কলকাতা, 11 জুন: ভোটের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের রক্ষাকবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 28 জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী 19 জুন অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে হবে বলে জানা গিয়েছে।
এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী কোর্টে এই মামলায় হলফনামাও জমা দেন। এরপরই বিচারপতি সিনহা নির্দেশ দিয়ে জানান, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। গত 24 মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলিতে নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে টাকা ও অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, আসলে তাঁকে হেনস্তা করতে এবং নির্বাচনে সময় গ্রেফতার করার চক্রান্ত করছে রাজ্যের পুলিশ। সেই জন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাঁকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল। সেই রক্ষাকবচ এদিন বাড়িয়ে 28 জুন পর্যন্ত করেছে হাইকোর্ট।
যদিও হাইকোর্টের আগে থেকে অন্য মামলার সুত্রে নির্দেশ রয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি লাগবে। এই মামলায় বিরোধী দলনেতার তরফে দাবি করা হয়, নির্বাচনের আগে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টায় শাসকদল পুলিশকে ব্যাবহার করে, বিভিন্নভাবে কাজে লাগিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এর আগে নন্দীগ্রামে ভোটের সময় একই রকম করা হয়েছিল বলেও অভিযোগ বিরোধী দলনেতার।
পালটা এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুলিশের কাছে খবর ছিল অস্ত্র এবং টাকা জড়ো করা হয়েছে একটি জায়গায়। যার সঙ্গে অবশ্য মামলাকারী শুভেন্দু অধিকারীর কোনও যোগ নেই । সুরজিৎ দাস নামে এক ব্যাক্তির বাড়িতে অস্ত্র ও টাকা জড়ো করা হয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশের দায়িত্ব এই ব্যাপারে অনুসন্ধান করা। আর সেটাই পুলিশ করেছে বলে আদালতে সওয়াল করে রাজ্য ৷ এরপরই শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা ৷