ETV Bharat / state

রাস্তা থেকে নিমেষে হাওয়া হয়ে যাচ্ছে গরু-ষাঁড় ! পাচারচক্র সক্রিয় রায়গঞ্জে ? - Cattle smuggling - CATTLE SMUGGLING

Cattle Smuggling in Raiganj: গরুপাচার চক্র সক্রিয় এবার রায়গঞ্জ শহরে। গভীর রাতে নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে শহরের গরু ও ষাঁড়। চাঞ্চল্যকর এমনই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে গোটা শহরজুড়ে।

Cattle smuggling in Raiganj
গরুপাচার চক্র সক্রিয় রায়গঞ্জে ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:41 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই: গরু পাচারচক্র সক্রিয় এবার রায়গঞ্জ শহরে। গভীর রাতে নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে শহরের গরু, ষাঁড়। চাঞ্চল্যকর এমনই অভিযোগে শোরগোল পড়েছে গোটা শহরজুড়ে। সাধারণ মানুষের পাশাপাশি এ বিষয়ে সরব হয়েছে পশুপ্রেমী সংস্থার সদস্যরাও।

গরুপাচার চক্র সক্রিয় রায়গঞ্জে ? (ইটিভি ভারত)

উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাতারাতি উধাও হয়ে যাচ্ছে রাস্তায় থাকা গরু এবং ষাঁড়। এমন অভিযোগ তুলছে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, গভীর রাতে একটি সাদা রঙের পিকআপ ভ্যানে চেপে কিছু দুষ্কৃতী রাস্তার ষাঁড় কিংবা গরুকে তুলে নিয়ে চম্পট দিচ্ছে । তাদের বাঁধা দিতে গেলে পাথর ছুঁড়ে মারারও অভিযোগ উঠছে। রায়গঞ্জ শহরের কলেজপাড়া, বন্দর, মিলনপাড়া, হাইরোড-সহ বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের পাশাপাশি এই অভিযোগে সরব রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থার সদস্যরাও। এই ঘটনার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগও জানিয়েছে পশুপ্রেমী সংস্থা।

এই ধরনের ঘটনার কিছু সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, একটি পিকআপ ভ্যানে করে কিছু দুষ্কৃতী এসে রাস্তা থেকে গরু নিয়ে চলে যাচ্ছে । ওই গাড়ির সিসিটিভি ফুটেজ শহরের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে । যদিও ওই ফুটেজগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নম্বর প্লেট ঢাকা একটি পিকআপ ভ্যানে কয়েকজন দুস্কৃতী গভীর রাতে এসে রাস্তায় থাকা ষাঁড় বা গরুকে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে । তাদের বাঁধা দিতে গেলে পাথর ছুঁড়ে মারছে ওই দুস্কৃতীরা। এই ধরনের ঘটনা প্রথমবার ঘটছে বলেও দাবি এলাকাবাসীর ৷

অপরদিকে পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তাঁতিয়ার অভিযোগ, শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 25টি ষাঁড় বা গরুকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে বলেও অভিযোগ তাদের। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তারা।

অন্যদিকে, এবিষয়ে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, "আমরা এই ঘটনা জানতে পেরে খুবই চিন্তিত। আমরা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার কথা জানাব। পাশাপাশি আমরাও শহরে নজরদারি চালানোর ব্যাবস্থা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে।"

অন্যদিকে, জেলা বিজেপির সহসভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, গরু এবং ষাঁড় চুরি করতে এসে সাধারণ মানুষেরা যখন তাদের বাঁধা দিচ্ছে, তখন দুস্কৃতীরা তাদের উপর আক্রমণ চালাচ্ছে । দিনের পর দিন এই ধরনের কার্যকলাপ বেড়েই চলছে রায়গঞ্জ শহরজুড়ে ৷ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি । রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শহরের বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতে পুলিশ পেট্রোলিং আরও বাড়ানো হয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।"

রায়গঞ্জ, 31 জুলাই: গরু পাচারচক্র সক্রিয় এবার রায়গঞ্জ শহরে। গভীর রাতে নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে শহরের গরু, ষাঁড়। চাঞ্চল্যকর এমনই অভিযোগে শোরগোল পড়েছে গোটা শহরজুড়ে। সাধারণ মানুষের পাশাপাশি এ বিষয়ে সরব হয়েছে পশুপ্রেমী সংস্থার সদস্যরাও।

গরুপাচার চক্র সক্রিয় রায়গঞ্জে ? (ইটিভি ভারত)

উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাতারাতি উধাও হয়ে যাচ্ছে রাস্তায় থাকা গরু এবং ষাঁড়। এমন অভিযোগ তুলছে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, গভীর রাতে একটি সাদা রঙের পিকআপ ভ্যানে চেপে কিছু দুষ্কৃতী রাস্তার ষাঁড় কিংবা গরুকে তুলে নিয়ে চম্পট দিচ্ছে । তাদের বাঁধা দিতে গেলে পাথর ছুঁড়ে মারারও অভিযোগ উঠছে। রায়গঞ্জ শহরের কলেজপাড়া, বন্দর, মিলনপাড়া, হাইরোড-সহ বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের পাশাপাশি এই অভিযোগে সরব রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থার সদস্যরাও। এই ঘটনার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগও জানিয়েছে পশুপ্রেমী সংস্থা।

এই ধরনের ঘটনার কিছু সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, একটি পিকআপ ভ্যানে করে কিছু দুষ্কৃতী এসে রাস্তা থেকে গরু নিয়ে চলে যাচ্ছে । ওই গাড়ির সিসিটিভি ফুটেজ শহরের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে । যদিও ওই ফুটেজগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নম্বর প্লেট ঢাকা একটি পিকআপ ভ্যানে কয়েকজন দুস্কৃতী গভীর রাতে এসে রাস্তায় থাকা ষাঁড় বা গরুকে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে । তাদের বাঁধা দিতে গেলে পাথর ছুঁড়ে মারছে ওই দুস্কৃতীরা। এই ধরনের ঘটনা প্রথমবার ঘটছে বলেও দাবি এলাকাবাসীর ৷

অপরদিকে পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তাঁতিয়ার অভিযোগ, শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 25টি ষাঁড় বা গরুকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে বলেও অভিযোগ তাদের। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তারা।

অন্যদিকে, এবিষয়ে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, "আমরা এই ঘটনা জানতে পেরে খুবই চিন্তিত। আমরা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার কথা জানাব। পাশাপাশি আমরাও শহরে নজরদারি চালানোর ব্যাবস্থা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে।"

অন্যদিকে, জেলা বিজেপির সহসভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, গরু এবং ষাঁড় চুরি করতে এসে সাধারণ মানুষেরা যখন তাদের বাঁধা দিচ্ছে, তখন দুস্কৃতীরা তাদের উপর আক্রমণ চালাচ্ছে । দিনের পর দিন এই ধরনের কার্যকলাপ বেড়েই চলছে রায়গঞ্জ শহরজুড়ে ৷ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি । রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শহরের বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতে পুলিশ পেট্রোলিং আরও বাড়ানো হয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.