কলকাতা, 7 অক্টোবর: আরজি কর-কাণ্ডের সঠিক বিচারের দাবিতে সরব কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত । বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠক্রম সোমবার 75তম বছরে পদার্পণ করেছে। আর সেই অনুষ্ঠান মঞ্চে উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "সাহসী ও সৎ সাংবাদিকতা সমাজকে বদলাতে পারে। সেটা বজায় রাখতে হবে।
আর যারা নতুন পোশাক পরে পুজো মণ্ডপে যাবেন ভাবছেন, তাঁদের কাছে অনুরোধ মণ্ডপে যাওয়ার সময় ধর্মতলার অনশন মঞ্চে ঘুরে যাবেন। ছোট ছেলে-মেয়েগুলো অনশন করছে। সঠিক বিচারের দাবিতে তারা রাস্তায় রয়েছে।"
এখানেই শেষ নয়, রাজ্যে ধারাবাহিক খুন, ধর্ষণ এবং নারী নির্যাতন নিয়েও মুখ খোলেন উপাচার্য। তিনি বলেন, "মানুষ এখন বিচার চাইছেন। সরকার প্রশাসনের উচিত সঠিক বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। যাতে আগামিদিনে এই ধরনের ঘটনা না ঘটে।"
এদিকে, এদিন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শিক্ষা প্রাঙ্গণে (কলেজ স্ট্রিট ক্যাম্পাস) সকাল সাড়ে 10টায় শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য শান্তা দত্ত। অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস। শোভাযাত্রা শেষ হয় সুবোধ মল্লিক স্কোয়ারের পাশে রাজা সুবোধ মল্লিকের বাড়ির সামনে। তাঁর আগে সাংবাদিকতা বিভাগের 75 বছর উপলক্ষ্যে বিশেষ ডাক টিকিটও প্রকাশ করা হয়।
1950 সালের এই দিনে উপমহাদেশের প্রাচীনতম ও বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বিচারপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্য়ায় তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা এবং মিডিয়া শিক্ষার পথপ্রদর্শকদের মধ্যে অন্যতম। ভারতের প্রথম প্রেস কমিশন 1954 সালে প্রদত্ত রিপোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠক্রমের প্রশংসাও করে।