ETV Bharat / state

শিলিগুড়িতে বিএসএফের অভিযান, পাচারের আগে উদ্ধার কন্টেনার ভর্তি মহিষ - CATTLE SMUGGLING - CATTLE SMUGGLING

CATTLE SMUGGLING: ফের পশুপাচারের চক্র ফাঁস ৷ এবার পৃথক দুই জায়গা থেকে কন্টেনার ভরতি মহিষ উদ্ধার করল বিএসএফ ৷ ধৃতরা মূলত বাংলাদেশে এই পশুগুলি পাচার করছিল বলে জানা গিয়েছে ৷

CATTLE SMUGGLING
শিলিগুড়িতে পশু পাচার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 12:39 PM IST

শিলিগুড়ি, 11 জুন: ফের পশু পাচার চক্র ফাঁস ! পাচারকারীদের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। গত 24 ঘণ্টায় শিলিগুড়িতে বিএসএফের দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে কন্টেনার ভর্তি বিপুল সংখ্যক গবাদি পশু। ঘটনায় গ্রেফতার সাত পাচারকারী। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে আটবার পশু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বিএসএফ। গত মে মাসেই তিনবার অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার মহিষ উদ্ধার করেছে বিএসএফ। গ্রেফতার হয়েছিল 10 পাচারকারী ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, দুটি অভিযানই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় চালায় বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের 15 এবং 176 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। প্রথমে ফুলবাড়ির টোল প্লাজায় নাগাল্যান্ড নম্বরের একটি কন্টেনার বোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় জওয়ানদের। এরপর সেই সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় কন্টেনার ভর্তি মহিষ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা উত্তরপ্রদেশের সীতাপুর জেলার রামকোটের বাসিন্দা কোলেক্তার ও অসমের কোকরাঝারের বাসিন্দা ইয়াসিন আকন্দ ৷ তল্লাশিতে কন্টেনার থেকে 40টি মহিষ উদ্ধার হয়েছে বলে খবর।

বিহার থেকে অসম হয়ে ওই মহিষ বাংলাদেশে পাচার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। কন্টেনার সমেত ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গবাদি পশু ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অন্যদিকে, সোমবারই ফের একইভাবে ফুলবাড়ি মহানন্দা সেতুর কাছে উত্তরপ্রদেশ নম্বরের আরেকটা কন্টেনার বোঝাই ট্রাক দেখে বিএসএফের 176 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ট্রাকটিকে আটক করে তল্লাশি চালালে সেখানেও 41টি মহিষ উদ্ধার হয়েছে বলে খবর। এরপরই পাঁচ পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা মহম্মদ হাসান, সারিক, ইকবাল, মুস্তাকিম, ইদ্রিশ বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া মহিষ ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে খবর। ধৃত সাত পাচারকারী ও উদ্ধার হওয়া গবাদি পশু এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এই বিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা বলেন, "অভিযানে ওই মহিষগুলিকে বাজেয়াপ্ত করে খোয়ারে পাঠানো হয়েছে। পাচারকারীদের পুলিশের হাতে তদন্তের জন্য তুলে দেওয়া হয়েছে। অভিযানে চারটি মোবাইল উদ্ধার হয়েছে। বিহার থেকে ওই মহিষ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।"

শিলিগুড়ি, 11 জুন: ফের পশু পাচার চক্র ফাঁস ! পাচারকারীদের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। গত 24 ঘণ্টায় শিলিগুড়িতে বিএসএফের দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে কন্টেনার ভর্তি বিপুল সংখ্যক গবাদি পশু। ঘটনায় গ্রেফতার সাত পাচারকারী। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে আটবার পশু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বিএসএফ। গত মে মাসেই তিনবার অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার মহিষ উদ্ধার করেছে বিএসএফ। গ্রেফতার হয়েছিল 10 পাচারকারী ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, দুটি অভিযানই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় চালায় বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের 15 এবং 176 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। প্রথমে ফুলবাড়ির টোল প্লাজায় নাগাল্যান্ড নম্বরের একটি কন্টেনার বোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় জওয়ানদের। এরপর সেই সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় কন্টেনার ভর্তি মহিষ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা উত্তরপ্রদেশের সীতাপুর জেলার রামকোটের বাসিন্দা কোলেক্তার ও অসমের কোকরাঝারের বাসিন্দা ইয়াসিন আকন্দ ৷ তল্লাশিতে কন্টেনার থেকে 40টি মহিষ উদ্ধার হয়েছে বলে খবর।

বিহার থেকে অসম হয়ে ওই মহিষ বাংলাদেশে পাচার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। কন্টেনার সমেত ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গবাদি পশু ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অন্যদিকে, সোমবারই ফের একইভাবে ফুলবাড়ি মহানন্দা সেতুর কাছে উত্তরপ্রদেশ নম্বরের আরেকটা কন্টেনার বোঝাই ট্রাক দেখে বিএসএফের 176 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ট্রাকটিকে আটক করে তল্লাশি চালালে সেখানেও 41টি মহিষ উদ্ধার হয়েছে বলে খবর। এরপরই পাঁচ পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা মহম্মদ হাসান, সারিক, ইকবাল, মুস্তাকিম, ইদ্রিশ বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া মহিষ ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে খবর। ধৃত সাত পাচারকারী ও উদ্ধার হওয়া গবাদি পশু এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এই বিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা বলেন, "অভিযানে ওই মহিষগুলিকে বাজেয়াপ্ত করে খোয়ারে পাঠানো হয়েছে। পাচারকারীদের পুলিশের হাতে তদন্তের জন্য তুলে দেওয়া হয়েছে। অভিযানে চারটি মোবাইল উদ্ধার হয়েছে। বিহার থেকে ওই মহিষ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.