ETV Bharat / state

সবুজ বাজির প্যাকেটে কিউআর কোর্ড অচল, বিভ্রান্তিতে ব্যবসায়ী থেকে গ্রাহকরা

দীপাবলিতে সবুজ বাজি কিনতে গিয়ে নাজেহাল ক্রেতা ৷ বাজির প্যাকেটে থাকা কিউআর কোড কাজ না করায় সমস্যায় পড়েছেন বিক্রেতারাও ৷

QR Code of Green Crackers
কাজ করছে না সবুজ বাজির কিউআর কোড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

চণ্ডীতলা, 30 অক্টোবর: বাজি পরিবেশবান্ধব কিনা, তা জানতে প্যাকেটের গায়ে কিউআর কোড থাকা বাধ্যতামূলক ৷ কেন্দ্রীয় সরকারের সংস্থা নিরি (NEERI)-র মাধ্যমে সবুজ বাজি বিক্রির স্বীকৃতি দেওয়া হয় ব্যবসায়ীদের । যার মধ্যে রাজ্যের 232 ও হুগলি জেলায় 41টি বাজি প্রস্তুতকারক সংস্থা রয়েছে ৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজির প্যাকেটে থাকা কিউআর কোড অচল ৷ তাতে স্ক্যান করলেও কিছু দেখা যাচ্ছে না ৷ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে না সেটি সবুজ বাজি কিনা ৷

এর ফলে সমস্যা দেখা দিয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ৷ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সবুজ বাজি নিয়ে ৷ তাতেই ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা প্রস্তুতকারক সংস্থা থেকে বাজি ব্যবসায়ীরা ৷ হুগলির চণ্ডীতলা, ধনেখালি-সহ একাধিক জায়গায় বাজির কারখানা রয়েছে । কিউআর কোড কাজ না করায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা ৷ এই বিষয়ে নিরির এক আধিকারিক দীপাঞ্জন মজুমদার জানান, এখন কিউআর কোড কাজ করছে না । সবুজ বাজি প্রস্তুতকারকদের নামের লিস্ট কলকাতা পুলিশের কাছে দেওয়া আছে ৷

সবুজ বাজির কিউআর কোড অচল হওয়ায় বিপাকে হুগলির বাজি ব্যবসায়ী ও ক্রেতারা (ইটিভি ভারত)
চণ্ডীতলার এক বাজি ব্যবসায়ী প্রবীর কুমার নাথের কথায়, "কিউআর কোড অচল থাকার ফলে ক্রেতারা সবুজ বাজি বলে মানতে চাইছেন না । সকলেই চাইছেন বৈধ বাজি কিনতে ৷ কিন্তু স্ক্যান না হওয়ায় বৈধতা থাকা সত্ত্বেও অবৈধ বাজি বলে গণ্য হচ্ছে ।"
QR Code of Green Fire Crackers
কাজ করছে না সবুজ বাজির প্যাকেটের কিউআর কোড (ইটিভি ভারত)
এদিকে বাজি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ বসু বলেন, "ব্যবসায়ীদের বারবার বলা হচ্ছে কিউআর কোড স্ক্যান করেই সবুজ বাজি কিনবেন । অথচ নিরি জানাচ্ছে, টেকনিক্যাল সমস্যার জন্য কিউআর কোড স্ক্যান করে কিছুই পাওয়া যাচ্ছে না । এই স্ক্যানের মাধ্যমে বাজির বৈধতা ও কোম্পানির বিশদ জানা যায় । নিরি সমস্যার কথা স্বীকার করলেও ক্রেতা ও ব্যবসায়ীরাও বিভ্রান্তিতে পড়েছেন । নিরি জানিয়েছে পাইকারি বাজি বিক্রি করার সময় সার্টিফিকেট সঙ্গে রাখতে । কিন্তু এটা তো সমাধান নয় । অবশ্য রাজ্য সরকারের তরফে বলা হয়েছে নিরির রেজিস্ট্রেশন থাকলেই তাদেরকে বাজি ব্যবসায়ী হিসেবে গণ্য করা হবে ।"
Green Crackers QR Code
সবুজ বাজির প্যাকেটে নিরি-র দেওয়া কিউআর কোড (ইটিভি ভারত)
  • কলকাতার বাজারে বিক্রি হচ্ছে সবুজ বাজি, আসল-নকল চিনবেন কীভাবে

যদিও এ ব্যাপারে বাজি ও ডিজে বিরোধী মঞ্চের সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, "সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সংস্থা নেরি এই ধরনের কথা বলতে পারে না । তাহলে সার্কুলার জারি করা উচিত তাদের । এই ধরনের আমরা কোথাও শুনিনি । এটা বাজি ব্যবসায়ীদের অপপ্রচার । সবুজ বাজিতেও দূষণ হয় । দিল্লি সরকার ইতিমধ্যেই সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করেছে । সেক্ষেত্রে কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে দিল্লির মতোই দূষণ ৷ আমাদের দাবি, বৃহত্তর কলকাতায় বাজি নিষিদ্ধ করা উচিত । এছাড়াও বাজি শ্রমিকরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । তাদের কোনও সামাজিক সুরক্ষা নেই । তাই আমরা দাবি করছি সব ধরনের বাজি নিষিদ্ধ করা হোক ।"

চণ্ডীতলা, 30 অক্টোবর: বাজি পরিবেশবান্ধব কিনা, তা জানতে প্যাকেটের গায়ে কিউআর কোড থাকা বাধ্যতামূলক ৷ কেন্দ্রীয় সরকারের সংস্থা নিরি (NEERI)-র মাধ্যমে সবুজ বাজি বিক্রির স্বীকৃতি দেওয়া হয় ব্যবসায়ীদের । যার মধ্যে রাজ্যের 232 ও হুগলি জেলায় 41টি বাজি প্রস্তুতকারক সংস্থা রয়েছে ৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজির প্যাকেটে থাকা কিউআর কোড অচল ৷ তাতে স্ক্যান করলেও কিছু দেখা যাচ্ছে না ৷ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে না সেটি সবুজ বাজি কিনা ৷

এর ফলে সমস্যা দেখা দিয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ৷ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সবুজ বাজি নিয়ে ৷ তাতেই ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা প্রস্তুতকারক সংস্থা থেকে বাজি ব্যবসায়ীরা ৷ হুগলির চণ্ডীতলা, ধনেখালি-সহ একাধিক জায়গায় বাজির কারখানা রয়েছে । কিউআর কোড কাজ না করায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা ৷ এই বিষয়ে নিরির এক আধিকারিক দীপাঞ্জন মজুমদার জানান, এখন কিউআর কোড কাজ করছে না । সবুজ বাজি প্রস্তুতকারকদের নামের লিস্ট কলকাতা পুলিশের কাছে দেওয়া আছে ৷

সবুজ বাজির কিউআর কোড অচল হওয়ায় বিপাকে হুগলির বাজি ব্যবসায়ী ও ক্রেতারা (ইটিভি ভারত)
চণ্ডীতলার এক বাজি ব্যবসায়ী প্রবীর কুমার নাথের কথায়, "কিউআর কোড অচল থাকার ফলে ক্রেতারা সবুজ বাজি বলে মানতে চাইছেন না । সকলেই চাইছেন বৈধ বাজি কিনতে ৷ কিন্তু স্ক্যান না হওয়ায় বৈধতা থাকা সত্ত্বেও অবৈধ বাজি বলে গণ্য হচ্ছে ।"
QR Code of Green Fire Crackers
কাজ করছে না সবুজ বাজির প্যাকেটের কিউআর কোড (ইটিভি ভারত)
এদিকে বাজি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ বসু বলেন, "ব্যবসায়ীদের বারবার বলা হচ্ছে কিউআর কোড স্ক্যান করেই সবুজ বাজি কিনবেন । অথচ নিরি জানাচ্ছে, টেকনিক্যাল সমস্যার জন্য কিউআর কোড স্ক্যান করে কিছুই পাওয়া যাচ্ছে না । এই স্ক্যানের মাধ্যমে বাজির বৈধতা ও কোম্পানির বিশদ জানা যায় । নিরি সমস্যার কথা স্বীকার করলেও ক্রেতা ও ব্যবসায়ীরাও বিভ্রান্তিতে পড়েছেন । নিরি জানিয়েছে পাইকারি বাজি বিক্রি করার সময় সার্টিফিকেট সঙ্গে রাখতে । কিন্তু এটা তো সমাধান নয় । অবশ্য রাজ্য সরকারের তরফে বলা হয়েছে নিরির রেজিস্ট্রেশন থাকলেই তাদেরকে বাজি ব্যবসায়ী হিসেবে গণ্য করা হবে ।"
Green Crackers QR Code
সবুজ বাজির প্যাকেটে নিরি-র দেওয়া কিউআর কোড (ইটিভি ভারত)
  • কলকাতার বাজারে বিক্রি হচ্ছে সবুজ বাজি, আসল-নকল চিনবেন কীভাবে

যদিও এ ব্যাপারে বাজি ও ডিজে বিরোধী মঞ্চের সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, "সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সংস্থা নেরি এই ধরনের কথা বলতে পারে না । তাহলে সার্কুলার জারি করা উচিত তাদের । এই ধরনের আমরা কোথাও শুনিনি । এটা বাজি ব্যবসায়ীদের অপপ্রচার । সবুজ বাজিতেও দূষণ হয় । দিল্লি সরকার ইতিমধ্যেই সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করেছে । সেক্ষেত্রে কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে দিল্লির মতোই দূষণ ৷ আমাদের দাবি, বৃহত্তর কলকাতায় বাজি নিষিদ্ধ করা উচিত । এছাড়াও বাজি শ্রমিকরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । তাদের কোনও সামাজিক সুরক্ষা নেই । তাই আমরা দাবি করছি সব ধরনের বাজি নিষিদ্ধ করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.