কলকাতা, 12 মে: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ আগামিকাল ৷ তার ঠিক একদিন আগে বিএসএফ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সংখ্যায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ৷ দু'দলে প্রায় 55 জন অবৈধ বাংলাদেশিকে শূন্য গুলি ও গ্রেনেড ছুঁড়ে ফেরানো হয়েছে ৷ সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিএসএফ ৷ শনিবার ও রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার রাংঘাট চৌকি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ অনুপ্রবেশকারীরা আগামিকালের নির্বাচনকে প্রভাবিত করতে ভারতে ঢুকছিল বলে বিএসএফের তরফে অনুমান করা হচ্ছে ৷
বিএসএফের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্ক নজরদারির কারণে বিশাল সংখ্যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বানচাল করা হয়েছে ৷ সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় ঘটনা ঘটে ৷ 11 ও 12 মে রাতে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দু’বার বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করা হয় ৷ অনুপ্রবেশের প্রথম চেষ্টা হয় 11 মে রাতে ৷"
বিএসএফ বিশ্বস্ত সূত্র থেকে একাধিক বাংলাদেশির অনুপ্রবেশের খবর পেয়েছিল ৷ যার ভিত্তিতে সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয় ৷ রাত 11 টা 15 মিনিট নাগাদ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কোদালিয়া নদী পেরিয়ে বাংলাদেশ থেকে 18-20 জনের একটি দল ভারতের দিকে আসতে দেখে ৷ তারা নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা, তাদের ফিরে যেতে বলে ৷ কিন্তু, অনুপ্রবেশকারীরা সতর্ক বার্তা উপেক্ষা করে ভারতের দিকে এগিয়ে আসতে শুরু করে ৷ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা একটি স্টান গ্রেনেড ছোড়ে ৷ তা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা থামেনি ৷ বাধ্য হয়ে শূন্যে গুলি চালায় বিএসএফ ৷ গোলাগুলির শব্দ শোনা মাত্রই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যায় ৷
একইভাবে দ্বিতীয়বার আজ ভোররাতে ফের অনুপ্রবেশের চেষ্টা হয় ৷ রাংঘাট চৌকির জওয়ানরা প্রথমবারের পর সতর্ক হয়ে গিয়েছিল ৷ ভোর 3টা 40 মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা দেখতে পান ফের 15-16 জনের একটি দল কোদালিয়া নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতীয়বারেও জওয়ানরা তাদের ফিরে যাওয়ার জন্য সতর্ক করে ৷ কিন্তু, সতর্ক বার্তা কোন প্রভাব ফেলেনি ৷ তাই অনুপ্রবেশ ঠেকাতে আবারও গুলি চালায় বিএসএফ ৷ ফলে এবারেও অনুপ্রবেশকারীরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যায় ৷ বিএসএফের ছোড়া গুলিতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে ৷ কোনও ক্ষতি হয়নি।
বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি অমরীশ কুমার আর্য বলেন, "নির্বাচনের আগে অনুপ্রবেশের একটি বড় চেষ্টা বিএসএফ জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সাথে নস্যাৎ করেছে ৷ এ ব্যাপারে আমাদের উলটো মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে ৷"
আরও পড়ুন: