ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুরু চার কেন্দ্রের উপনির্বাচন - WB Bypolls 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 7:42 AM IST

Updated : Jul 10, 2024, 8:02 AM IST

Assembly Bye Elections 2024: উপনির্বাচনে রাজ্যের চার কেন্দ্রের সব বুথেই থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷ রানাঘাট দক্ষিণে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে বলেও জানাচ্ছে নির্বাচন কমিশন ৷

Assembly Bye Election
চার কেন্দ্রের উপনির্বাচন (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুলাই: রাজ্যের চার আসনে বিধানসভা উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । ভাগ্য নির্ধারণ হবে তৃণমূলের দুই লোকসভার পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ৷ ভাগ্য নির্ধারণ হবে কল্যাণ চৌবেরও ৷ চার কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা 1097 । এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 142টি । উপনির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । সমস্ত বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানিয়েছে কমিশন । সেই সঙ্গে 100 শতাংশ বুথেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থাও ।

চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে 212টি বুথ । রানাঘাট দক্ষিণে রয়েছে 307টি বুথ এবং বাগদায় রয়েছে 301টি বুথ ৷ অন্যদিকে, মানিকতলায় 277টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট স্পর্শকাতর বুথের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে রানাঘাট দক্ষিণে, 62টি । এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে 21টি স্পর্শকাতর বুথ । বাগদায় রয়েছে 39টি স্পর্শকাতর বুথ এবং রায়গঞ্জে রয়েছে 20টি স্পর্শকাতর বুথ ।

প্রতি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকছে পর্যাপ্ত পরিমাণে কিউআরটি বা কুইক রেসপন্স টিম । সব মিলিয়ে থাকছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পুলিশের সংখ্যা হল 3650 । রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে থাকছে 38 কিউআরটি । রানাঘাট দক্ষিণে থাকছে 30 কিউআরটি । বাগদায় থাকছে 30 কিউআরটি এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে থাকছে 49 কিউআরটি ।

অন্যদিকে, উপনির্বাচনের জন্য বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । সবচেয়ে বেশি বাহিনী মোতায়ন করা হয়েছে বাগদায় । সেখানে থাকছে 200 কোম্পানি বাহিনী । রানাঘাট বিধানসভা কেন্দ্রে প্রথমে 15 কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা থাকলেও সেখানে 19 কোম্পানি বাহিনী থাকছে ৷ রায়গঞ্জে প্রাথমিকভাবে 12 কোম্পানি বাহিনী থাকার কথা ছিল ৷ তা বেড়ে দাঁড়িয়েছে 16 কোম্পানিতে । মানিকতলা কেন্দ্রে বাড়তি তিন কোম্পানি সীমা সুরক্ষাবল মোতায়েন করার কথা রয়েছে । এখানে মোট 15 কোম্পানি বাহিনী থাকছে ।

কলকাতা, 10 জুলাই: রাজ্যের চার আসনে বিধানসভা উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । ভাগ্য নির্ধারণ হবে তৃণমূলের দুই লোকসভার পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ৷ ভাগ্য নির্ধারণ হবে কল্যাণ চৌবেরও ৷ চার কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা 1097 । এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 142টি । উপনির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । সমস্ত বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানিয়েছে কমিশন । সেই সঙ্গে 100 শতাংশ বুথেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থাও ।

চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে 212টি বুথ । রানাঘাট দক্ষিণে রয়েছে 307টি বুথ এবং বাগদায় রয়েছে 301টি বুথ ৷ অন্যদিকে, মানিকতলায় 277টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট স্পর্শকাতর বুথের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে রানাঘাট দক্ষিণে, 62টি । এছাড়াও মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে 21টি স্পর্শকাতর বুথ । বাগদায় রয়েছে 39টি স্পর্শকাতর বুথ এবং রায়গঞ্জে রয়েছে 20টি স্পর্শকাতর বুথ ।

প্রতি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকছে পর্যাপ্ত পরিমাণে কিউআরটি বা কুইক রেসপন্স টিম । সব মিলিয়ে থাকছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পুলিশের সংখ্যা হল 3650 । রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে থাকছে 38 কিউআরটি । রানাঘাট দক্ষিণে থাকছে 30 কিউআরটি । বাগদায় থাকছে 30 কিউআরটি এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে থাকছে 49 কিউআরটি ।

অন্যদিকে, উপনির্বাচনের জন্য বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । সবচেয়ে বেশি বাহিনী মোতায়ন করা হয়েছে বাগদায় । সেখানে থাকছে 200 কোম্পানি বাহিনী । রানাঘাট বিধানসভা কেন্দ্রে প্রথমে 15 কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা থাকলেও সেখানে 19 কোম্পানি বাহিনী থাকছে ৷ রায়গঞ্জে প্রাথমিকভাবে 12 কোম্পানি বাহিনী থাকার কথা ছিল ৷ তা বেড়ে দাঁড়িয়েছে 16 কোম্পানিতে । মানিকতলা কেন্দ্রে বাড়তি তিন কোম্পানি সীমা সুরক্ষাবল মোতায়েন করার কথা রয়েছে । এখানে মোট 15 কোম্পানি বাহিনী থাকছে ।

Last Updated : Jul 10, 2024, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.