ETV Bharat / state

শাহজাহানকে আজই সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ হাইকোর্টের - Sheikh Shahjahan CBI Custody

Sheikh Shahjahan CBI Custody: শাহজাহান শেখকে আজই বিকেল সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তরের জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 2:55 PM IST

Updated : Mar 6, 2024, 3:21 PM IST

কলকাতা, 6 মার্চ: গতকালের নির্দেশ আজই বিকেল সওয়া চারটের মধ্যে কার্যকর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শেখ শাহজাহানকে আজই বিকেলের মধ্যে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে বলেছে আদালত ৷ বিচারপতি হরীশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশে জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে গতকাল জানিয়েছে, রাজ্য পুলিশ কোথাও শাহজাহান শেখকে আড়াল করার চেষ্টা করেছে । সেই জন্যই গতকাল বিকেল 4.30-এর মধ্যে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল । রাজ্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে মানেই এমন নয়, আগের নির্দেশ কার্যকর করা যাবে না ৷

শাহজাহান শেখকে এখনও সিবিআই হেফাজতে দেওয়া হচ্ছে না কেন ? এই সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে বলেন, "আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি ।"

ইডির আইনজীবী এসভি রাজু তখন বলেন, "ইডি রেশন দুর্নীতির তদন্ত করছিল । ইডির তিন আধিকারিক আক্রান্ত হয়েছিলেন অভিযুক্ত শাহজাহান শেখের বাড়িতে গিয়ে । ইডির দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত হচ্ছিল । কিন্তু পুলিশ আলাদা এফআইআর করে তদন্ত করতে শুরু করে ।কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিট গঠন যৌথভাবে রাজ্য পুলিশ ও সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দেয় । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত 28 ফেব্রুয়ারি নির্দেশ দেয় যে, সিবিআই-ইডি-রাজ্য পুলিশ যে কেউ শাহজাহানকে গ্রেফতার করতে পারে ৷ এর পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে । এখন তদন্তকে নষ্ট করার চেষ্টা করছে । গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে । কিন্তু রাজ্য এখনও শাহজাহানকে ছাড়ছে না ।"

সিবিআইয়ের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী (সিবিআইয়ের তরফে) বলেন, "গতকাল প্রধান বিচারপতির নির্দেশের পর সিবিআইয়ের প্রধান কার্যালয় থেকে সিআইডিকে, ডিজিপি, মুখ্যসচিব, অ্যাডিশনল ডিরেক্টর জেনারেল সিআইডিকে একাধিক ইমেল করা হয়েছে । কিন্তু সিআইডির তরফে ডেপুটি ইনস্পেকটর জেনারেল চিঠি দিয়ে জানান, সুপ্রিম কোর্টে একটা স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছে । আগামিকাল সকালে তার শুনানি রয়েছে । এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে । এই ধরনের স্টেটমেন্ট সিআইডির অফিসার করতে পারেন ? সিবিআইয়ের হেফাজতে নিয়ে তদন্তকে বিভ্রান্ত করার জন্যই এটা করা হয়েছে । ন্যাজাট থানার তরফেও একই চিঠি পাঠানো হয় সিবিআইকে । সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গতকালই বাতিল করেছে । যে ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে 14 দিনের বেশি শাহজাহানকে হেফাজতে রাখা যায় না । আসলে পুরো তদন্তকেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ।"

ইডির আইনজীবী এসভি রাজু আদালতকে বলেন, "হাইকোর্ট গতকালের নির্দেশেই অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলেছিল । ফলে এই নির্দেশের অবমাননা করা হয়েছে । এটা পরিস্কার আদালত অবমাননা । হাইকোর্টের নির্দেশের পরও তাঁকে হেফাজতে রাখা বেআইনি ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তখন বলেন, "সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা (স্পেশাল লিভ পিটিশন) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ অথবা আগামিকাল হয়তো শুনবেন । আমাদের কাছে এখনও পর্যন্ত এই খবর আছে ।" তাঁর এই কথার জবাবে এসভি রাজু বলেন, "সুপ্রিম কোর্টে যখন মেনশন করা হয়, তখন আমি সেখানে ছিলাম । কোনও স্থগিতাদেশ নেই মামলায় ।"

উত্তরে এজি বলেন, "আমি মোটেই বলছি না স্থগিতাদেশ দেওয়া হয়েছে । হাইকোর্ট কোনও নির্দেশ দিতে পারবে না । ফাইল এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রয়েছে । সেইজন্য আমাদের আবেদন, হাইকোর্ট সেটা দেখার পর এই মামলায় নির্দেশ দিক । এই রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে । হাইকোর্টের ধীরে চলা উচিত ।"

এজির বক্তব্যের প্রেক্ষিতে এসভি রাজু বলেন, "সুপ্রিম কোর্ট বলেনি যে, আগামিকাল এই ম্যাটার শোনা হবে । আগামিকাল ফের এজি এসে বলতে পারেন, সুপ্রিম কোর্ট এখনও শোনে নি । সেই জন্য পরে শোনা হোক । তারপর সুপ্রিম কোর্টে সপ্তাহন্তের ছুটি চলে আসবে । এইভাবে সময় নষ্ট করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ।"

যদিও এরপরও রাজ্যের এজি আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, "ইডির এতো উদ্বেগের কী আছে ? শাহজাহান শেখকে তো কোনও ইডির কেসের ভিত্তিতে গ্রেফতার করা হয়নি ! এই মামলা আগামিকাল রাখা হোক শুনানির জন্য ।"

যদিও দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর এই আবেদন খারিজ করে দেয় আদালত ৷ গতকালের নির্দেশমতো আজই বিকেল সওয়া চারটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

এ দিকে, শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আগেই গত পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর আক্রমণের ঘটনায় দুটি এবং শংকর আঢ্যের বিরুদ্ধে একটি অভিযোগ-সহ মোট তিনটি অভিযোগ দায়ের করল সিবিআই । জানা গিয়েছে, প্রথম এফআইআরে মূলত ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা এবং তাঁদের সরকারি কাগজপত্র কেড়ে নেওয়া ও ফোন চুরির মামলায় অভিযোগ দায়ের করেছে সিবিআই । পাশাপাশি শংকর আঢ্যকে গ্রেফতারের সময় বনগাঁতে আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল, সেই ঘটনায় একটি পৃথক এফআইআর করা হয়েছে ।

মূলত সিবিআই সূত্রে খবর, পরবর্তীকালে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে যাতে কোনও রকমের আইনি জটিলতার মুখে পড়তে না হয় সে জন্যই এই তিনটি নতুন এফআইআর দায়ের করে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই ।

আরও পড়ুন:

  1. শাহজাহানকে হেফাজতে নেওয়ার জটিলতা কাটাতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই
  2. শাহজাহানকে সিবিআইয়ের হাতে দিচ্ছে না সিআইডি, ইডির আবেদনে আজই জরুরি শুনানি হাইকোর্টে\
  3. শাহজাহানকে মঙ্গলেই সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা, 6 মার্চ: গতকালের নির্দেশ আজই বিকেল সওয়া চারটের মধ্যে কার্যকর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শেখ শাহজাহানকে আজই বিকেলের মধ্যে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে বলেছে আদালত ৷ বিচারপতি হরীশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশে জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে গতকাল জানিয়েছে, রাজ্য পুলিশ কোথাও শাহজাহান শেখকে আড়াল করার চেষ্টা করেছে । সেই জন্যই গতকাল বিকেল 4.30-এর মধ্যে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল । রাজ্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে মানেই এমন নয়, আগের নির্দেশ কার্যকর করা যাবে না ৷

শাহজাহান শেখকে এখনও সিবিআই হেফাজতে দেওয়া হচ্ছে না কেন ? এই সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে বলেন, "আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি ।"

ইডির আইনজীবী এসভি রাজু তখন বলেন, "ইডি রেশন দুর্নীতির তদন্ত করছিল । ইডির তিন আধিকারিক আক্রান্ত হয়েছিলেন অভিযুক্ত শাহজাহান শেখের বাড়িতে গিয়ে । ইডির দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত হচ্ছিল । কিন্তু পুলিশ আলাদা এফআইআর করে তদন্ত করতে শুরু করে ।কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিট গঠন যৌথভাবে রাজ্য পুলিশ ও সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দেয় । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত 28 ফেব্রুয়ারি নির্দেশ দেয় যে, সিবিআই-ইডি-রাজ্য পুলিশ যে কেউ শাহজাহানকে গ্রেফতার করতে পারে ৷ এর পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে । এখন তদন্তকে নষ্ট করার চেষ্টা করছে । গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে । কিন্তু রাজ্য এখনও শাহজাহানকে ছাড়ছে না ।"

সিবিআইয়ের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী (সিবিআইয়ের তরফে) বলেন, "গতকাল প্রধান বিচারপতির নির্দেশের পর সিবিআইয়ের প্রধান কার্যালয় থেকে সিআইডিকে, ডিজিপি, মুখ্যসচিব, অ্যাডিশনল ডিরেক্টর জেনারেল সিআইডিকে একাধিক ইমেল করা হয়েছে । কিন্তু সিআইডির তরফে ডেপুটি ইনস্পেকটর জেনারেল চিঠি দিয়ে জানান, সুপ্রিম কোর্টে একটা স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছে । আগামিকাল সকালে তার শুনানি রয়েছে । এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে । এই ধরনের স্টেটমেন্ট সিআইডির অফিসার করতে পারেন ? সিবিআইয়ের হেফাজতে নিয়ে তদন্তকে বিভ্রান্ত করার জন্যই এটা করা হয়েছে । ন্যাজাট থানার তরফেও একই চিঠি পাঠানো হয় সিবিআইকে । সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গতকালই বাতিল করেছে । যে ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে 14 দিনের বেশি শাহজাহানকে হেফাজতে রাখা যায় না । আসলে পুরো তদন্তকেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ।"

ইডির আইনজীবী এসভি রাজু আদালতকে বলেন, "হাইকোর্ট গতকালের নির্দেশেই অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলেছিল । ফলে এই নির্দেশের অবমাননা করা হয়েছে । এটা পরিস্কার আদালত অবমাননা । হাইকোর্টের নির্দেশের পরও তাঁকে হেফাজতে রাখা বেআইনি ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তখন বলেন, "সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা (স্পেশাল লিভ পিটিশন) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ অথবা আগামিকাল হয়তো শুনবেন । আমাদের কাছে এখনও পর্যন্ত এই খবর আছে ।" তাঁর এই কথার জবাবে এসভি রাজু বলেন, "সুপ্রিম কোর্টে যখন মেনশন করা হয়, তখন আমি সেখানে ছিলাম । কোনও স্থগিতাদেশ নেই মামলায় ।"

উত্তরে এজি বলেন, "আমি মোটেই বলছি না স্থগিতাদেশ দেওয়া হয়েছে । হাইকোর্ট কোনও নির্দেশ দিতে পারবে না । ফাইল এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রয়েছে । সেইজন্য আমাদের আবেদন, হাইকোর্ট সেটা দেখার পর এই মামলায় নির্দেশ দিক । এই রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে । হাইকোর্টের ধীরে চলা উচিত ।"

এজির বক্তব্যের প্রেক্ষিতে এসভি রাজু বলেন, "সুপ্রিম কোর্ট বলেনি যে, আগামিকাল এই ম্যাটার শোনা হবে । আগামিকাল ফের এজি এসে বলতে পারেন, সুপ্রিম কোর্ট এখনও শোনে নি । সেই জন্য পরে শোনা হোক । তারপর সুপ্রিম কোর্টে সপ্তাহন্তের ছুটি চলে আসবে । এইভাবে সময় নষ্ট করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ।"

যদিও এরপরও রাজ্যের এজি আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, "ইডির এতো উদ্বেগের কী আছে ? শাহজাহান শেখকে তো কোনও ইডির কেসের ভিত্তিতে গ্রেফতার করা হয়নি ! এই মামলা আগামিকাল রাখা হোক শুনানির জন্য ।"

যদিও দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর এই আবেদন খারিজ করে দেয় আদালত ৷ গতকালের নির্দেশমতো আজই বিকেল সওয়া চারটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

এ দিকে, শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আগেই গত পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর আক্রমণের ঘটনায় দুটি এবং শংকর আঢ্যের বিরুদ্ধে একটি অভিযোগ-সহ মোট তিনটি অভিযোগ দায়ের করল সিবিআই । জানা গিয়েছে, প্রথম এফআইআরে মূলত ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা এবং তাঁদের সরকারি কাগজপত্র কেড়ে নেওয়া ও ফোন চুরির মামলায় অভিযোগ দায়ের করেছে সিবিআই । পাশাপাশি শংকর আঢ্যকে গ্রেফতারের সময় বনগাঁতে আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল, সেই ঘটনায় একটি পৃথক এফআইআর করা হয়েছে ।

মূলত সিবিআই সূত্রে খবর, পরবর্তীকালে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে যাতে কোনও রকমের আইনি জটিলতার মুখে পড়তে না হয় সে জন্যই এই তিনটি নতুন এফআইআর দায়ের করে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই ।

আরও পড়ুন:

  1. শাহজাহানকে হেফাজতে নেওয়ার জটিলতা কাটাতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই
  2. শাহজাহানকে সিবিআইয়ের হাতে দিচ্ছে না সিআইডি, ইডির আবেদনে আজই জরুরি শুনানি হাইকোর্টে\
  3. শাহজাহানকে মঙ্গলেই সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Last Updated : Mar 6, 2024, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.