ETV Bharat / state

এনওসি এলেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে অর্ণবের, জানালেন উপাচার্য - Arnab Dam PhD Controversy - ARNAB DAM PHD CONTROVERSY

Burdwan University VC: মাওবাদী নেতা অর্ণব দামকে ভর্তি নেওয়ার সদিচ্ছা রয়েছে বিশ্ববিদ্য৷লয়ের ৷ হুগলির সংশোধনাগারের এনওসি এলেই ভর্তি প্রক্রিয়া চালু হবে তাঁর ৷ এমনটাই দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ৷

Arnab Dam PhD Controversy
অর্ণব দামের ভর্তি নিয়ে মন্তব্য করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 12:42 PM IST

Updated : Jul 13, 2024, 3:59 PM IST

বর্ধমান, 13 জুলাই: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ তাই তাঁকে বাদ দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে না ৷ হুগলি সংশোধনাগারের উত্তরের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাদের তরফ থেকে এনওসি এলেই অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷ এমনটাই জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গৌতম চন্দ্র ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের বক্তব্য (ইটিভি ভারত)

উপাচার্যের দাবি, একজন বিচারাধীন বন্দি পিএইচডি করতে চাইছেন জানতে পেরে তাঁকে ছাত্র ভেবে ছাত্রদরদি ও শিক্ষানুরাগী হিসেবে তিনি ব্যবস্থা করে দিয়েছেন । কিন্তু ইউজিসির নিয়ম অনুযায়ী, অর্ণব দামের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে ৷ সেই প্রশ্নগুলির উত্তর চেয়ে হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছে । উত্তর পেলেই ভর্তি প্রক্রিয়া চালু হবে ।

গৌতম চন্দ্রের কথায়, "অর্ণবকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করে পড়াশোনা করতে হবে । শুধুমাত্র ইন্টারনেট ঘেঁটে পড়াশোনা করা যাবে না । ইন্টারনেটে অনেক ভুল তথ্য থাকে । বছরের পর বছর আমরাও লাইব্রেরিতে পড়াশোনা করেই পিএইচডি করেছি । সময় মেনে অর্ণবকে ডিপার্টমেন্টে আসতে হবে ৷ গাইডের সঙ্গে কথা বলতে হবে । সেগুলোর ব্যবস্থা সংশোধনাগার কর্তৃপক্ষকে করতে হবে । বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে সদিচ্ছা রয়েছে । কারণ একজন ছাত্রকে পড়ানোর জন্যই তো বিশ্ববিদ্যালয় । যে পড়তে চাইবে তাঁকে বাধা দেওয়ার কোন প্রশ্নই নেই । শুধু শুধু বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে ।"

মাওবাদী নেতার পিএইচডি সংক্রান্ত বিষয়ে নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি ৷ এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "কুণালবাবুকে কেউ ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছেন । তাঁকে ভুল খবর দেওয়া হয়েছে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 39টি বিভাগের মধ্যে 38টি বিষয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । শুধুমাত্র ইতিহাস বিভাগের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । কারণ যেহেতু অর্ণবের নাম এক নম্বরে আছে তাই তাকে বাদ দিয়ে ভর্তি পক্রিয়া শুরু করা যাবে না। তাঁর কথা ভেবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । আসলে নিয়ম মেনেই অর্ণবের এনওসি চাওয়া হয়েছে । সবাই জানে এই ধরনের পরিস্থিতিতে এনওসি লাগে । অথচ তারা না জানার ভান করছে । কারা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে । কিন্তু কারা কর্তৃপক্ষের উপরে যিনি আছেন তাঁকে অনুমোদন দিতে হবে ৷ সেটার অপেক্ষাতেই বিশ্ববিদ্যালয় আছে ।"

বর্ধমান, 13 জুলাই: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ তাই তাঁকে বাদ দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে না ৷ হুগলি সংশোধনাগারের উত্তরের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাদের তরফ থেকে এনওসি এলেই অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷ এমনটাই জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গৌতম চন্দ্র ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের বক্তব্য (ইটিভি ভারত)

উপাচার্যের দাবি, একজন বিচারাধীন বন্দি পিএইচডি করতে চাইছেন জানতে পেরে তাঁকে ছাত্র ভেবে ছাত্রদরদি ও শিক্ষানুরাগী হিসেবে তিনি ব্যবস্থা করে দিয়েছেন । কিন্তু ইউজিসির নিয়ম অনুযায়ী, অর্ণব দামের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে ৷ সেই প্রশ্নগুলির উত্তর চেয়ে হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছে । উত্তর পেলেই ভর্তি প্রক্রিয়া চালু হবে ।

গৌতম চন্দ্রের কথায়, "অর্ণবকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করে পড়াশোনা করতে হবে । শুধুমাত্র ইন্টারনেট ঘেঁটে পড়াশোনা করা যাবে না । ইন্টারনেটে অনেক ভুল তথ্য থাকে । বছরের পর বছর আমরাও লাইব্রেরিতে পড়াশোনা করেই পিএইচডি করেছি । সময় মেনে অর্ণবকে ডিপার্টমেন্টে আসতে হবে ৷ গাইডের সঙ্গে কথা বলতে হবে । সেগুলোর ব্যবস্থা সংশোধনাগার কর্তৃপক্ষকে করতে হবে । বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে সদিচ্ছা রয়েছে । কারণ একজন ছাত্রকে পড়ানোর জন্যই তো বিশ্ববিদ্যালয় । যে পড়তে চাইবে তাঁকে বাধা দেওয়ার কোন প্রশ্নই নেই । শুধু শুধু বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে ।"

মাওবাদী নেতার পিএইচডি সংক্রান্ত বিষয়ে নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি ৷ এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "কুণালবাবুকে কেউ ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছেন । তাঁকে ভুল খবর দেওয়া হয়েছে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 39টি বিভাগের মধ্যে 38টি বিষয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । শুধুমাত্র ইতিহাস বিভাগের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । কারণ যেহেতু অর্ণবের নাম এক নম্বরে আছে তাই তাকে বাদ দিয়ে ভর্তি পক্রিয়া শুরু করা যাবে না। তাঁর কথা ভেবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । আসলে নিয়ম মেনেই অর্ণবের এনওসি চাওয়া হয়েছে । সবাই জানে এই ধরনের পরিস্থিতিতে এনওসি লাগে । অথচ তারা না জানার ভান করছে । কারা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে । কিন্তু কারা কর্তৃপক্ষের উপরে যিনি আছেন তাঁকে অনুমোদন দিতে হবে ৷ সেটার অপেক্ষাতেই বিশ্ববিদ্যালয় আছে ।"

Last Updated : Jul 13, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.