ETV Bharat / state

রেখা পাত্রের ইলেকশন পিটিশন মামলায় বসিরহাটের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ - Rekha Patra Election Petition - REKHA PATRA ELECTION PETITION

Rekha Patra Election Petition: রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশন মামলায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ৷ এই মামলার পরের শুনানি আগামী 4 সেপ্টেম্বর ৷

ETV BHARAT
বসিরহাটের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 2:02 PM IST

Updated : Jul 31, 2024, 5:30 PM IST

কলকাতা, 31 জুলাই: বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজও ৷ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশন মামলায় নোটিশ জারি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি । আগামী 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

বসিরহাটের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের (নিজস্ব ভিডিয়ো)

ভোটে তাঁর বিরুদ্ধে কারচুপি করা হয়েছে, এই অভিযোগে বসিরহাটে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে মামলা করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । বুধবার সেই মামলার শুনানিতে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে তথ্যে কারচুপি করার অভিযোগ জানিয়েছি ৷ তৃণমূলের প্রার্থী কমিশনে তাঁর ব্যক্তিগত ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছেন । সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে ।"

বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, রেখা পাত্র যে ইলেকশন পিটিশন দায়ের করেছেন, তা আদালত গ্রহণ করছে । 4 সেপ্টেম্বর শুনানি করা হবে । ইতিমধ্যে ওই কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে । কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্বাচন কমিশন-সহ এই মামলার সমস্ত পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । নির্বাচন কমিশন, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম-সহ মোট 16 জনকে এই মামলায় পক্ষ করা হয়েছে বলে আদালত সুত্রে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার ছিল 15 লক্ষেরও বেশি । যার মধ্যে 4 লক্ষ 70 হাজারের মতো ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । যা মোট ভোটারের প্রায় 31 শতাংশ । অন্যদিকে, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছিলেন 8 লক্ষেরও বেশি ভোট । যা মোট ভোটারের প্রায় 53 শতাংশ । নির্বাচনের এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন রেখা পাত্র ।

কলকাতা, 31 জুলাই: বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজও ৷ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশন মামলায় নোটিশ জারি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি । আগামী 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

বসিরহাটের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের (নিজস্ব ভিডিয়ো)

ভোটে তাঁর বিরুদ্ধে কারচুপি করা হয়েছে, এই অভিযোগে বসিরহাটে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে মামলা করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । বুধবার সেই মামলার শুনানিতে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে তথ্যে কারচুপি করার অভিযোগ জানিয়েছি ৷ তৃণমূলের প্রার্থী কমিশনে তাঁর ব্যক্তিগত ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছেন । সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে ।"

বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, রেখা পাত্র যে ইলেকশন পিটিশন দায়ের করেছেন, তা আদালত গ্রহণ করছে । 4 সেপ্টেম্বর শুনানি করা হবে । ইতিমধ্যে ওই কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে । কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্বাচন কমিশন-সহ এই মামলার সমস্ত পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । নির্বাচন কমিশন, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম-সহ মোট 16 জনকে এই মামলায় পক্ষ করা হয়েছে বলে আদালত সুত্রে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার ছিল 15 লক্ষেরও বেশি । যার মধ্যে 4 লক্ষ 70 হাজারের মতো ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র । যা মোট ভোটারের প্রায় 31 শতাংশ । অন্যদিকে, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছিলেন 8 লক্ষেরও বেশি ভোট । যা মোট ভোটারের প্রায় 53 শতাংশ । নির্বাচনের এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন রেখা পাত্র ।

Last Updated : Jul 31, 2024, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.