ETV Bharat / state

বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন - Budge Budge to Sealdah Rail Service - BUDGE BUDGE TO SEALDAH RAIL SERVICE

Budge Budge-Sealdah Train Service Disrupted: বজবজ-শিয়ালদা শাখায় রেল লাইনে ফাটল ৷ এলাকাবাসীদের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি ট্রেন ৷ ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ দু'ঘণ্টা পর লাইন মেরামত করে পাঠান হয় ট্রেন ৷

Budge Budge-Sealdah Route
বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 1:15 PM IST

বজ বজ, 3 জুলাই: রেল লাইনে ফাটল ৷ এলাকাবাসীদের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী একটি প্য়াসেঞ্জার ট্রেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বজবজ-শিয়ালদা শাখায় ৷

বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল (ইটিভি ভারত)

বজবজ-শিয়ালদা শাখার আকড়া ও সন্তোষপুরের মধ্যে নিউ আয়নাল পাড়া সংলগ্ন রেল লাইনে বড় একটি ফাটল দেখা যায় ৷ এলাকাবাসীদের মতে, ঘটনার কিছুক্ষণ আগে ওই রেল লাইন দিয়ে একটি মালগাড়ি যায় ৷ সেই সময় বিকট আওয়াজ পান তারা ৷ ছুটে এসে দেখেন ফাটল রয়েছে রেল লাইনে ৷ সেইসময়ে তাদের নজরে আসে শিয়ালদা থেকে একটি ট্রেন যাচ্ছে বজ বজের দিকে ৷ দুর্ঘটনা এড়াতে লাল কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করান তারা ৷ ফলে প্রাণে বেঁচে যান বহু যাত্রী ৷

খবর পেয়ে ঘটনালস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা ৷ তাঁরা যেতেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷ এরপর প্রায় দু'ঘণ্টা পর ফাটলের মেরামতির কাজ শুরু হয় ৷ কাজ শেষে আটকে থাকা ট্রেনটিকে বজ বজের দিকে পাঠান রেল পুলিশের উপস্থিত আধিকারিকরা ৷ স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।

সম্প্রতি, নির্দিষ্ট স্টেশনে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় ট্রেন ৷ পরে অবশ্য় যাত্রীদের জন্য ফিরে আসে সেটি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিচিত্র এই ঘটনাটি ঘটে হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া স্টেশনে ৷ হাওড়ার পর শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়ায় স্টপেজ থাকে 37849 আপ বর্ধমান লোকালের ৷ যাত্রীদের মধ্যে এই ট্রেন বর্ধমান সুপার নামে পরিচিত ৷

প্রতিদিন একই নিয়মে চললেও এদিন ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায় ৷ পরে অবশ্য় ফিরে আসে ট্রেনটি ৷ ঘটনায় হতবাক হয়ে যান যাত্রীরা । চালকের ভুলে এমন ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রেল । ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বিষয়টি শুনেছি । কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে ।"

বজ বজ, 3 জুলাই: রেল লাইনে ফাটল ৷ এলাকাবাসীদের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী একটি প্য়াসেঞ্জার ট্রেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বজবজ-শিয়ালদা শাখায় ৷

বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল (ইটিভি ভারত)

বজবজ-শিয়ালদা শাখার আকড়া ও সন্তোষপুরের মধ্যে নিউ আয়নাল পাড়া সংলগ্ন রেল লাইনে বড় একটি ফাটল দেখা যায় ৷ এলাকাবাসীদের মতে, ঘটনার কিছুক্ষণ আগে ওই রেল লাইন দিয়ে একটি মালগাড়ি যায় ৷ সেই সময় বিকট আওয়াজ পান তারা ৷ ছুটে এসে দেখেন ফাটল রয়েছে রেল লাইনে ৷ সেইসময়ে তাদের নজরে আসে শিয়ালদা থেকে একটি ট্রেন যাচ্ছে বজ বজের দিকে ৷ দুর্ঘটনা এড়াতে লাল কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করান তারা ৷ ফলে প্রাণে বেঁচে যান বহু যাত্রী ৷

খবর পেয়ে ঘটনালস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা ৷ তাঁরা যেতেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷ এরপর প্রায় দু'ঘণ্টা পর ফাটলের মেরামতির কাজ শুরু হয় ৷ কাজ শেষে আটকে থাকা ট্রেনটিকে বজ বজের দিকে পাঠান রেল পুলিশের উপস্থিত আধিকারিকরা ৷ স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।

সম্প্রতি, নির্দিষ্ট স্টেশনে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় ট্রেন ৷ পরে অবশ্য় যাত্রীদের জন্য ফিরে আসে সেটি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিচিত্র এই ঘটনাটি ঘটে হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া স্টেশনে ৷ হাওড়ার পর শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়ায় স্টপেজ থাকে 37849 আপ বর্ধমান লোকালের ৷ যাত্রীদের মধ্যে এই ট্রেন বর্ধমান সুপার নামে পরিচিত ৷

প্রতিদিন একই নিয়মে চললেও এদিন ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায় ৷ পরে অবশ্য় ফিরে আসে ট্রেনটি ৷ ঘটনায় হতবাক হয়ে যান যাত্রীরা । চালকের ভুলে এমন ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রেল । ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বিষয়টি শুনেছি । কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.