ETV Bharat / state

কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে - Kalatan Dasgupta

Kalatan Dasgupta: জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত ৷ তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ আগামিকাল, বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

Kalatan Dasgupta
কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 3:11 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে প্রথমে মামলা দায়েরে আবেদন করা হয় ৷ সেই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ৷

তার পর দায়ের হয় মামলা ৷ আগামিকাল, বুধবার এই মামলার শুনানি হতে পারে ৷ এই মামলা নিয়ে আইনজীবী শামিম আহমেদ আদালতে জানান, সম্পূর্ণ বেআইনি ভাবে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে । ফলে কোনও শর্ত ছাড়া অবিলম্বে কলতানকে মুক্তি দিতে হবে ।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে ডেকেছিল রাজ্য সরকার ৷ সেদিন রাতেই সল্টলেকে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলা চালানো হবে বলে ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ ৷ তিনি এই নিয়ে একটি অডিয়ো প্রকাশ করেন ৷ সেই অডিয়োতে হামলা সংক্রান্ত বিষয়ে দু’জনকে কথা বলতে শোনা যায় ৷

পরে বিধাননগর পুলিশ কমিশনারেটে এই নিয়ে অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ প্রথমে এক ব্যক্তিকে এই মামলায় গ্রেফতার করে ৷ পরে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে এই নিয়ে হইচই শুরু করে বামেরা ৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কলতানকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করেন বাম নেতারা ৷ এই নিয়ে আন্দোলনেও নামেন তাঁরা ৷

সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে পুলিশ গ্রেফতার করেছিল শনিবার সকালে ৷ সেদিনই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ ৷ সেদিন কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল ৷ সোমবারও আদালতে ছুটি ছিল ৷ তার পর মঙ্গলবার কোর্ট খুলতেই কলতানের মুক্তির দাবিতে মামলা দায়ের হল ৷ আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷ সেই শুনানি হলে, সেখানে আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার !

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে প্রথমে মামলা দায়েরে আবেদন করা হয় ৷ সেই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ৷

তার পর দায়ের হয় মামলা ৷ আগামিকাল, বুধবার এই মামলার শুনানি হতে পারে ৷ এই মামলা নিয়ে আইনজীবী শামিম আহমেদ আদালতে জানান, সম্পূর্ণ বেআইনি ভাবে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে । ফলে কোনও শর্ত ছাড়া অবিলম্বে কলতানকে মুক্তি দিতে হবে ।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে ডেকেছিল রাজ্য সরকার ৷ সেদিন রাতেই সল্টলেকে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলা চালানো হবে বলে ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ ৷ তিনি এই নিয়ে একটি অডিয়ো প্রকাশ করেন ৷ সেই অডিয়োতে হামলা সংক্রান্ত বিষয়ে দু’জনকে কথা বলতে শোনা যায় ৷

পরে বিধাননগর পুলিশ কমিশনারেটে এই নিয়ে অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ প্রথমে এক ব্যক্তিকে এই মামলায় গ্রেফতার করে ৷ পরে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে এই নিয়ে হইচই শুরু করে বামেরা ৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কলতানকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করেন বাম নেতারা ৷ এই নিয়ে আন্দোলনেও নামেন তাঁরা ৷

সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে পুলিশ গ্রেফতার করেছিল শনিবার সকালে ৷ সেদিনই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ ৷ সেদিন কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল ৷ সোমবারও আদালতে ছুটি ছিল ৷ তার পর মঙ্গলবার কোর্ট খুলতেই কলতানের মুক্তির দাবিতে মামলা দায়ের হল ৷ আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷ সেই শুনানি হলে, সেখানে আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.