ETV Bharat / state

মুর্শিদাবাদে রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের - Ram Navami Unrest - RAM NAVAMI UNREST

Calcutta HC on Ram Navami Case: মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, বেলডাঙায় রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী 10 মে অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 4:20 PM IST

আইনজীবী কৃষ্ণেন্দু সরকার

কলকাতা, 26 এপ্রিল: মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, বেলডাঙায় রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী 10 মে অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ এর আগের শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম রাজ্যের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, "সাধারণ মানুষ 8 ঘণ্টা উৎসব পালন করতে পারে না তাহলে পুলিশ কি করছিল? বহরমপুর লোকসভা কেন্দ্রে তাহলে নির্বাচন হবে কীভাবে? কমিশনকে তাহলে বলব সেখানে লোকসভা নির্বাচন বন্ধ রাখতে?" শুনানি চলাকালীন সওয়াল-জবাব পর্বে রাজ্যের তরফে জানান হয়, ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ শুক্রবার সিআইডি-র সেই রিপোর্ট এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের ভিত্তিতে এনআইএ-কে অনুসন্ধান করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

12 এপ্রিল চড়ক পুজোকে কেন্দ্র করে বেলডাঙায় হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ ওঠে। পরে মুসলিমদের মসজিদেও হামলা করা হয় বলে অভিযোগ । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা ৷ পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করে প্রশাসন । পরে 16 এপ্রিল সেই ধারা তুলে নেওয়া হয় । তারপর 17 তারিখ রামনবমী মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ রামনবমীর মিছিলে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ এমনকি বোমা ছোড়া হয় বলেও অভিযোগ তোলেন তারা। ঘটনায় আহত হন একাধিক স্থানীয় বাসিন্দা ৷ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব শাখা সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ এলাকার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানায় তারা ।

মামলাকারী আইনজীবী কৃষ্ণেন্দু সরকার জানান, সিআইডি-র তরফে ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে ৷ সেই রিপোর্ট দেখার পরই কেন্দ্রীয় সংস্থাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ৷ কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ঘটনার তদন্ত করবে সিআইডি ৷ 10 তারিখ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত ৷

আরও পড়ুন:

আইনজীবী কৃষ্ণেন্দু সরকার

কলকাতা, 26 এপ্রিল: মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, বেলডাঙায় রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী 10 মে অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ এর আগের শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম রাজ্যের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, "সাধারণ মানুষ 8 ঘণ্টা উৎসব পালন করতে পারে না তাহলে পুলিশ কি করছিল? বহরমপুর লোকসভা কেন্দ্রে তাহলে নির্বাচন হবে কীভাবে? কমিশনকে তাহলে বলব সেখানে লোকসভা নির্বাচন বন্ধ রাখতে?" শুনানি চলাকালীন সওয়াল-জবাব পর্বে রাজ্যের তরফে জানান হয়, ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ শুক্রবার সিআইডি-র সেই রিপোর্ট এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের ভিত্তিতে এনআইএ-কে অনুসন্ধান করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

12 এপ্রিল চড়ক পুজোকে কেন্দ্র করে বেলডাঙায় হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ ওঠে। পরে মুসলিমদের মসজিদেও হামলা করা হয় বলে অভিযোগ । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা ৷ পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করে প্রশাসন । পরে 16 এপ্রিল সেই ধারা তুলে নেওয়া হয় । তারপর 17 তারিখ রামনবমী মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ রামনবমীর মিছিলে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ এমনকি বোমা ছোড়া হয় বলেও অভিযোগ তোলেন তারা। ঘটনায় আহত হন একাধিক স্থানীয় বাসিন্দা ৷ বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব শাখা সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ এলাকার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানায় তারা ।

মামলাকারী আইনজীবী কৃষ্ণেন্দু সরকার জানান, সিআইডি-র তরফে ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে ৷ সেই রিপোর্ট দেখার পরই কেন্দ্রীয় সংস্থাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ৷ কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ঘটনার তদন্ত করবে সিআইডি ৷ 10 তারিখ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.