই রাজ্যের এক আইনজীবীকে নির্দেশ নিয়ে আসার আদেশ দেন বিচারপতি । অনুমোদন দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান কী ? এজলাসে হাজির রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যর কাছে জানতে চান তিনি । একই সঙ্গে বিচারপতি বসাক বলেন, ‘‘কতদিনে ওই আবেদনের জবাব দিতে পারবে রাজ্য ? হয় অনুমতি দেবেন, অথবা খারিজ করবেন । আবেদন নিয়ে চেপে বসে থাকতে পারে না রাজ্য ৷’’

সিবিআইয়ের তরফে এ দিন আরও জানানো হয়, 30 সেপ্টেম্বর 2022 আবেদন করা হয় । ফাইনাল চার্জশিট দেওয়া হয় 8 জানুয়ারি । এ বছর 18 জানুয়ারি রাজ্যকে শেষবার জানানো হয় । এসপি সিবিআই নিজে গিয়ে দেখা করেন নবান্নে অনুমতি পাওয়ার জন্য । এর সঙ্গেই একাধিকবার অনুমতি পেতে আবেদন করা হয় মুখ্যসচিবের কাছে । মন্ত্রীর ব্যাপারে রাজ্যপাল অনুমতি দিয়েছেন । বাকিদের ব্যাপারে মুখ্যসচিবের অনুমোদন দরকার । রাজ্যের আইনজীবী জানান, অ্যাডভোকেট জেনারেল অন্য মামলায় ব্যস্ত আছেন, আদালতের দ্বিতীয়ার্ধে তিনি জানাবেন এই বিষয়ে কী করা যায় ।

ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন, "এটা কি ইয়ার্কি হচ্ছে ? আপনারা দিতে পারবেন কি না সরকারকে জিজ্ঞেস করুন । বেলা সাড়ে 12টা র মধ্যে জানান । না হলে আমরা নির্দেশ দেব, এখনই ওই অনুমতি দিতে ।" তিনি আরও বলেন, "2018 সালের ডাটাবেস তথ্য রয়েছে । 2024 সালের আছে। অথচ মাঝের সময়ের নেই ! এসএসসি হলফনামা দিয়ে বলেছে । এর মানে কী ! নিয়োগের কোনও শর্ত নেই ! কোনও টেন্ডার নেই ? 2819 নিয়োগ এই কারণে বাতিল করা হয়েছে ?"

বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, কবে আপনারা ওই অনুমতি দিতে পারবেন ? রাজ্যের কৌশলী বলেন, "একদিন সময় দেওয়া হোক ।" সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "আর কত সময় নেবেন ? 2022 সাল থেকে সিবিআই আপনাদের পিছনে ঘুরছে । এতবার আবেদন করছে । এরপরেও আপনার কি মনে হয়, এই প্রশ্ন করা কোর্টের অন্যায় ? আগামিকালের মধ্যেই জবাব দিতে হবে আপনাদের ।"

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে স্কুলে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করার জন্য ।

আরও পড়ুন:

  1. পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের
  2. স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর
  3. কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর

কলকাতা, 4 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনও একাধিক আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিবের অনুমোদন না থাকায় চার্জ ফ্রেম করা যাচ্ছে না বলে আদালতে জানালো সিবিআই । এই নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।

নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব নথি দেখে অনুমতি দেন অথবা দেন না । বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘‘এটা করতে এতদিন ?’’ 2022 সালে আবেদন জানিয়েছিল সিবিআই, তাদের আইনজীবী সোমবার আদালতে এই কথা জানান । তারপরই ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘‘এটা করতে এতোদিন সময় লাগলো ?’’

আদালতের নির্দেশ, আগামিকালের মধ্যেই জানাতে হবে রাজ্যকে যে তারা কিভাবে এই অনুমতি দেবে । কারণ, চলতি বছরের 8 জানুয়ারি সিবিআই নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিয়েছে । 18 জানুয়ারি ফের সিবিআইয়ের এসপি রাজ্যকে জানিয়েছিলেন ৷ তার পরও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ সিবিআইয়ের ।

এ দিন শুনানিতে সিবিআইয়ের কাছে বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, এই মামলায় চার্জশিট ফাইল হয়েছে কি না !
সিবিআই জানায়, চার্জশিট ফাইল হলেও মন্ত্রী ছাড়া বেশ কিছু আধিকারিকের ক্ষেত্রে রাজ্যের অনুমতি এখনও পাওয়া যায়নি । তাই চার্জ ফ্রেম করা যাচ্ছে না । অনুমতি রাজ্যের মুখ্যসচিবের দেওয়ার কথা ।

তারপরই রাজ্যের এক আইনজীবীকে নির্দেশ নিয়ে আসার আদেশ দেন বিচারপতি । অনুমোদন দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান কী ? এজলাসে হাজির রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যর কাছে জানতে চান তিনি । একই সঙ্গে বিচারপতি বসাক বলেন, ‘‘কতদিনে ওই আবেদনের জবাব দিতে পারবে রাজ্য ? হয় অনুমতি দেবেন, অথবা খারিজ করবেন । আবেদন নিয়ে চেপে বসে থাকতে পারে না রাজ্য ৷’’

সিবিআইয়ের তরফে এ দিন আরও জানানো হয়, 30 সেপ্টেম্বর 2022 আবেদন করা হয় । ফাইনাল চার্জশিট দেওয়া হয় 8 জানুয়ারি । এ বছর 18 জানুয়ারি রাজ্যকে শেষবার জানানো হয় । এসপি সিবিআই নিজে গিয়ে দেখা করেন নবান্নে অনুমতি পাওয়ার জন্য । এর সঙ্গেই একাধিকবার অনুমতি পেতে আবেদন করা হয় মুখ্যসচিবের কাছে । মন্ত্রীর ব্যাপারে রাজ্যপাল অনুমতি দিয়েছেন । বাকিদের ব্যাপারে মুখ্যসচিবের অনুমোদন দরকার । রাজ্যের আইনজীবী জানান, অ্যাডভোকেট জেনারেল অন্য মামলায় ব্যস্ত আছেন, আদালতের দ্বিতীয়ার্ধে তিনি জানাবেন এই বিষয়ে কী করা যায় ।

ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন, "এটা কি ইয়ার্কি হচ্ছে ? আপনারা দিতে পারবেন কি না সরকারকে জিজ্ঞেস করুন । বেলা সাড়ে 12টা র মধ্যে জানান । না হলে আমরা নির্দেশ দেব, এখনই ওই অনুমতি দিতে ।" তিনি আরও বলেন, "2018 সালের ডাটাবেস তথ্য রয়েছে । 2024 সালের আছে। অথচ মাঝের সময়ের নেই ! এসএসসি হলফনামা দিয়ে বলেছে । এর মানে কী ! নিয়োগের কোনও শর্ত নেই ! কোনও টেন্ডার নেই ? 2819 নিয়োগ এই কারণে বাতিল করা হয়েছে ?"

বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, কবে আপনারা ওই অনুমতি দিতে পারবেন ? রাজ্যের কৌশলী বলেন, "একদিন সময় দেওয়া হোক ।" সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "আর কত সময় নেবেন ? 2022 সাল থেকে সিবিআই আপনাদের পিছনে ঘুরছে । এতবার আবেদন করছে । এরপরেও আপনার কি মনে হয়, এই প্রশ্ন করা কোর্টের অন্যায় ? আগামিকালের মধ্যেই জবাব দিতে হবে আপনাদের ।"

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে স্কুলে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করার জন্য ।

আরও পড়ুন:

  1. পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের
  2. স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর
  3. কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.