ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন সময় চাইছে এসএসসি, বেজায় চটলেন বিচারপতি

Recruitment corruption case: নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপর বেজায় চটলেন বিচারপতি দেবাংশু বসাক ৷ তিনি বলেন, প্রতিদিনই সময় চাইছে এসএসসি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 1:30 PM IST

Updated : Mar 11, 2024, 1:39 PM IST

কলকাতা, 11 মার্চ: প্রতিদিন সময় চাইছে স্কুল সার্ভিস কমিশন । এতেই চূড়ান্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক । এ দিন এই নিয়ে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, "স্কুল সার্ভিস কমিশন যদি প্রয়োজনীয় তথ্য দিতে না পারে, তাহলে বলে দিক ৷ আমরা সেই ভাবেই মামলার শুনানি করার ব্যবস্থা করব ৷"

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আজও আদালতে প্রযোজনীয় তথ্য দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন । আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেন কমিশনের আইনজীবী । কমিশনের ভূমিকায় বিরক্ত ও ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । কমিশন আদালতের কোনও প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না বলে জানিয়েছেন বিচারপতি ৷ তিনি বলেন, মামলায় সহযোগিতা করতে পারছে না কমিশন ৷

বিচারপতি দেবাংশু বসাকের কথায়, "সুপ্রিম কোর্টের নির্দেশে এই শুনানি চলছে । কমিশন এখনও কোনও তথ্য দিতে পারছে না । সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা বলা আছে । আমি জানি না কতদিন ধরে এই শুনানি পর্ব চলবে । কমিশন যদি তথ্য দিতে না পারে সেটা হলফনামা দিয়ে জানিয়ে দিক । আমরা সেইভাবে মামলা এগিয়ে নিয়ে যাব ৷"

গত শুক্রবার আদালতে হাজির হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, সোমবার কমিশন আদালতের চাহিদামতো তথ্য যতটা সম্ভব জোগান দেবে । এ দিন চেয়ারম্যান আদালতে হাজির থাকলেও আইনজীবী আদালতকে জানান, তথ্য সরবরাহ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন । কমিশনের এ ধরনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ।

উল্লেখ্য, ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসা ডাটা স্ক্যানটেক নামে একটা সংস্থাকে দিয়ে তাদের ডেটা স্ক্যান করতে দিয়েছিল । এই তথ্য সিবিআই হলফনামা দিয়ে হাইকোর্টকে জানিয়েছে । সে ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন কিছু জানে কি না, তা জানতে চেয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক । কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সেই তথ্য দিতে না পারায় কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের হাইকোর্টে তলব করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । শুক্রবার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে এসে জানান, সোমবার তিনি চেষ্টা করবেন এ ব্যাপারে আদালতকে সহযোগিতা করতে । কিন্তু এ দিন ও তিনি ফের জানান, আরও সময় দিতে হবে । তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি ।

ক্ষুব্ধ বিচারপতি বসাক বলেন, যদি আইনজীবী কোনও জবাব না দিতে পারেন তাহলে তিনি আদালতে হাজির হয়েছেন কেন ? চেয়ারম্যান এসেই কী করবেন ? কেন আদালতের সময় নষ্ট করছেন ? তখন আইনজীবী বলেন, দুটো দিন সময় দিন ৷ জবাবে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "কোনওমতেই সম্ভব নয় । আপনি হয় আপনার কথা বলুন নাহলে ছেড়ে দিন । আদালতের সময় নষ্ট করবেন না । আদালত এসএসসি-কে যথেষ্ট সময় দিয়েছে । চলতি সপ্তাহের মধ্যে সমস্ত শুনানি শেষ করতে চায় আদালত । আদালতের সময় নষ্ট করবেন না ।"

চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিছু বলার চেষ্টা করলে তাঁকেও থামিয়ে দেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় প্রয়োজনীয় নথি দিয়ে সহযোগিতা করতে পারছে না এসএসসি, ক্ষুব্ধ হাইকোর্ট
  2. নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 'রাজনৈতিক', খারিজের আবেদনে মামলা হাইকোর্টে
  3. নিয়োগ দুর্নীতিতে রাজ্যের সম্মতির অভাবে একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জফ্রেম আটকে, হাইকোর্টে অভিযোগ সিবিআইয়ের

কলকাতা, 11 মার্চ: প্রতিদিন সময় চাইছে স্কুল সার্ভিস কমিশন । এতেই চূড়ান্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক । এ দিন এই নিয়ে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, "স্কুল সার্ভিস কমিশন যদি প্রয়োজনীয় তথ্য দিতে না পারে, তাহলে বলে দিক ৷ আমরা সেই ভাবেই মামলার শুনানি করার ব্যবস্থা করব ৷"

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আজও আদালতে প্রযোজনীয় তথ্য দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন । আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেন কমিশনের আইনজীবী । কমিশনের ভূমিকায় বিরক্ত ও ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । কমিশন আদালতের কোনও প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না বলে জানিয়েছেন বিচারপতি ৷ তিনি বলেন, মামলায় সহযোগিতা করতে পারছে না কমিশন ৷

বিচারপতি দেবাংশু বসাকের কথায়, "সুপ্রিম কোর্টের নির্দেশে এই শুনানি চলছে । কমিশন এখনও কোনও তথ্য দিতে পারছে না । সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা বলা আছে । আমি জানি না কতদিন ধরে এই শুনানি পর্ব চলবে । কমিশন যদি তথ্য দিতে না পারে সেটা হলফনামা দিয়ে জানিয়ে দিক । আমরা সেইভাবে মামলা এগিয়ে নিয়ে যাব ৷"

গত শুক্রবার আদালতে হাজির হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, সোমবার কমিশন আদালতের চাহিদামতো তথ্য যতটা সম্ভব জোগান দেবে । এ দিন চেয়ারম্যান আদালতে হাজির থাকলেও আইনজীবী আদালতকে জানান, তথ্য সরবরাহ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন । কমিশনের এ ধরনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ।

উল্লেখ্য, ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসা ডাটা স্ক্যানটেক নামে একটা সংস্থাকে দিয়ে তাদের ডেটা স্ক্যান করতে দিয়েছিল । এই তথ্য সিবিআই হলফনামা দিয়ে হাইকোর্টকে জানিয়েছে । সে ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন কিছু জানে কি না, তা জানতে চেয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক । কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সেই তথ্য দিতে না পারায় কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের হাইকোর্টে তলব করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । শুক্রবার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে এসে জানান, সোমবার তিনি চেষ্টা করবেন এ ব্যাপারে আদালতকে সহযোগিতা করতে । কিন্তু এ দিন ও তিনি ফের জানান, আরও সময় দিতে হবে । তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি ।

ক্ষুব্ধ বিচারপতি বসাক বলেন, যদি আইনজীবী কোনও জবাব না দিতে পারেন তাহলে তিনি আদালতে হাজির হয়েছেন কেন ? চেয়ারম্যান এসেই কী করবেন ? কেন আদালতের সময় নষ্ট করছেন ? তখন আইনজীবী বলেন, দুটো দিন সময় দিন ৷ জবাবে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "কোনওমতেই সম্ভব নয় । আপনি হয় আপনার কথা বলুন নাহলে ছেড়ে দিন । আদালতের সময় নষ্ট করবেন না । আদালত এসএসসি-কে যথেষ্ট সময় দিয়েছে । চলতি সপ্তাহের মধ্যে সমস্ত শুনানি শেষ করতে চায় আদালত । আদালতের সময় নষ্ট করবেন না ।"

চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিছু বলার চেষ্টা করলে তাঁকেও থামিয়ে দেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় প্রয়োজনীয় নথি দিয়ে সহযোগিতা করতে পারছে না এসএসসি, ক্ষুব্ধ হাইকোর্ট
  2. নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 'রাজনৈতিক', খারিজের আবেদনে মামলা হাইকোর্টে
  3. নিয়োগ দুর্নীতিতে রাজ্যের সম্মতির অভাবে একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জফ্রেম আটকে, হাইকোর্টে অভিযোগ সিবিআইয়ের
Last Updated : Mar 11, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.