ETV Bharat / state

গাড়ির উইন্ডশিল্ড খুলে কাঁচ ভাঙার অভিযোগ, বিজেপির বনধ ঘিরে উত্তেজনা বারাসতে - BJP BANGLA BANDH - BJP BANGLA BANDH

BJP Bangla Bandh Effects in Barasat : বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত ৷ জোর করে বনধ সফল করার অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷

BJP Bandh in Barasat
বিজেপির বনধ ঘিরে উত্তেজনা বারাসতে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 1:17 PM IST

বারাসত, 28 অগস্ট: বিজেপির বনধকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত । বনধ সফল করতে চাঁপাডালি মোড় ও সংলগ্ন এলকায় সকাল থেকেই রাস্তায় গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা । অভিযোগ, উইন্ডস্ক্রিন খুলে গাড়ির সামনের কাঁচ ভেঙে দিল বিক্ষোভকারীরা ৷ হুমকি দিয়ে বাস চলাচল এবং দোকানপাট বন্ধ করারও চেষ্টা করল তাঁরা বলে অভিযোগ ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আটক করা হয় বিক্ষোভকারীদের ৷

সূত্রের খবর, বুধবার গায়ের জোরে বনধ সফল করার চেষ্টা করেন বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক ৷ বারাসতের একাধিক এলাকায় জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে ৷ জোর করে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করারও অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ এমনকী, চলন্ত গাড়ির উইন্ডস্ক্রিন খুলে তা দিয়ে গাড়ির সামনের কাঁচ ভাঙার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে ৷

শুধু তাই নয়, চাঁপাডালির মোড়ে কেন্দ্রীয় বাস টার্মিনাসে ঢুকে সরকারি এবং বেসরকারি বাস রাস্তায় না নামাতে হুমকি দেন বিজেপির কর্মী-সমর্থকরা বলেও অভিযোগ ৷ কলোনি মোড়ের কাছে উড়ালপুলের নীচে দোকান বন্ধ করার চেষ্টা হলে পালটা রুখে দাঁড়ান ব‍্যবসায়ীদের একাংশ ।

ব‍্যারাকপুর স্টেশনেও বিজেপি নেতা কৌস্তভ বাগচির নেতৃত্বে কর্মী-সমর্থকরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বনধ সফল করার চেষ্টা করেন । যদিও রেল ও স্থানীয় পুলিশের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি ৷ বিজেপির রেল অবরোধ চলাকালীন স্টেশনে তৃণমূলের কর্মী-সমর্থকরা পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয় ৷ তবে পুলিশি সহায়তায় স্টেশন চত্ত্বর থেকে বেরিয়ে আসেন বিজেপি নেতা ৷ এককথায়, বুধবার বিজেপির 12 ঘণ্টার বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসত ও ব্যারাকপুর ৷

বারাসত, 28 অগস্ট: বিজেপির বনধকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত । বনধ সফল করতে চাঁপাডালি মোড় ও সংলগ্ন এলকায় সকাল থেকেই রাস্তায় গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা । অভিযোগ, উইন্ডস্ক্রিন খুলে গাড়ির সামনের কাঁচ ভেঙে দিল বিক্ষোভকারীরা ৷ হুমকি দিয়ে বাস চলাচল এবং দোকানপাট বন্ধ করারও চেষ্টা করল তাঁরা বলে অভিযোগ ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আটক করা হয় বিক্ষোভকারীদের ৷

সূত্রের খবর, বুধবার গায়ের জোরে বনধ সফল করার চেষ্টা করেন বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক ৷ বারাসতের একাধিক এলাকায় জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে ৷ জোর করে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করারও অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ এমনকী, চলন্ত গাড়ির উইন্ডস্ক্রিন খুলে তা দিয়ে গাড়ির সামনের কাঁচ ভাঙার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে ৷

শুধু তাই নয়, চাঁপাডালির মোড়ে কেন্দ্রীয় বাস টার্মিনাসে ঢুকে সরকারি এবং বেসরকারি বাস রাস্তায় না নামাতে হুমকি দেন বিজেপির কর্মী-সমর্থকরা বলেও অভিযোগ ৷ কলোনি মোড়ের কাছে উড়ালপুলের নীচে দোকান বন্ধ করার চেষ্টা হলে পালটা রুখে দাঁড়ান ব‍্যবসায়ীদের একাংশ ।

ব‍্যারাকপুর স্টেশনেও বিজেপি নেতা কৌস্তভ বাগচির নেতৃত্বে কর্মী-সমর্থকরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বনধ সফল করার চেষ্টা করেন । যদিও রেল ও স্থানীয় পুলিশের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি ৷ বিজেপির রেল অবরোধ চলাকালীন স্টেশনে তৃণমূলের কর্মী-সমর্থকরা পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয় ৷ তবে পুলিশি সহায়তায় স্টেশন চত্ত্বর থেকে বেরিয়ে আসেন বিজেপি নেতা ৷ এককথায়, বুধবার বিজেপির 12 ঘণ্টার বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসত ও ব্যারাকপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.