কলকাতা, 4 জুলাই: গরু পাচারকারীদের হামলার শিকার বিএসএফ । আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ ৷ তাতেই জখম হয়েছে বাংলাদেশি পাচারকারী ৷ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে নদিয়ার মালুয়াপাড়ার কাঁটাতারহীন ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা। সূত্রের খবর, আহত গরু পাচারকারীর নাম মহম্মদ আজমুল হোসেন। তিনি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী গ্রাম ঠাকুরপুরের বাসিন্দা । নদিয়ার চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
বিএসএফ সূত্রের খবর, জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল 8-10 জন গরু পাচারকারীর দল ভারতে প্রবেশ করেছ ৷ সেই মতোই দক্ষিণবঙ্গ সীমান্তের 32 ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি এলাকার মালুয়াপাড়ার জওয়ানরা পাহাড়ায় ছিলেন । সেই সময়েই কয়েকজন বাংলাদেশি গরু পাচার করতে গিয়ে বিএসএফের নজরে পড়ে যান ৷ জওয়ানরা তাদের তাড়া করলে, বিএসএফের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ৷ প্রাণ বাঁচাতে 2 রাউন্ড গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা ৷ কয়েকজন বাংলাদেশে পালিয়ে গেলেও, ভারতীয় সীমান্ত সড়কের কাছে জখম পাচারকারীকে আটক করে জওয়ানরা ৷ একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তার থেকে ৷ কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন ৷ পাচারাকারী মহম্মদ আজমুল হোসেনের নামে চাপড়া থনায় অভিযোগ দায়ের করেছে ৷ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷
ঘটনা প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি পিআরও শ্রী একে আর্য বলেছেন, "আমাদের ডিউটি লাইনে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা অসাধারণ সাহস ও সতর্কতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছে। বিজিবির সঙ্গে ঘন ঘন ফ্ল্যাগ মিটিংয়ে তাদের বারবার হামলা এবং এই সব বেআইনি বিষয়ে সতর্ক করা হচ্ছে । আমাদের জওয়ানরা সীমান্ত রক্ষায় এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিচল।"