ETV Bharat / state

Live Updates: উপনির্বাচনে এড়ানো গেল না অশান্তি, বিকেল পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়ল প্রায় 67 শতাংশ - WB Bypolls 2024 - WB BYPOLLS 2024

WB BYPOLLS
চার কেন্দ্রে শুরু ভোটগ্রহণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 7:57 AM IST

Updated : Jul 10, 2024, 8:11 PM IST

বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ৷ ভোট রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বাকিদের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হবে তৃণমূলের দুই লোকসভার পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ৷

LIVE FEED

8:10 PM, 10 Jul 2024 (IST)

শেষ হল ভোটগ্রহণ

শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ । বিকেল পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়ল প্রায় 67 শতাংশ।

5:25 PM, 10 Jul 2024 (IST)

রনাঘাট পুননির্বাচন চাইল বামেরা

রনাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে দাবি করে পুননির্বাচন চাইল সিপিএম। নিজেদের দাবি সামনে রেখে মহাকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের।

3:56 PM, 10 Jul 2024 (IST)

দুপুর পর্যন্ত সবচেয় বেশি ভোট পড়ল রায়গঞ্জে

নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে 53.89 শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে 43.78 শতাংশ। রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে 52.41 শতাংশ। বাগদায় ভোট পড়েছে 50.81 শতাংশ। এই হিসেবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ।

3:39 PM, 10 Jul 2024 (IST)

দুপুর পর্যন্ত কমিশনে জমা পড়ল 91টি অভিযোগ

সকাল থেকেই চার কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্তভাবে কয়েকটি অশান্তির খবর মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর পর্যন্ত 91টি অভিযোগ জমা পড়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি 64টি অভিযোগ এসেছে রানাঘাট থেকে ।

3:26 PM, 10 Jul 2024 (IST)

থানায় বিক্ষোভ বিজেপির

ছাপ্পা ভোটের প্রতিবাদে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। তমগ্ন ঘোষের নেতৃত্ব বিক্ষোভে সামিল বেশ কিছু বিজেপি কর্মী।

3:17 PM, 10 Jul 2024 (IST)

আবারও কল্যাণকে গো-ব্যাক স্লোগান

মানিকতলা বিধানসভা নির্বাচনে নয়া উত্তেজনা। 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।

2:26 PM, 10 Jul 2024 (IST)

কমিশনে অভিযোগ বিজেপির

কমিশনের নিজস্ব ওয়েব কাস্টিংয়ের ছবি দেখিয়ে কমিশনেই অভিযোগ বিজেপির ৷

1:48 PM, 10 Jul 2024 (IST)

দুপুর 1টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 42.19 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 35.66 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 41.38 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 33.37 শতাংশ ৷

12:37 PM, 10 Jul 2024 (IST)

কমিশনে বিজেপি

উপনির্বাচনে মানিকতলার একাধিক বুথ-সহ আরও বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানো হচ্ছে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে এসে এমনটাই অভিযোগ জানাল বিজেপির প্রতিনিধি দল । পাশাপাশি একাধিক অভিযোগ জানিয়ে আজ কমিশনে ডেপুটেশন জমা দেয় প্রতিনিধি দল ।

12:28 PM, 10 Jul 2024 (IST)

ভোট দিলেন সাধন-জায়া

‘‘দিনভর শান্তিপূর্ণ হোক নির্বাচন, ভোট দিন সকলে ৷’’ বার্তা মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের ৷

11:54 AM, 10 Jul 2024 (IST)

26টি অভিযোগ এল চার আসন থেকে

  • সকাল 11.30 পর্যন্ত মোট 26টি অভিযোগ জমা পড়ল চার আসন থেকে ৷ সবচেয়ে বেশি অভিযোগ এসেছে রানাঘাট দক্ষিণ থেকে, এসেছে মোট 20টি অভিযোগ ৷

11:39 AM, 10 Jul 2024 (IST)

সকাল 11টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 23.32 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 22.63 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 25.98 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 21.89 শতাংশ ৷

10:58 AM, 10 Jul 2024 (IST)

বাগদায় উত্তেজনা

বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ‌ডিহিহলদহ 82 নম্বর বুথে উত্তেজনা ৷ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এলাকায় বুথ জ্যাম করে রেখেছে, অভিযোগ বিজেপি প্রার্থীর ।

10:35 AM, 10 Jul 2024 (IST)

পূর্ণনগর নিয়ে রিপোর্ট এল নির্বাচন কমিশনে

পূর্ণনগরের ঘটনায় জেলা থেকে রিপোর্ট এসে পৌঁছেছে কমিশনের দফতরে । কমিশনের কাছে আসা রিপোর্ট অনুযায়ী, ঘটনায় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছে । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি । এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি টিম পাঠিয়ে দেওয়া হয়েছে ।

10:13 AM, 10 Jul 2024 (IST)

কলকাতা শান্তিপূর্ণ

  • ভোট চলছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৷ ‘এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ’, খবর কমিশন সূত্রে ৷

9:54 AM, 10 Jul 2024 (IST)

পূর্ণনগরে গুলি, তদন্তে পুলিশ

  • পূর্ণনগরে বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ জনাকয়েক দুষ্কৃতি তাঁর বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ । পাশাপাশি গুলিও করা হয় । যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে, এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷

9:38 AM, 10 Jul 2024 (IST)

সকাল 9টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 11.58 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 10.61 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 12.01 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 9.01 শতাংশ ৷

9:38 AM, 10 Jul 2024 (IST)

গুলি চলল রানাঘাটে

ভোট শুরু হতেই অশান্ত রানাঘাট ! পূর্ণনগরে চলল গুলি ৷

9:33 AM, 10 Jul 2024 (IST)

অশান্ত রানাঘাট

  • রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা । এদের মধ্যে একজন বিজেপির মহিলা বুথ এজেন্ট । 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে 323 ও 224 ধারায় মামলা দায়ের হয়েছে ।

9:15 AM, 10 Jul 2024 (IST)

বাগদায় বুথ জ্যামের অভিযোগ বিজেপি প্রার্থীর

ভোটগ্রহণ শুরু হয়েছে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভায় । সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস । তাঁর দাবি, কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথ জ্যামের অভিযোগ করে রাখা হয়েছে । একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে ।

9:03 AM, 10 Jul 2024 (IST)

গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িতে তৃণমূল প্রার্থী মধুপর্ণা

  • গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি চড়ে বুথে বুথে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর । ওই গাড়িতে রয়েছেন তাঁর মা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘ভোটের দিন প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবেন বলে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে । নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার পর মধুপর্ণা সেই গাড়ি ব্যবহার করছেন ।’’
  • যদিও বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা ওই গাড়ির নেমপ্লেট কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় ।
WB BYPOLLS
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িতে তৃণমূল প্রার্থী (ইটিভি ভারত)

8:33 AM, 10 Jul 2024 (IST)

ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী

  • ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে টিকিট পেয়েছেন লোকসভায় পরাজিত প্রার্থী ৷ রায়গঞ্জ করেনেশন স্কুলের 141 নম্বর বুথে, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি ৷
ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী (ইটিভি ভারত)

8:33 AM, 10 Jul 2024 (IST)

সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রানাঘাট দক্ষিণে

  • নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট স্পর্শকাতর বুথের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে রানাঘাট দক্ষিণে, 62টি । এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে 21টি স্পর্শকাতর বুথ । বাগদায় রয়েছে 39টি স্পর্শকাতর বুথ এবং রায়গঞ্জে রয়েছে 20টি স্পর্শকাতর বুথ ।

8:15 AM, 10 Jul 2024 (IST)

মোট ভোটার কত ?

  • কমিশন সূত্রে খবর, যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেই আসনগুলির মধ্যে রায়গঞ্জের মোট ভোটার 2 লক্ষ 6 হাজার 780 জন ৷ রানাঘাট দক্ষিণের মোট ভোটার 2 লক্ষ 91 হাজার 783 জন, বাগদা কেন্দ্রের মোট ভোটার 2 লক্ষ 85 হাজার 509 জন, মানিকতলার মোট ভোটার 2 লক্ষ 10 হাজার 410 জন ৷

8:06 AM, 10 Jul 2024 (IST)

কোথায় কত বুথ ?

  • চার কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা 1097টি । এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 142টি ।
  • চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে 212টি বুথ । রানাঘাট দক্ষিণে রয়েছে 307টি বুথ, বাগদায় রয়েছে 301টি বুথ ৷ অন্যদিকে, মানিকতলায় 277টি বুথে ভোটগ্রহণ হবে।

7:53 AM, 10 Jul 2024 (IST)

শুরু হল ভোটগ্রহণ

  • চার কেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ ৷
  • উপনির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । সমস্ত বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানিয়েছে কমিশন । সেই সঙ্গে 100 শতাংশ বুথেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থাও ।

বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ৷ ভোট রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বাকিদের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হবে তৃণমূলের দুই লোকসভার পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ৷

LIVE FEED

8:10 PM, 10 Jul 2024 (IST)

শেষ হল ভোটগ্রহণ

শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ । বিকেল পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়ল প্রায় 67 শতাংশ।

5:25 PM, 10 Jul 2024 (IST)

রনাঘাট পুননির্বাচন চাইল বামেরা

রনাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে দাবি করে পুননির্বাচন চাইল সিপিএম। নিজেদের দাবি সামনে রেখে মহাকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের।

3:56 PM, 10 Jul 2024 (IST)

দুপুর পর্যন্ত সবচেয় বেশি ভোট পড়ল রায়গঞ্জে

নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে 53.89 শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে 43.78 শতাংশ। রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে 52.41 শতাংশ। বাগদায় ভোট পড়েছে 50.81 শতাংশ। এই হিসেবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ।

3:39 PM, 10 Jul 2024 (IST)

দুপুর পর্যন্ত কমিশনে জমা পড়ল 91টি অভিযোগ

সকাল থেকেই চার কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্তভাবে কয়েকটি অশান্তির খবর মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর পর্যন্ত 91টি অভিযোগ জমা পড়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি 64টি অভিযোগ এসেছে রানাঘাট থেকে ।

3:26 PM, 10 Jul 2024 (IST)

থানায় বিক্ষোভ বিজেপির

ছাপ্পা ভোটের প্রতিবাদে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। তমগ্ন ঘোষের নেতৃত্ব বিক্ষোভে সামিল বেশ কিছু বিজেপি কর্মী।

3:17 PM, 10 Jul 2024 (IST)

আবারও কল্যাণকে গো-ব্যাক স্লোগান

মানিকতলা বিধানসভা নির্বাচনে নয়া উত্তেজনা। 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।

2:26 PM, 10 Jul 2024 (IST)

কমিশনে অভিযোগ বিজেপির

কমিশনের নিজস্ব ওয়েব কাস্টিংয়ের ছবি দেখিয়ে কমিশনেই অভিযোগ বিজেপির ৷

1:48 PM, 10 Jul 2024 (IST)

দুপুর 1টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 42.19 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 35.66 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 41.38 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 33.37 শতাংশ ৷

12:37 PM, 10 Jul 2024 (IST)

কমিশনে বিজেপি

উপনির্বাচনে মানিকতলার একাধিক বুথ-সহ আরও বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানো হচ্ছে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে এসে এমনটাই অভিযোগ জানাল বিজেপির প্রতিনিধি দল । পাশাপাশি একাধিক অভিযোগ জানিয়ে আজ কমিশনে ডেপুটেশন জমা দেয় প্রতিনিধি দল ।

12:28 PM, 10 Jul 2024 (IST)

ভোট দিলেন সাধন-জায়া

‘‘দিনভর শান্তিপূর্ণ হোক নির্বাচন, ভোট দিন সকলে ৷’’ বার্তা মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের ৷

11:54 AM, 10 Jul 2024 (IST)

26টি অভিযোগ এল চার আসন থেকে

  • সকাল 11.30 পর্যন্ত মোট 26টি অভিযোগ জমা পড়ল চার আসন থেকে ৷ সবচেয়ে বেশি অভিযোগ এসেছে রানাঘাট দক্ষিণ থেকে, এসেছে মোট 20টি অভিযোগ ৷

11:39 AM, 10 Jul 2024 (IST)

সকাল 11টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 23.32 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 22.63 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 25.98 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 21.89 শতাংশ ৷

10:58 AM, 10 Jul 2024 (IST)

বাগদায় উত্তেজনা

বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ‌ডিহিহলদহ 82 নম্বর বুথে উত্তেজনা ৷ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এলাকায় বুথ জ্যাম করে রেখেছে, অভিযোগ বিজেপি প্রার্থীর ।

10:35 AM, 10 Jul 2024 (IST)

পূর্ণনগর নিয়ে রিপোর্ট এল নির্বাচন কমিশনে

পূর্ণনগরের ঘটনায় জেলা থেকে রিপোর্ট এসে পৌঁছেছে কমিশনের দফতরে । কমিশনের কাছে আসা রিপোর্ট অনুযায়ী, ঘটনায় রানাঘাট থানার আইসি, এসডিপিও তদন্ত করছে । স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি । এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি টিম পাঠিয়ে দেওয়া হয়েছে ।

10:13 AM, 10 Jul 2024 (IST)

কলকাতা শান্তিপূর্ণ

  • ভোট চলছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৷ ‘এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ’, খবর কমিশন সূত্রে ৷

9:54 AM, 10 Jul 2024 (IST)

পূর্ণনগরে গুলি, তদন্তে পুলিশ

  • পূর্ণনগরে বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ জনাকয়েক দুষ্কৃতি তাঁর বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ । পাশাপাশি গুলিও করা হয় । যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে, এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷

9:38 AM, 10 Jul 2024 (IST)

সকাল 9টার আপডেট

  • রানাঘাটে ভোট পড়েছে 11.58 শতাংশ ৷
  • বাগদায় ভোট পড়েছে 10.61 শতাংশ ৷
  • রায়গঞ্জে ভোট পড়েছে 12.01 শতাংশ ৷
  • মানিকতলায় ভোট পড়েছে 9.01 শতাংশ ৷

9:38 AM, 10 Jul 2024 (IST)

গুলি চলল রানাঘাটে

ভোট শুরু হতেই অশান্ত রানাঘাট ! পূর্ণনগরে চলল গুলি ৷

9:33 AM, 10 Jul 2024 (IST)

অশান্ত রানাঘাট

  • রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা । এদের মধ্যে একজন বিজেপির মহিলা বুথ এজেন্ট । 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে 323 ও 224 ধারায় মামলা দায়ের হয়েছে ।

9:15 AM, 10 Jul 2024 (IST)

বাগদায় বুথ জ্যামের অভিযোগ বিজেপি প্রার্থীর

ভোটগ্রহণ শুরু হয়েছে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভায় । সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস । তাঁর দাবি, কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথ জ্যামের অভিযোগ করে রাখা হয়েছে । একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে ।

9:03 AM, 10 Jul 2024 (IST)

গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িতে তৃণমূল প্রার্থী মধুপর্ণা

  • গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি চড়ে বুথে বুথে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর । ওই গাড়িতে রয়েছেন তাঁর মা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘ভোটের দিন প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবেন বলে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে । নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার পর মধুপর্ণা সেই গাড়ি ব্যবহার করছেন ।’’
  • যদিও বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা ওই গাড়ির নেমপ্লেট কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় ।
WB BYPOLLS
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িতে তৃণমূল প্রার্থী (ইটিভি ভারত)

8:33 AM, 10 Jul 2024 (IST)

ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী

  • ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে টিকিট পেয়েছেন লোকসভায় পরাজিত প্রার্থী ৷ রায়গঞ্জ করেনেশন স্কুলের 141 নম্বর বুথে, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি ৷
ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী (ইটিভি ভারত)

8:33 AM, 10 Jul 2024 (IST)

সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রানাঘাট দক্ষিণে

  • নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট স্পর্শকাতর বুথের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে রানাঘাট দক্ষিণে, 62টি । এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে 21টি স্পর্শকাতর বুথ । বাগদায় রয়েছে 39টি স্পর্শকাতর বুথ এবং রায়গঞ্জে রয়েছে 20টি স্পর্শকাতর বুথ ।

8:15 AM, 10 Jul 2024 (IST)

মোট ভোটার কত ?

  • কমিশন সূত্রে খবর, যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেই আসনগুলির মধ্যে রায়গঞ্জের মোট ভোটার 2 লক্ষ 6 হাজার 780 জন ৷ রানাঘাট দক্ষিণের মোট ভোটার 2 লক্ষ 91 হাজার 783 জন, বাগদা কেন্দ্রের মোট ভোটার 2 লক্ষ 85 হাজার 509 জন, মানিকতলার মোট ভোটার 2 লক্ষ 10 হাজার 410 জন ৷

8:06 AM, 10 Jul 2024 (IST)

কোথায় কত বুথ ?

  • চার কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা 1097টি । এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 142টি ।
  • চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে 212টি বুথ । রানাঘাট দক্ষিণে রয়েছে 307টি বুথ, বাগদায় রয়েছে 301টি বুথ ৷ অন্যদিকে, মানিকতলায় 277টি বুথে ভোটগ্রহণ হবে।

7:53 AM, 10 Jul 2024 (IST)

শুরু হল ভোটগ্রহণ

  • চার কেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ ৷
  • উপনির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । সমস্ত বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানিয়েছে কমিশন । সেই সঙ্গে 100 শতাংশ বুথেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থাও ।
Last Updated : Jul 10, 2024, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.