ETV Bharat / state

কোদালিয়া নদী পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, 55 বাংলাদেশিকে রুখল বিএসএফ - BSF Stopped Infiltration Attempt

BSF Stopped Infiltration Attempt: ধাপে-ধাপে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ ৷ অভিযোগ প্রায় 50-এর উপর বাংলাদেশি কোদালিয়া নদী পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল 11 ও 12 মে মধ্যরাতে ৷

BSF
উত্তর 24 পরগনায় কোদালিয়া নদী পেরিয়ে 55 জন বাংলাদেশির অনুপ্রবেশের চেষ্টা ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:04 PM IST

কলকাতা, 12 মে: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ আগামিকাল ৷ তার ঠিক একদিন আগে বিএসএফ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সংখ্যায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ৷ দু'দলে প্রায় 55 জন অবৈধ বাংলাদেশিকে শূন্য গুলি ও গ্রেনেড ছুঁড়ে ফেরানো হয়েছে ৷ সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিএসএফ ৷ শনিবার ও রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার রাংঘাট চৌকি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ অনুপ্রবেশকারীরা আগামিকালের নির্বাচনকে প্রভাবিত করতে ভারতে ঢুকছিল বলে বিএসএফের তরফে অনুমান করা হচ্ছে ৷

বিএসএফের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্ক নজরদারির কারণে বিশাল সংখ্যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বানচাল করা হয়েছে ৷ সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় ঘটনা ঘটে ৷ 11 ও 12 মে রাতে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দু’বার বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করা হয় ৷ অনুপ্রবেশের প্রথম চেষ্টা হয় 11 মে রাতে ৷"

বিএসএফ বিশ্বস্ত সূত্র থেকে একাধিক বাংলাদেশির অনুপ্রবেশের খবর পেয়েছিল ৷ যার ভিত্তিতে সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয় ৷ রাত 11 টা 15 মিনিট নাগাদ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কোদালিয়া নদী পেরিয়ে বাংলাদেশ থেকে 18-20 জনের একটি দল ভারতের দিকে আসতে দেখে ৷ তারা নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা, তাদের ফিরে যেতে বলে ৷ কিন্তু, অনুপ্রবেশকারীরা সতর্ক বার্তা উপেক্ষা করে ভারতের দিকে এগিয়ে আসতে শুরু করে ৷ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা একটি স্টান গ্রেনেড ছোড়ে ৷ তা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা থামেনি ৷ বাধ্য হয়ে শূন্যে গুলি চালায় বিএসএফ ৷ গোলাগুলির শব্দ শোনা মাত্রই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যায় ৷

একইভাবে দ্বিতীয়বার আজ ভোররাতে ফের অনুপ্রবেশের চেষ্টা হয় ৷ রাংঘাট চৌকির জওয়ানরা প্রথমবারের পর সতর্ক হয়ে গিয়েছিল ৷ ভোর 3টা 40 মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা দেখতে পান ফের 15-16 জনের একটি দল কোদালিয়া নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতীয়বারেও জওয়ানরা তাদের ফিরে যাওয়ার জন্য সতর্ক করে ৷ কিন্তু, সতর্ক বার্তা কোন প্রভাব ফেলেনি ৷ তাই অনুপ্রবেশ ঠেকাতে আবারও গুলি চালায় বিএসএফ ৷ ফলে এবারেও অনুপ্রবেশকারীরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যায় ৷ বিএসএফের ছোড়া গুলিতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে ৷ কোনও ক্ষতি হয়নি।

বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি অমরীশ কুমার আর্য বলেন, "নির্বাচনের আগে অনুপ্রবেশের একটি বড় চেষ্টা বিএসএফ জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সাথে নস্যাৎ করেছে ৷ এ ব্যাপারে আমাদের উলটো মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. 13 মে বন্ধ মুর্শিদাবাদ-নদিয়ার সীমান্ত, পরিদর্শন শেষে কড়া নির্দেশ বিএসএফ এডিজির
  2. ফাঁসিদেওয়ায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী গরুপাচারকারী
  3. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক

কলকাতা, 12 মে: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ আগামিকাল ৷ তার ঠিক একদিন আগে বিএসএফ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সংখ্যায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ৷ দু'দলে প্রায় 55 জন অবৈধ বাংলাদেশিকে শূন্য গুলি ও গ্রেনেড ছুঁড়ে ফেরানো হয়েছে ৷ সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিএসএফ ৷ শনিবার ও রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার রাংঘাট চৌকি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ অনুপ্রবেশকারীরা আগামিকালের নির্বাচনকে প্রভাবিত করতে ভারতে ঢুকছিল বলে বিএসএফের তরফে অনুমান করা হচ্ছে ৷

বিএসএফের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্ক নজরদারির কারণে বিশাল সংখ্যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বানচাল করা হয়েছে ৷ সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় ঘটনা ঘটে ৷ 11 ও 12 মে রাতে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দু’বার বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করা হয় ৷ অনুপ্রবেশের প্রথম চেষ্টা হয় 11 মে রাতে ৷"

বিএসএফ বিশ্বস্ত সূত্র থেকে একাধিক বাংলাদেশির অনুপ্রবেশের খবর পেয়েছিল ৷ যার ভিত্তিতে সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয় ৷ রাত 11 টা 15 মিনিট নাগাদ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কোদালিয়া নদী পেরিয়ে বাংলাদেশ থেকে 18-20 জনের একটি দল ভারতের দিকে আসতে দেখে ৷ তারা নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা, তাদের ফিরে যেতে বলে ৷ কিন্তু, অনুপ্রবেশকারীরা সতর্ক বার্তা উপেক্ষা করে ভারতের দিকে এগিয়ে আসতে শুরু করে ৷ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা একটি স্টান গ্রেনেড ছোড়ে ৷ তা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা থামেনি ৷ বাধ্য হয়ে শূন্যে গুলি চালায় বিএসএফ ৷ গোলাগুলির শব্দ শোনা মাত্রই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যায় ৷

একইভাবে দ্বিতীয়বার আজ ভোররাতে ফের অনুপ্রবেশের চেষ্টা হয় ৷ রাংঘাট চৌকির জওয়ানরা প্রথমবারের পর সতর্ক হয়ে গিয়েছিল ৷ ভোর 3টা 40 মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা দেখতে পান ফের 15-16 জনের একটি দল কোদালিয়া নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতীয়বারেও জওয়ানরা তাদের ফিরে যাওয়ার জন্য সতর্ক করে ৷ কিন্তু, সতর্ক বার্তা কোন প্রভাব ফেলেনি ৷ তাই অনুপ্রবেশ ঠেকাতে আবারও গুলি চালায় বিএসএফ ৷ ফলে এবারেও অনুপ্রবেশকারীরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যায় ৷ বিএসএফের ছোড়া গুলিতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে ৷ কোনও ক্ষতি হয়নি।

বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি অমরীশ কুমার আর্য বলেন, "নির্বাচনের আগে অনুপ্রবেশের একটি বড় চেষ্টা বিএসএফ জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সাথে নস্যাৎ করেছে ৷ এ ব্যাপারে আমাদের উলটো মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. 13 মে বন্ধ মুর্শিদাবাদ-নদিয়ার সীমান্ত, পরিদর্শন শেষে কড়া নির্দেশ বিএসএফ এডিজির
  2. ফাঁসিদেওয়ায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী গরুপাচারকারী
  3. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.