ETV Bharat / state

দুর্নীতির পর আরজি কর ধর্ষণ-খুনের মামলায় গ্রেফতার সন্দীপ-টালা থানার ওসি - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 10:17 PM IST

Updated : Sep 14, 2024, 10:56 PM IST

CBI Arrests RG Kar Former Principle and Tala Police Station OC: আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৷ ভুল তথ্য এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল সিবিআই ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
আরজি করের ঘটনায় গ্রেফতার টালা থানার ওসি, সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি করের তরুণী পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনে নয়া মোড় ৷ শনিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন হাসপাতালেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এছাড়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অনেক দেরিতে এফআইআর করা হয়েছে ৷ তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগও উঠেছে ৷

এর আগে ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ এই পর্যন্ত আরজি করের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করল সিবিআই ৷ আগামিকাল, রবিবার তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই ৷

গত 9 অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হলে এক তরুণী পড়ুয়া-চিকিৎসকের বস্ত্রহীন দেহ উদ্ধার হয় ৷ ওই চিকিৎসক আরজি করের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ৷ পরে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয় ৷ প্রথম দিকে এর তদন্ত করছিল পুলিশ ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এর তদন্তভার বর্তায় সিবিআই-এর উপর ৷ ইতিমধ্যে আরজি কর হাসপাতালের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে ৷ এখন তিনি প্রেসিডেন্সি জেলে ৷ এবার সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করল সিবিআই ৷

আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক তরুণীর ঘটনায় কেন তড়িঘড়ি এফআইআর করা হল না ? কেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রথমেই খবর দেওয়া হল না ? তথ্য প্রমাণ কেন লোপাট হল ? এইরকম একাধিক অভিযোগে এদিন দীর্ঘ জেরার পর ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁকে মোট 8 বার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সম্প্রতি 5 সেপ্টেম্বর একাধিক হাসপাতাল ঘুরে শেষে পাঁচ নম্বর হাসপাতালে ভর্তি হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৷ তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন ৷ তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করতে চায়নি হাসপাতালগুলি ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিউ আলিপুরের একাধিক হাসপাতালে ৷ সেখানে একটি হাসপাতাল তাঁকে ভর্তি করতে চায়নি ৷ শেষে একবালপুরের একটি হাসপাতালে টালা থানার ওসিকে ভর্তি নেয় ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি করের তরুণী পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনে নয়া মোড় ৷ শনিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন হাসপাতালেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এছাড়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অনেক দেরিতে এফআইআর করা হয়েছে ৷ তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগও উঠেছে ৷

এর আগে ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ এই পর্যন্ত আরজি করের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করল সিবিআই ৷ আগামিকাল, রবিবার তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই ৷

গত 9 অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হলে এক তরুণী পড়ুয়া-চিকিৎসকের বস্ত্রহীন দেহ উদ্ধার হয় ৷ ওই চিকিৎসক আরজি করের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ৷ পরে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয় ৷ প্রথম দিকে এর তদন্ত করছিল পুলিশ ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এর তদন্তভার বর্তায় সিবিআই-এর উপর ৷ ইতিমধ্যে আরজি কর হাসপাতালের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে ৷ এখন তিনি প্রেসিডেন্সি জেলে ৷ এবার সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করল সিবিআই ৷

আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক তরুণীর ঘটনায় কেন তড়িঘড়ি এফআইআর করা হল না ? কেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রথমেই খবর দেওয়া হল না ? তথ্য প্রমাণ কেন লোপাট হল ? এইরকম একাধিক অভিযোগে এদিন দীর্ঘ জেরার পর ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁকে মোট 8 বার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সম্প্রতি 5 সেপ্টেম্বর একাধিক হাসপাতাল ঘুরে শেষে পাঁচ নম্বর হাসপাতালে ভর্তি হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৷ তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন ৷ তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করতে চায়নি হাসপাতালগুলি ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিউ আলিপুরের একাধিক হাসপাতালে ৷ সেখানে একটি হাসপাতাল তাঁকে ভর্তি করতে চায়নি ৷ শেষে একবালপুরের একটি হাসপাতালে টালা থানার ওসিকে ভর্তি নেয় ৷

Last Updated : Sep 14, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.