রানিগঞ্জ, 5 ফেব্রুয়ারি: আবারও ইসিএল-এর পরিত্যক্ত খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে ধসে চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলল । সোমবার ভোররাতেই ঘটনা ঘটেছে রানিগঞ্জের কুনুস্তুরিয়া এরিয়ার বাঁশড়া খোলামুখ খনিতে ।
অনেকদিন আগেই এই খনিটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা হয়েছিল ৷ কিন্তু সঠিকভাবে বুজিয়ে ফেলা হয়নি খনিটি । সেই কারণেই স্থানীয় এলাকার লোকেরা কয়লা বের করতে এই খনিতে সুরঙ্গ খোঁড়েন । রানিগঞ্জের নারায়ণকুড়ি খনির মতোই সুড়ঙ্গ কেটে কয়লা তুলতে গিয়ে আজ ভোররাতে ধস নামে । তাতে চারজন চাপা পড়েন বলে স্থানীয় সূত্রে খবর । এর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । দু'জন গুরুতর জখম হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল । অগ্নিমিত্রা পাল ও স্থানীয় মানুষজন জানিয়েছেন, মৃত দু'জনের নাম বিনোদ ভুঁইয়া (31) ও রাজেশ তুরি (30)। মৃতদের পরিবারের লোকের সঙ্গেও দেখা করেন অগ্নিমিত্রা পাল । যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালে কোনও মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়নি । ফলে এই নিয়ে একটা ধন্ধ তৈরি হয়েছে ৷ তবে দু'জনকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন । তাঁদের নাম রাম প্রবেশ বার্নোওয়াল ও কারু ভুঁইয়া ।
অন্যদিকে, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক রঙ লাগতে শুরু করে । এই ঘটনার পরই এলাকায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ প্রথমে তিনি এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, "পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতেই এই বেআইনি খনন চলছে । সবকিছু জেনেও পুলিশ না দেখার ভান করে । গরিব মানুষেরা কয়লা তুলতে গিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হচ্ছেন।"
এ কথা বলার অব্যবহিত পরেই ইসিএল আধিকারিক ও পুলিশের সঙ্গে কথা বলে নিজের বয়ান বদলান অগ্নিমিত্রা । সকাল থেকে খনিতে চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে যিনি আন্দোলন করছিলেন, সেই তিনি 180 ডিগ্রি ঘুরে বলেন, পুলিশ মৃতদেহ দু'টি বাড়ি থেকে উদ্ধার করে এনেছে । আমি ভেবেছিলাম নারায়ণকুড়ি খনির মতো দুর্ঘটনা । কিন্তু এখানে খনি থেকে মৃতদেহ উদ্ধার হয়নি । তাই খনিতে চাপা পড়েই মৃত্যু হয়েছে তেমন প্রমাণ নেই । আর খনি চত্বর ইসিএলের সিআইএসএফ দিয়ে ঘেরা থাকে, সেখানে বহিরাগতরা ঢুকবে কী করে ? রাষ্ট্রায়ত্ত খনিতে ধসে মৃত্যুর ঘটনা দেখিয়ে মোদিজির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে । এটা সম্পূর্ণ ভাবে তৃণমূল সিপিএমের সঙ্গে জোট বেঁধে অভিসন্ধি করছে ।"
এ দিকে, বাঁশড়া কোলিয়ারিতে গিয়ে সিপিএম এবং তৃণমূলও একসঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করে । সিপিএমের স্থানীয় নেতা সুপ্রিয় রায়ের অভিযোগ, "সামনে লোকসভা ভোট । সেই কারণে অগ্নিমিত্রা পাল ফটোশুট করার জন্য এলাকায় এসেছেন এবং তিনি রাজনীতি করছেন বিষয়টিকে নিয়ে ।"
পাশাপাশি তাঁর দাবি, সিপিএম, বিজেপি এবং তৃণমূল কেউই শিল্প কলকারখানা করেনি । যার ফলে এই গরিব মানুষেরা বারবার কয়লা তুলতে গিয়ে ধসের কবলে পড়ছেন এবং তাঁরা মারা যাচ্ছেন । তাই এই বিষয়টি নিয়ে তৃণমূল বা বিজেপির রাজনীতি করার দরকার নেই । সিপিএম লাল ঝান্ডা নিয়েই এই আন্দোলন লড়বে ।
অন্যদিকে, তৃণমূলের স্থানীয় শ্রমিক নেতা গীরানন্দ হরিজন এই ঘটনায় মৃতদের পরিবারের জন্য 14 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছেন ইসিএলের কাছে । পাশাপাশি এই পরিত্যক্ত খনিগুলিকে যেন ঠিকঠাক ভাবে বুজিয়ে ফেলা হয়, সেই দাবি তুলেছেন তাঁরা ।
রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দু'জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । কারও মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এলাকায় ।
আরও পড়ুন: