ETV Bharat / state

রাজ্যপাল কি গৃহবন্দি? শুভেন্দুকে রাজভবনের বাইরে আটকানো নিয়ে প্রশ্ন বিচারপতির - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ ৷ এই নিয়ে তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে ৷ শুক্রবার মামলার শুনানি হয় ৷ সেখানে আদালত পুলিশের কাছে জানতে চায়, রাজ্যপাল কি গৃহবন্দি ? পরে আদালত জানায়, শুভেন্দু চাইলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ৷ তবে আগে থেকে আবেদন করতে হবে ৷ কতজন ও কতগুলি গাড়ি যাবে সেটাও জানাতে হবে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 5:15 PM IST

Updated : Jun 14, 2024, 6:47 PM IST

কলকাতা, 14 জুন: রাজভবনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর ঘটনায় রাজ্যকে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । তিনি বলেন, "রাজ্যপাল (সিভি আনন্দ বোস) কি গৃহবন্দি রয়েছেন যে ওখানে কেউ যেতে পারবেন না দেখা করতে ?"

তারপরই বিচারপতির নির্দেশ, পরবর্তীতে বিরোধী দলনেতা ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে আগে আবেদন করতে হবে । আবেদনে জানাতে হবে যে কতজন দেখা করতে চান, ক’টা গাড়ি নিয়ে যাবেন ও গাড়ির নম্বর কী কী । নয় সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার ।

শুক্রবার শুনানিতে বিরোধী দলনেতার তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "আমার মক্কেল যাঁদের নিয়ে রাজভবন গিয়েছিলেন, তাঁরা বেশিরভাগই বাড়িছাড়া । তাঁরা আক্রান্ত । রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয়নি ।" বিচারপতি সিনহা প্রশ্ন করেন, "রাজ্যপাল কি গৃহবন্দি রয়েছেন ?" উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "না এরকম ঘটনা নেই ৷" বিচারপতি প্রশ্ন করেন, "তাহলে রাজভবনে ঢুকতে বাধা কেন ?"

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "ডেপুটি কমিশনার জানতে চেয়েছিলেন ক’টা গাড়ি যাবে এবং ক’জন ভেতরে যাবেন ? কিন্ত বিরোধী দলনেতা গাড়ি থেকে নামেননি এবং কিছু জানাননি । রাজভবন জানতে চাওয়ায় পুলিশ জানতে চায় । নিরাপত্তার স্বার্থে সবাইকে ঢুকতে দেওয়া যায় না । আগে থেকে কিছু জানানো হয়নি । পুলিশ কিন্তু ভিতরে যাওয়া যাবে না একথা কখনও বলেনি ।"

বিচারপতি বলেন, "অর্থাৎ বিরোধী দলনেতাকে রাজভবনে ঢুকতে দিতে আপত্তি ছিল না পুলিশের ।" অ্যাডভোকেট জেনারেল বলেন, "একেবারেই না । এর আগে পঞ্চাশবার বিরোধী দলনেতা রাজভবনে গিয়েছেন পুলিশ তো কখনও আটকায়নি । কী ঘটনা ঘটেছে, তার ভিডিও ফুটেজ রয়েছে ।"

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "রাজভবনের সামনে শাসকদলের ধরনা চলতে পারে আর বিরোধীরা গেলে আটকানো হবে, এটাই কি রাজ্যের নীতি ? রাজ্যের শাসক দল কিছুদিন আগে রাজভবনের উত্তর গেটে কয়েকদিনের ধরনা কর্মসূচি পালন করে । কিন্তু বিরোধী দলনেতা যখন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, তখন তাকে আটকানো হয় । সংশ্লিষ্ট পুলিশকর্তাদের শাস্তি দেওয়া হোক এই আবেদন করছি ।"

বিচারপতি সিনহা দু’পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, পরবর্তীতে বিরোধী দলনেতা যাওয়ার আগে আবেদন করে জানাবেন তিনি কতজনকে নিয়ে যেতে চান এবং ক’টা গাড়ি সঙ্গে নিয়ে যাবেন ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের প্রায় 400 জনকে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে পৌঁছনোর আগেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য রাজভবন যাচ্ছিলেন তিনি ।

কিন্তু রাজভবন লাগোয়া গ্রেট ইস্টার্ন মোড়ে বিকেল 5টা নাগাদ রাজভবন ঢোকার গেটের চারদিক দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁকে ৷ প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর শুভেন্দুর পথ ছাড়ে পুলিশ ৷ সেই ঘটনায় শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা । সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

কলকাতা, 14 জুন: রাজভবনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর ঘটনায় রাজ্যকে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । তিনি বলেন, "রাজ্যপাল (সিভি আনন্দ বোস) কি গৃহবন্দি রয়েছেন যে ওখানে কেউ যেতে পারবেন না দেখা করতে ?"

তারপরই বিচারপতির নির্দেশ, পরবর্তীতে বিরোধী দলনেতা ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে আগে আবেদন করতে হবে । আবেদনে জানাতে হবে যে কতজন দেখা করতে চান, ক’টা গাড়ি নিয়ে যাবেন ও গাড়ির নম্বর কী কী । নয় সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার ।

শুক্রবার শুনানিতে বিরোধী দলনেতার তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "আমার মক্কেল যাঁদের নিয়ে রাজভবন গিয়েছিলেন, তাঁরা বেশিরভাগই বাড়িছাড়া । তাঁরা আক্রান্ত । রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয়নি ।" বিচারপতি সিনহা প্রশ্ন করেন, "রাজ্যপাল কি গৃহবন্দি রয়েছেন ?" উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "না এরকম ঘটনা নেই ৷" বিচারপতি প্রশ্ন করেন, "তাহলে রাজভবনে ঢুকতে বাধা কেন ?"

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "ডেপুটি কমিশনার জানতে চেয়েছিলেন ক’টা গাড়ি যাবে এবং ক’জন ভেতরে যাবেন ? কিন্ত বিরোধী দলনেতা গাড়ি থেকে নামেননি এবং কিছু জানাননি । রাজভবন জানতে চাওয়ায় পুলিশ জানতে চায় । নিরাপত্তার স্বার্থে সবাইকে ঢুকতে দেওয়া যায় না । আগে থেকে কিছু জানানো হয়নি । পুলিশ কিন্তু ভিতরে যাওয়া যাবে না একথা কখনও বলেনি ।"

বিচারপতি বলেন, "অর্থাৎ বিরোধী দলনেতাকে রাজভবনে ঢুকতে দিতে আপত্তি ছিল না পুলিশের ।" অ্যাডভোকেট জেনারেল বলেন, "একেবারেই না । এর আগে পঞ্চাশবার বিরোধী দলনেতা রাজভবনে গিয়েছেন পুলিশ তো কখনও আটকায়নি । কী ঘটনা ঘটেছে, তার ভিডিও ফুটেজ রয়েছে ।"

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "রাজভবনের সামনে শাসকদলের ধরনা চলতে পারে আর বিরোধীরা গেলে আটকানো হবে, এটাই কি রাজ্যের নীতি ? রাজ্যের শাসক দল কিছুদিন আগে রাজভবনের উত্তর গেটে কয়েকদিনের ধরনা কর্মসূচি পালন করে । কিন্তু বিরোধী দলনেতা যখন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, তখন তাকে আটকানো হয় । সংশ্লিষ্ট পুলিশকর্তাদের শাস্তি দেওয়া হোক এই আবেদন করছি ।"

বিচারপতি সিনহা দু’পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, পরবর্তীতে বিরোধী দলনেতা যাওয়ার আগে আবেদন করে জানাবেন তিনি কতজনকে নিয়ে যেতে চান এবং ক’টা গাড়ি সঙ্গে নিয়ে যাবেন ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের প্রায় 400 জনকে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে পৌঁছনোর আগেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য রাজভবন যাচ্ছিলেন তিনি ।

কিন্তু রাজভবন লাগোয়া গ্রেট ইস্টার্ন মোড়ে বিকেল 5টা নাগাদ রাজভবন ঢোকার গেটের চারদিক দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁকে ৷ প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর শুভেন্দুর পথ ছাড়ে পুলিশ ৷ সেই ঘটনায় শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা । সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

Last Updated : Jun 14, 2024, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.