কলকাতা, 30 এপ্রিল: ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করেন ।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যতই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, এই দুর্নীতিতে পার্থ-অর্পিতার যোগ স্পষ্ট বলেই মনে করছে ইডি । একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের কাছে সেই বিষয়টি তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার দত্তক নেওয়া সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন । তাঁদের একাধিক জীবনবিমার পলিসি ছিল । দু'জনের নামে যৌথ সম্পত্তিও রয়েছে । স্ত্রীর মৃত্যুর পর পার্থ চট্টোপাধ্যায়ের কোম্পানির শেয়ারে পত্নীর নামের জায়গায় অর্পিতার নাম ঢোকানো-সহ এরকম একাধিক বিষয় রয়েছে । সেই বিষয়ে এখনও তদন্ত চলছে । আদালত প্রাথমিকভাবে এই বিষয়গুলি অস্বীকার করা সম্ভব নয় বলেই মনে করেছে ।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়, তাঁর বয়স, তদন্তে সহযোগিতা, তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও তথ্য প্রমাণ না পাওয়ার বিষয় বিবেচনা করেও তার যাতে জামিন মঞ্জুর করা হয়, সেই আর্জি জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা । কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিনি দুঃখিত । এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন মঞ্জুর করা সম্ভব নয় । এই মামলায় প্রায় 1 বছর 9 মাস জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । গত বছর 23 জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি ।
প্রসঙ্গত, 2022 সালের জুলাই মাসে পার্থ ও অর্পিতা যখন ইডির হাতে গ্রেফতার হন ৷ তখন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে গয়না-সহ মোট প্রায় 54 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি । সেগুলি সব নিয়োগ দুর্নীতির টাকা বলেই জানায় ইডি । তারপরই আদালতে শুরু হয় তরজা । পারস্পরিক দোষারোপ । পার্থ বলেন টাকা অর্পিতার । অর্পিতা বলেন টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ।
আরও পড়ুন :