ETV Bharat / state

আসানসোলে বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্টের নির্দেশ, বুলডোজার চালাল পুরনিগম - Bulldozer Action In Asansol

Bulldozer Demolishes Illegal Structures: প্ল্যান ছাড়াই অবৈধ নির্মাণ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে বুলডোজার চালিয়ে সেই নির্মাণ ভাঙল আসানসোল পুরনিগম ।

Bulldozer Demolish Illegal Structures
বুলডোজার চালাল পুরনিগম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 9:34 PM IST

কুলটি, 31 জুলাই: হাইকোর্টের নির্দেশে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল আসানসোল পুরনিগম । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে । পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ইসলাম আনসারী নামে এক ব্যক্তির অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলে আসানসোল পুরনিগম ।

পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই আমরা এই নির্মাণ ভেঙে ফেলেছি ।’’ জানা গিয়েছে, কুলটির নিয়ামতপুর এলাকার বাসিন্দা ইসলাম আনসারীর সঙ্গে তাঁর প্রতিবেশী জানিসার আখতারের জমি সংক্রান্ত বিবাদ বহুদিনের । সম্প্রতি জানিসার কলকাতা হাইকোর্টে ইসলাম আনসারীর বিরুদ্ধে মামলা করেন । তাতে দাবি করা হয়, প্ল্যান ছাড়াই অবৈধ নির্মাণ বানিয়েছেন ইসলাম । সেইমতো হাইকোর্ট পুরনিগমকে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল ।

আসানসোল পুরনিগম জানায়, ইসলাম আনসারীর নির্মাণের বেশ কিছুটা অংশ প্ল্যান ছাড়াই বানানো হয়েছে ৷ এরপরেই হাইকোর্ট প্ল্যানবিহীন অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয় ৷ সেই মতো এদিন ইসলাম আনসারীর বাড়ির বেশ কিছুটা অংশ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ভেঙে ফেলা হয় ৷

বুধবার আসানসোল পুরনিগমের কর্তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে করে আনসারীর ওই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেন । আসানসোল পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই এই ভাঙার কাজ হয়েছে । বাড়িটি কোনও প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল ।’’ যদিও অভিযুক্ত ইসলাম আনসারীর সাফাই, ওই এলাকায় বেশিরভাগ বাড়ির কোনও প্ল্যান নেই । তাঁর বাড়ির সামনের গলি দখল করার চেষ্টা করছিলেন জানিসার । তিনি সেই গলিটি দেননি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে এই কাণ্ড ঘটানো হয়েছে ।

কুলটি, 31 জুলাই: হাইকোর্টের নির্দেশে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল আসানসোল পুরনিগম । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে । পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ইসলাম আনসারী নামে এক ব্যক্তির অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলে আসানসোল পুরনিগম ।

পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই আমরা এই নির্মাণ ভেঙে ফেলেছি ।’’ জানা গিয়েছে, কুলটির নিয়ামতপুর এলাকার বাসিন্দা ইসলাম আনসারীর সঙ্গে তাঁর প্রতিবেশী জানিসার আখতারের জমি সংক্রান্ত বিবাদ বহুদিনের । সম্প্রতি জানিসার কলকাতা হাইকোর্টে ইসলাম আনসারীর বিরুদ্ধে মামলা করেন । তাতে দাবি করা হয়, প্ল্যান ছাড়াই অবৈধ নির্মাণ বানিয়েছেন ইসলাম । সেইমতো হাইকোর্ট পুরনিগমকে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল ।

আসানসোল পুরনিগম জানায়, ইসলাম আনসারীর নির্মাণের বেশ কিছুটা অংশ প্ল্যান ছাড়াই বানানো হয়েছে ৷ এরপরেই হাইকোর্ট প্ল্যানবিহীন অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয় ৷ সেই মতো এদিন ইসলাম আনসারীর বাড়ির বেশ কিছুটা অংশ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ভেঙে ফেলা হয় ৷

বুধবার আসানসোল পুরনিগমের কর্তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে করে আনসারীর ওই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেন । আসানসোল পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই এই ভাঙার কাজ হয়েছে । বাড়িটি কোনও প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল ।’’ যদিও অভিযুক্ত ইসলাম আনসারীর সাফাই, ওই এলাকায় বেশিরভাগ বাড়ির কোনও প্ল্যান নেই । তাঁর বাড়ির সামনের গলি দখল করার চেষ্টা করছিলেন জানিসার । তিনি সেই গলিটি দেননি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে এই কাণ্ড ঘটানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.