কলকাতা, 5 মার্চ: সন্দেশখালিতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। সেইসঙ্গে শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতেও নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ আজ, মঙ্গলবার বিকেল 4টে 30 মিনিটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ হাইকোর্টের নির্দেশের পরই শাহজাহান মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সেই আবদেন খারিজও করেছে শীর্ষ আদালত ।
সেইসঙ্গে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর ন্যাজাট ও বনগাঁ থানায় যে এফআইয়ার দায়ের হয়েছিল সেই নথিও সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এর মধ্যে গত 5 জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজাট থানায়। এদিনের হাইকোর্টের তরফে নির্দেশের পর রাজ্য সরকার শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ৷
এদিন সিঙ্গল বেঞ্চ সিবিআই ও সিটের যে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল তা খারিজ করলেন প্রধান বিচারপতি। সমস্ত নির্দেশ আজ, মঙ্গলবার কার্যকর করতে হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত ইডি আধিকারিকদের ঘটনায় সিঙ্গেল বেঞ্চ গত 17 জানুয়ারি সিবিআই ও রাজ্যপুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল। নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি ৷
গতকাল হাইকোর্টে ইডি জানিয়েছিল, তাদের আধিকারিকদের উপর হামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক ৷ কারণ রাজ্য পুলিশ এই মামলার দায়ভার নিজেদের হাতে নিতে চাইছিল তাই তদন্তভার যদি তাদের হাতে যায়, তাহলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে ৷ তাই এই তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে ৷ ইডির আইনজীবীর আবেদন ছিল, সিবিআই কিংবা কোনও 'নিরপেক্ষ সংস্থা' দিয়ে তদন্ত হোক। আর মঙ্গলবার তাতেই সিলমোহর দিল হাইকোর্ট ৷ ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তদন্তভারের নির্দেশ দেওয়া হল সিবিআইকে ৷
আরও পড়ুন: