ETV Bharat / state

আড়িয়াদহে জয়ন্তের ভিডিয়ো প্রকাশ করা বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের - JAYANTA SINGH ARIADAHA VIDEO - JAYANTA SINGH ARIADAHA VIDEO

Jayanta Singh Ariadaha Video: আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ভিডিয়ো প্রকাশের ঘটনায় দুই বিজেপি কর্মীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট ৷ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও পুলিশ এখনই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছে আদালত ৷

ETV BHARAT
বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 6:14 PM IST

কলকাতা, 11 জুলাই: আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ভিডিয়ো প্রকাশের ঘটনায় বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে পুলিশের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন । তবে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না জানিয়েছেন বিচারপতি । সব পক্ষকে ছ'সপ্তাহ পরে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের (নিজস্ব ভিডিয়ো)

মামলাকারী তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা ও বিষয়টির সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন । কিন্তু বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, মামলাকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি । তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি । বিচারপতি জানান, মামলাকারীর সক্রিয় ভূমিকা ছাড়া পুলিশের পক্ষে ওই ভিডিয়ো ফুটেজ সম্পর্কে সত্য উদঘাটন করা সম্ভব নয় ।

এই মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য । আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের এক মহিলার উপর অত্যাচারের ভাইরাল ভিডিয়ো এক্স হ্যান্ডেলে প্রকাশ করার দায়ে এফআইআর করে দুই নাগরিককে হেনস্থা করার অভিযোগ দায়ের হয়েছিল বেলঘরিয়া থানার বিরুদ্ধে ৷ গতকাল নোটিশ দিয়ে আজ সেই দু'জনকে থানায় ডেকে পাঠানো হয় বলে অভিযোগ । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই নাগরিক ।

জয়ন্ত সিংয়ের ভাইরাল ভিডিয়ো ফুটেজ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডল । তাঁদের নামে এফআইআর করে বেলঘরিয়া থানা । গতকাল রাত এগারোটায় নোটিশ দিয়েছে বেলঘরিয়া থানা । সেই এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পৃথ্বীরাজ ও শুভম ।

এদিন কলকাতা হাইকোর্টে এসে পৃথ্বীরাজ বলেন, পুলিশ গতকাল 10টা নাগাদ তাঁকে ফোন করে জানায় থানার বড়বাবু দেখা করতে বলেছেন । কিন্তু তিনি জানান, তাঁকে কোনও নোটিশ না দিলে তিনি থানায় যাবেন না । তারপর তাঁকে একটি নোটিশ দিয়ে আজ থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় । পৃথ্বীরাজের বক্তব্য, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে 9টি এফআইআর রয়েছে কামারহাটি, দক্ষিণেশ্বর থানায় । তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তিনি বিজেপির সদস্য বলেই তাঁকে পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ পৃথ্বীরাজের ৷

কলকাতা, 11 জুলাই: আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ভিডিয়ো প্রকাশের ঘটনায় বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে পুলিশের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন । তবে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না জানিয়েছেন বিচারপতি । সব পক্ষকে ছ'সপ্তাহ পরে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের (নিজস্ব ভিডিয়ো)

মামলাকারী তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা ও বিষয়টির সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন । কিন্তু বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, মামলাকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি । তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি । বিচারপতি জানান, মামলাকারীর সক্রিয় ভূমিকা ছাড়া পুলিশের পক্ষে ওই ভিডিয়ো ফুটেজ সম্পর্কে সত্য উদঘাটন করা সম্ভব নয় ।

এই মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য । আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের এক মহিলার উপর অত্যাচারের ভাইরাল ভিডিয়ো এক্স হ্যান্ডেলে প্রকাশ করার দায়ে এফআইআর করে দুই নাগরিককে হেনস্থা করার অভিযোগ দায়ের হয়েছিল বেলঘরিয়া থানার বিরুদ্ধে ৷ গতকাল নোটিশ দিয়ে আজ সেই দু'জনকে থানায় ডেকে পাঠানো হয় বলে অভিযোগ । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই নাগরিক ।

জয়ন্ত সিংয়ের ভাইরাল ভিডিয়ো ফুটেজ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডল । তাঁদের নামে এফআইআর করে বেলঘরিয়া থানা । গতকাল রাত এগারোটায় নোটিশ দিয়েছে বেলঘরিয়া থানা । সেই এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পৃথ্বীরাজ ও শুভম ।

এদিন কলকাতা হাইকোর্টে এসে পৃথ্বীরাজ বলেন, পুলিশ গতকাল 10টা নাগাদ তাঁকে ফোন করে জানায় থানার বড়বাবু দেখা করতে বলেছেন । কিন্তু তিনি জানান, তাঁকে কোনও নোটিশ না দিলে তিনি থানায় যাবেন না । তারপর তাঁকে একটি নোটিশ দিয়ে আজ থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় । পৃথ্বীরাজের বক্তব্য, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে 9টি এফআইআর রয়েছে কামারহাটি, দক্ষিণেশ্বর থানায় । তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তিনি বিজেপির সদস্য বলেই তাঁকে পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ পৃথ্বীরাজের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.