কলকাতা, 2 অগস্ট: হিরণ চট্টোপাধ্যায়ের ইলেকশন পিটিশন মামলায় ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক । নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে একথা জানাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে । সিসিটিভি ফুটেজের ফরেনসিক অডিটেরও আর্জি জানানো হয় । আদালত সে বিষয়ে নির্দেশ দেবে কি না, সেটা মামলার শুনানির পর ঠিক হবে বলে জানান বিচারপতি ।
2024 সালের ঘাটাল আসনের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । নির্বাচনে একাধিক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে ও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । সেই কারণে সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো ফুটেজ ও ডিভিআর সংরক্ষণের আর্জি জানান তাঁর তরফের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । মামলায় মোট সাতটি পক্ষ রয়েছে । সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি তিনি ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন ।
প্রসঙ্গত, জয়ের ধারা বজায় রেখে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বড়সড় ভোটের ব্যবধানে হিরণকে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব । তিনি পেয়েছিলেন 8 লক্ষ 37 হাজার 990টি ভোট । বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছিলেন 6 লক্ষ 55 হাজার 122টি ভোট । দেব বিজয়ী হন 1 লক্ষ 82 হাজার 868 ভোটে ।
উল্লেখ্য, 2014 সালেই সিপিআইএমের গড়ের দখল নেয় তৃণমূল কংগ্রেস । সিপিআইএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল সাংসদ দেব । তারপর 2019 লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হন । তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয় ঘাটাল কেন্দ্র । সেই জোর ভাঙতেই এবার টলিউডের আর এক নায়ক হিরণকে মাঠে নামিয়েছিল বিজেপি । যদিও শেষ পর্যন্ত দেব ওই কেন্দ্রে নিজের জায়গা ধরে রাখতে শুধু সক্ষম হয়েছেন তা নয়, তাঁর জয়ের ব্যবধানও ছিল বিশাল ৷ এরপরেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেন হিরণ ৷ 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।