ETV Bharat / state

5 জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের - Calcutta HC on Rekha Patra - CALCUTTA HC ON REKHA PATRA

Calcutta HC on FIR Against Rekha Patra: গণনার আগের দিন স্বস্তিতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ আগামী এক মাস অর্থাৎ 5 জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Cal HC , Rekha Patra
হাইকোর্টের নির্দেশে স্বস্তি রেখা পাত্রের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 7:45 PM IST

কলকাতা, 3 জুন: ভোট গণনার আগে স্বস্তিতে বিজেপি ৷ 5 জুলাই পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ । নতুন দায়ের হওয়া এফআইআরের তদন্তে সোমবার এমনই স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা । 19 জুলাই ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি ।

হাইকোর্টের রায়ের পর রেখা পাত্রের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

বিষয়টি নিয়ে রেখা পাত্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, 1 জুন নির্বাচনের দিন বিকেল চারটের একটি ঘটনায় রাত 8টার সময় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ। আইন অনুয়ায়ী এত দেরিতে স্বতঃপ্রণোদিত এফআইআর করা যায় না।

মঙ্গলবার ভোট গণনার দিন প্রার্থী যাতে বিনা বাধায় নিজের নির্বাচনী এলাকা পরিদর্শন করতে পারেন তার জন্য তাঁকে সুরক্ষা দেওয়ার আর্জি জানান রেখা পাত্রের আইনজীবী । তিনি আরও জানান, এর আগেও রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই মামলায় আদালত তাঁকে সুরক্ষা কবচ দেওয়া হয়েছে 14 জুন পর্যন্ত।

অন্যদিকে মামলার শেষে রেখা পাত্র জানান, প্রার্থী হিসাবে নির্বাচনের দিন বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে তিনি ভোট পরিদর্শন করছিলেন । বেড়মজুর এলাকায় ইভিএম মেশিনে তাঁর নামের বোতাম কাজ করছিল না । অথচ তৃণমূল প্রার্থী হাজি নুরুলের নামের বোতাম কাজ করছে । এটা সম্পূর্ণ কারসাজি । এই ঘটনা তিনি জানাতে গেলে সেখানে লোক জমায়েত হয়ে যায় । দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । সব কিছু সবাই দেখেছে । সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে । একইসঙ্গে রেখা পাত্র এদিন হাইকোর্টে জানান, অন্তত 500টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করেছে । তবে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী । একইসঙ্গে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি ।

কলকাতা, 3 জুন: ভোট গণনার আগে স্বস্তিতে বিজেপি ৷ 5 জুলাই পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ । নতুন দায়ের হওয়া এফআইআরের তদন্তে সোমবার এমনই স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা । 19 জুলাই ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি ।

হাইকোর্টের রায়ের পর রেখা পাত্রের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

বিষয়টি নিয়ে রেখা পাত্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, 1 জুন নির্বাচনের দিন বিকেল চারটের একটি ঘটনায় রাত 8টার সময় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ। আইন অনুয়ায়ী এত দেরিতে স্বতঃপ্রণোদিত এফআইআর করা যায় না।

মঙ্গলবার ভোট গণনার দিন প্রার্থী যাতে বিনা বাধায় নিজের নির্বাচনী এলাকা পরিদর্শন করতে পারেন তার জন্য তাঁকে সুরক্ষা দেওয়ার আর্জি জানান রেখা পাত্রের আইনজীবী । তিনি আরও জানান, এর আগেও রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই মামলায় আদালত তাঁকে সুরক্ষা কবচ দেওয়া হয়েছে 14 জুন পর্যন্ত।

অন্যদিকে মামলার শেষে রেখা পাত্র জানান, প্রার্থী হিসাবে নির্বাচনের দিন বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে তিনি ভোট পরিদর্শন করছিলেন । বেড়মজুর এলাকায় ইভিএম মেশিনে তাঁর নামের বোতাম কাজ করছিল না । অথচ তৃণমূল প্রার্থী হাজি নুরুলের নামের বোতাম কাজ করছে । এটা সম্পূর্ণ কারসাজি । এই ঘটনা তিনি জানাতে গেলে সেখানে লোক জমায়েত হয়ে যায় । দু'দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । সব কিছু সবাই দেখেছে । সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে । একইসঙ্গে রেখা পাত্র এদিন হাইকোর্টে জানান, অন্তত 500টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করেছে । তবে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী । একইসঙ্গে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.