ETV Bharat / state

পর্যাপ্ত কর্মী রয়েছে, চাকরি বাতিলে প্রভাব পড়বে না ভোটে; জানাল কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

SSC Scam Effect on Election: বিপুল সংখ্যক সরকারি শিক্ষকের চাকরি গেলেও ভোটগ্রহণে প্রভাব পড়বে না ৷ জানিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷

Election Commission, এসএসসি দুর্নীতি
নিয়োগ বাতিলের জেরে ভোটে প্রভাব পড়বে না
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:19 PM IST

কলকাতা, 22 এপ্রিল: চলছে লোকসভা নির্বাচন ৷ তার মধ্যেই আজ সোমবার 2016-র এসএসসি নিয়োগ বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এতে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছিল ভোটকর্মী হিসেবে যেহেতু শিক্ষকরা কাজ করে থাকেন সেহেতু 25 হাজার 753 জনের চাকরি গেলে নির্বাচনের কাজে কোনও প্রভাব পড়তে পারে ? এই বিষয়ে অবশ্য আশ্বস্ত করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷

জানানো হয়েছে, হাতে পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে । তেমন সমস্যা হবে না । কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্বাচন করাবার ক্ষেত্রে ভোটকর্মীদের তেমন একটা অভাব হবে না বলেই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । যেহেতু আজই এই রায় ঘোষণা করা হয়েছে তাই এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করবে কমিশন ।

আজ 2016-এর এসএসসি প্যানেলভুক্ত প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । লোকসভা নির্বাচনের মধ্যে এহেন ঐতিহাসিক রায় দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ । যেহেতু সরকারি কর্মচারীরাই ভোট করান তাই এই বিপুল সংখ্যক কর্মীদের চাকরি গেলে টান পড়তে পারে ভোটকর্মীতে । এমনটাই আশঙ্কা করছেন অনেকেই ।

আজ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান যে, রাজ্যে যত ভোটকর্মী রয়েছেন তাঁদের মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন । প্রতি দফার জন্য 20 থেকে 25 শতাংশ ভোটকর্মী সংরক্ষিত বা রিজার্ভে থাকে । রাজ্যে মোট বুথের সংখ্যা 80 হাজারের কিছু বেশি । প্রথম পর্বের নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে । তাই 26 হাজার কর্মীর চাকরি বাতিল হলেও রিজার্ভে যতজন আছেন তাতে পর্যাপ্ত পরিমাণে ভোটকর্মী রয়েছে কমিশনের হাতে । দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের কাজের জন্য তারা ইতিমধ্যেই ডিসিআরসিতে পৌঁছে গিয়েছেন । পরবর্তীতে যদি কর্মীর অভাব হয় সেই ক্ষেত্রে রিজার্ভ থেকে নেওয়া হবে । কমিশনের কাছে পর্যাপ্ত ভোটকর্মীরা রয়েছে ।

আরও পড়ুন :

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  3. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে

কলকাতা, 22 এপ্রিল: চলছে লোকসভা নির্বাচন ৷ তার মধ্যেই আজ সোমবার 2016-র এসএসসি নিয়োগ বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এতে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছিল ভোটকর্মী হিসেবে যেহেতু শিক্ষকরা কাজ করে থাকেন সেহেতু 25 হাজার 753 জনের চাকরি গেলে নির্বাচনের কাজে কোনও প্রভাব পড়তে পারে ? এই বিষয়ে অবশ্য আশ্বস্ত করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷

জানানো হয়েছে, হাতে পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে । তেমন সমস্যা হবে না । কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্বাচন করাবার ক্ষেত্রে ভোটকর্মীদের তেমন একটা অভাব হবে না বলেই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । যেহেতু আজই এই রায় ঘোষণা করা হয়েছে তাই এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করবে কমিশন ।

আজ 2016-এর এসএসসি প্যানেলভুক্ত প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । লোকসভা নির্বাচনের মধ্যে এহেন ঐতিহাসিক রায় দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ । যেহেতু সরকারি কর্মচারীরাই ভোট করান তাই এই বিপুল সংখ্যক কর্মীদের চাকরি গেলে টান পড়তে পারে ভোটকর্মীতে । এমনটাই আশঙ্কা করছেন অনেকেই ।

আজ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান যে, রাজ্যে যত ভোটকর্মী রয়েছেন তাঁদের মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন । প্রতি দফার জন্য 20 থেকে 25 শতাংশ ভোটকর্মী সংরক্ষিত বা রিজার্ভে থাকে । রাজ্যে মোট বুথের সংখ্যা 80 হাজারের কিছু বেশি । প্রথম পর্বের নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে । তাই 26 হাজার কর্মীর চাকরি বাতিল হলেও রিজার্ভে যতজন আছেন তাতে পর্যাপ্ত পরিমাণে ভোটকর্মী রয়েছে কমিশনের হাতে । দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের কাজের জন্য তারা ইতিমধ্যেই ডিসিআরসিতে পৌঁছে গিয়েছেন । পরবর্তীতে যদি কর্মীর অভাব হয় সেই ক্ষেত্রে রিজার্ভ থেকে নেওয়া হবে । কমিশনের কাছে পর্যাপ্ত ভোটকর্মীরা রয়েছে ।

আরও পড়ুন :

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? কারণ খুঁজে দেখল ইটিভি ভারত
  2. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  3. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.