ETV Bharat / state

বাম মহিলা কাউন্সিলরকে বেলাগাম মন্তব্য, ফের উত্তপ্ত কর্পোরশনের বাজেট অধিবেশন - KMC

Budget Session of KMC: বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত কর্পোরশন ৷ মঙ্গলবার বাজেট আলোচনায় নজিরবিহীনভাবে বাম মহিলা কাউন্সিলর মধুছন্দ দেবকে গায়ের রং নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর ৷ আর তাতেই প্রতিবাদ জানায় বাম-বিজেপি ৷ যদিও এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানান চেয়ারপার্সন মালা রায়ও।

বাম মহিলা কাউন্সিলরকে বেলাগাম মন্তব্য
Budget Session of KMC
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:09 PM IST

বাম মহিলা কাউন্সিলরকে বেলাগাম মন্তব্য

কলকাতা, 20 ফেব্রুয়ারি: কলকাতা কর্পোরেশনের বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরদের মুখে কুকথা যেন থামছে না। গতকাল ধর্ম, যৌনতার পর আজ বর্ণবিদ্বেষী মন্তব্য। অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলর দিকেই। মঙ্গলবার বাজেট আলোচনায় নজিরবিহীনভাবে বাম মহিলা কাউন্সিলর মধুছন্দ দেবকে গায়ের রং নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। সেই নিয়ে ফের উত্তপ্ত হল অধিবেশন।

মধুছন্দা দেবের দাবি, এতটা নীচে নেমে আক্রমণ করতে পারে ভাবা যায় না। এবিষয়ে যাঁর দিকে আঙুল উঠেছে তিনি অরিজিৎ দাস ঠাকুর ৷ তাঁর কথা, "কটাক্ষ নয় প্রশংসাই করেছি।" সজল ঘোষের কথায়, "মায়ের বয়সি একজন কাউন্সিলরকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিন্দনীয়। এটাই তৃণমূলের সংস্কৃতি। তবে কুরুচিপূর্ণ মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে দাবি করেন চেয়ারপার্সন মালা রায়। এদিন বাজেট অধিবেশনে আলোচনায় বাম কাউন্সিলর মধুছন্দ দেব তাঁর বক্তব্যে বলেছিলেন, "শহরে অতিরিক্ত আলো হয়ে গিয়েছে ৷ তাই আলোক বিভাগের বিষয়টি দেখা উচিত।"

এরপর তিনি বলেন, "আলোর তহবিলে খানিক টাকা বরাদ্দ করতে হবে ৷ বাকি অন্য যে সমস্ত খাতে টাকা প্রয়োজন সেখানে বরাদ্দ করতে হবে। এত আলোর কোনও দরকারই নেই।" তাঁর মন্তব্যে শাসকদলের একাধিক কাউন্সিলর কটাক্ষ করলেও অনেকেই সমর্থন করেন। এরপরেই আলোচনায় বলতে ওঠেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। তিনি আলোর বিষয় বলতে গিয়ে বাউল কাউন্সিলর মধুছন্দ মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন। আর তাতেই বিতর্কে জড়ান।

তিনি বলেন, "মেয়রকে ধন্যবাদ। তিনি কলকাতায় সাদা আলো লাগিয়েছেন। বাম আমলে অন্ধকারে লোকে চোখে দেখতে পেত না। এখন এই সাদা আলোয় মধুছন্দ দিকে কত ফর্সা দেখাচ্ছে। এই মন্তব্যের পরেই প্রতিবাদ জানায় বিজেপি কাউন্সিলররা। প্রতিবাদ জানান, বাম কাউন্সিলররাও। বাম-বিজেপি চিৎকার করায় ট্রেজারি বেঞ্চ থেকে কটাক্ষ করা হয়। এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানান চেয়ারপার্সন মালা রায়। তিনি বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেবেন বলে জানান ৷

বিষয়টিকে সমর্থন করেননি মেয়র ফিরহাদ হাকিমও । তাঁর দাবি," বিজেপির সংস্কৃতি কিছু মানুষ গ্রহণ করেছেন আমাদের কয়েকজন কাউন্সিলর, যা দুর্ভাগ্যের। আমি আশা করব আজ আমার বক্তব্য থেকে তাঁরা শিক্ষা নেবেন। তারা তো বাচ্চা নন ।" সবমিলিয়ে কর্পোরেশন পরিস্থিতি ফের উত্তপ্ত হয় ।

আরও পড়ুন:

  1. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
  2. পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের
  3. পিছিয়ে স্বাস্থ্য-শিক্ষা-বস্তির উন্নয়ন, বিদ্যুতের বিলে অতিরিক্ত 29 কোটি টাকা বেশি খরচ কর্পোরেশনের

বাম মহিলা কাউন্সিলরকে বেলাগাম মন্তব্য

কলকাতা, 20 ফেব্রুয়ারি: কলকাতা কর্পোরেশনের বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরদের মুখে কুকথা যেন থামছে না। গতকাল ধর্ম, যৌনতার পর আজ বর্ণবিদ্বেষী মন্তব্য। অভিযোগ সেই তৃণমূল কাউন্সিলর দিকেই। মঙ্গলবার বাজেট আলোচনায় নজিরবিহীনভাবে বাম মহিলা কাউন্সিলর মধুছন্দ দেবকে গায়ের রং নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। সেই নিয়ে ফের উত্তপ্ত হল অধিবেশন।

মধুছন্দা দেবের দাবি, এতটা নীচে নেমে আক্রমণ করতে পারে ভাবা যায় না। এবিষয়ে যাঁর দিকে আঙুল উঠেছে তিনি অরিজিৎ দাস ঠাকুর ৷ তাঁর কথা, "কটাক্ষ নয় প্রশংসাই করেছি।" সজল ঘোষের কথায়, "মায়ের বয়সি একজন কাউন্সিলরকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিন্দনীয়। এটাই তৃণমূলের সংস্কৃতি। তবে কুরুচিপূর্ণ মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে দাবি করেন চেয়ারপার্সন মালা রায়। এদিন বাজেট অধিবেশনে আলোচনায় বাম কাউন্সিলর মধুছন্দ দেব তাঁর বক্তব্যে বলেছিলেন, "শহরে অতিরিক্ত আলো হয়ে গিয়েছে ৷ তাই আলোক বিভাগের বিষয়টি দেখা উচিত।"

এরপর তিনি বলেন, "আলোর তহবিলে খানিক টাকা বরাদ্দ করতে হবে ৷ বাকি অন্য যে সমস্ত খাতে টাকা প্রয়োজন সেখানে বরাদ্দ করতে হবে। এত আলোর কোনও দরকারই নেই।" তাঁর মন্তব্যে শাসকদলের একাধিক কাউন্সিলর কটাক্ষ করলেও অনেকেই সমর্থন করেন। এরপরেই আলোচনায় বলতে ওঠেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। তিনি আলোর বিষয় বলতে গিয়ে বাউল কাউন্সিলর মধুছন্দ মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন। আর তাতেই বিতর্কে জড়ান।

তিনি বলেন, "মেয়রকে ধন্যবাদ। তিনি কলকাতায় সাদা আলো লাগিয়েছেন। বাম আমলে অন্ধকারে লোকে চোখে দেখতে পেত না। এখন এই সাদা আলোয় মধুছন্দ দিকে কত ফর্সা দেখাচ্ছে। এই মন্তব্যের পরেই প্রতিবাদ জানায় বিজেপি কাউন্সিলররা। প্রতিবাদ জানান, বাম কাউন্সিলররাও। বাম-বিজেপি চিৎকার করায় ট্রেজারি বেঞ্চ থেকে কটাক্ষ করা হয়। এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানান চেয়ারপার্সন মালা রায়। তিনি বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেবেন বলে জানান ৷

বিষয়টিকে সমর্থন করেননি মেয়র ফিরহাদ হাকিমও । তাঁর দাবি," বিজেপির সংস্কৃতি কিছু মানুষ গ্রহণ করেছেন আমাদের কয়েকজন কাউন্সিলর, যা দুর্ভাগ্যের। আমি আশা করব আজ আমার বক্তব্য থেকে তাঁরা শিক্ষা নেবেন। তারা তো বাচ্চা নন ।" সবমিলিয়ে কর্পোরেশন পরিস্থিতি ফের উত্তপ্ত হয় ।

আরও পড়ুন:

  1. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
  2. পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের
  3. পিছিয়ে স্বাস্থ্য-শিক্ষা-বস্তির উন্নয়ন, বিদ্যুতের বিলে অতিরিক্ত 29 কোটি টাকা বেশি খরচ কর্পোরেশনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.