ETV Bharat / state

ফাইনাল চার্জ গঠনের আগে কয়লাকাণ্ড নিয়ে অতি সক্রিয় সিবিআই, গ্রেফতার আরও 3 - Coal Smuggling Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 9:16 PM IST

Updated : Jun 26, 2024, 9:27 PM IST

Asansol Coal Smuggling: আসানসোলে কয়লা কারবারির তদন্তে ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার তিনজন ৷ যার মধ্যে প্রাক্তন জিএমও রয়েছেন ৷

CBI Special Court in Asansol
ধৃতদের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে (ইটিভি ভারত)

আসানসোল, 26 জুন: ফাইনাল চার্জশিট গঠনের আগেই বেআইনি কয়লাকাণ্ড নিয়ে তৎপর সিবিআই । ফের গ্রেফতার তিনজন ৷ কয়েকদিন আগেই ইসিএল কর্তা-সহ এক কয়লা কারবারিকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ তাদের কাছে খুব বেশি নথি বা তথ্য জোগাড় করতে না পারলেও সিবিআই আরও তিনজনকে গ্রেফতার করল । যাদের মধ্যে আবারও এক ইসিএল কর্তা রয়েছেন । বাকি দু'জন বেআইনি কয়লাকাণ্ডের কিংপিন লালার ঘনিষ্ঠ বলে খবর । বুধবার কলকাতা থেকে এনে তাদের আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় । যদিও এদিন আসানসোল কোর্টের এক আইনজীবী মারা যাওয়ার কারণে সওয়াল জবাব হয়নি । বিচারক ধৃত তিনজনকে আবেদনের ভিত্তিতে 4 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

আগামী 3 জুলাই বুধবার কয়লাকাণ্ডের ফাইনাল চার্জশিট গঠন হবে । ঠিক তার আগে বেআইনি কয়লাকাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই । জানা গিয়েছে, মঙ্গলবার ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর-সহ দুই কয়লা কারবারি বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকে কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই । জিজ্ঞাসাবাদে সন্তুষ্টি না হওয়ায় মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় । অবৈধ কয়লা কারবারের কিংপিন অনুপ মাজি ওরফে লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । বুধবার তাদেরকে আনা হয় আসানসোল সিবিআই আদালতে । সিবিআই কোর্টে জানায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা । বিচারকের কাছে সেই আবেদন করা হয় । সেই ভিত্তিতে ধৃতদের 4 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয় ।

সকালে আত্মসমর্পণ, বেলা গড়াতেই লালাকে জামিন দিল সিবিআই কোর্ট

প্রসঙ্গত, গত 21 জুন ইসিএলের জিএম নরেশ সাহা ও কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতার হয়েছিল । চারদিন সিবিআই হেফাজতে থাকার পর তাদের 10 দিন জেল হেফাজত হয় । আগামী 2 জুলাই কয়লাকাণ্ডে ফাইনাল চার্জশিট গঠন হবে ৷ ওই দিন চার্জশিটে নাম থাকা 43 জনের মধ্যে 42 জনকেই হাজির হতে হবে আদালতে । এই চার্জশিটে থাকা 43 জনের মধ্যে শুধুমাত্র বিনয় মিশ্র ফেরার রয়েছে । বাকি দু'জন তিহাড় জেলে । সম্ভবত তাদের ভিডিয়ো কনফারেন্সে কোর্টে হাজির করানো হবে তিহাড় জেল থেকে । তবে ফাইনাল চার্জ গঠনের আগে তেড়েফুঁড়ে উঠল সিবিআই । ইসিএল আধিকারিক নরেশ সাহা ও কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতারির 5 দিনের মধ্যে গ্রেফতার হল আরও তিনজন । যাদের মধ্যে এক প্রাক্তন জিএমও আছেন ।

আসানসোল, 26 জুন: ফাইনাল চার্জশিট গঠনের আগেই বেআইনি কয়লাকাণ্ড নিয়ে তৎপর সিবিআই । ফের গ্রেফতার তিনজন ৷ কয়েকদিন আগেই ইসিএল কর্তা-সহ এক কয়লা কারবারিকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ তাদের কাছে খুব বেশি নথি বা তথ্য জোগাড় করতে না পারলেও সিবিআই আরও তিনজনকে গ্রেফতার করল । যাদের মধ্যে আবারও এক ইসিএল কর্তা রয়েছেন । বাকি দু'জন বেআইনি কয়লাকাণ্ডের কিংপিন লালার ঘনিষ্ঠ বলে খবর । বুধবার কলকাতা থেকে এনে তাদের আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় । যদিও এদিন আসানসোল কোর্টের এক আইনজীবী মারা যাওয়ার কারণে সওয়াল জবাব হয়নি । বিচারক ধৃত তিনজনকে আবেদনের ভিত্তিতে 4 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

আগামী 3 জুলাই বুধবার কয়লাকাণ্ডের ফাইনাল চার্জশিট গঠন হবে । ঠিক তার আগে বেআইনি কয়লাকাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই । জানা গিয়েছে, মঙ্গলবার ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর-সহ দুই কয়লা কারবারি বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকে কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই । জিজ্ঞাসাবাদে সন্তুষ্টি না হওয়ায় মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় । অবৈধ কয়লা কারবারের কিংপিন অনুপ মাজি ওরফে লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । বুধবার তাদেরকে আনা হয় আসানসোল সিবিআই আদালতে । সিবিআই কোর্টে জানায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা । বিচারকের কাছে সেই আবেদন করা হয় । সেই ভিত্তিতে ধৃতদের 4 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয় ।

সকালে আত্মসমর্পণ, বেলা গড়াতেই লালাকে জামিন দিল সিবিআই কোর্ট

প্রসঙ্গত, গত 21 জুন ইসিএলের জিএম নরেশ সাহা ও কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতার হয়েছিল । চারদিন সিবিআই হেফাজতে থাকার পর তাদের 10 দিন জেল হেফাজত হয় । আগামী 2 জুলাই কয়লাকাণ্ডে ফাইনাল চার্জশিট গঠন হবে ৷ ওই দিন চার্জশিটে নাম থাকা 43 জনের মধ্যে 42 জনকেই হাজির হতে হবে আদালতে । এই চার্জশিটে থাকা 43 জনের মধ্যে শুধুমাত্র বিনয় মিশ্র ফেরার রয়েছে । বাকি দু'জন তিহাড় জেলে । সম্ভবত তাদের ভিডিয়ো কনফারেন্সে কোর্টে হাজির করানো হবে তিহাড় জেল থেকে । তবে ফাইনাল চার্জ গঠনের আগে তেড়েফুঁড়ে উঠল সিবিআই । ইসিএল আধিকারিক নরেশ সাহা ও কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতারির 5 দিনের মধ্যে গ্রেফতার হল আরও তিনজন । যাদের মধ্যে এক প্রাক্তন জিএমও আছেন ।

Last Updated : Jun 26, 2024, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.