ETV Bharat / state

মানবিক বিএসএফ! জিরো লাইনে মৃত ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে - BSF

BSF Humanitarian Approach: বিএসএফের মানবিক দৃষ্টান্ত ৷ সীমান্ত প্রহরার পাশাপাশি নাগরিকদের সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ মায়ের মৃত্যু হয়েছে ভারতে ৷ আর মেয়ে থাকে বাংলাদেশে ৷ শেষবার মেয়ে যাতে মাকে দেখতে পান, তার বন্দোবস্ত করল সীমান্তরক্ষী বাহিনী ৷

ETV Bharat
ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 3:33 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ তার ঠিক প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে সীমান্তরক্ষী বাহিনী ৷ একইসঙ্গে সহানুভূতিশীল হয়ে মৃত ভারতীয় মাকে শেষবারের মতো দেখার সুযোগও করে দিয়েছে বাংলাদেশে বসবাসকারী মেয়ের জন্য ৷ এই আন্তরিক উদ্যোগটি নিয়েছেন দক্ষিণবঙ্গ সীমান্তের নদিয়ার 32 ব্যাটালিয়নের সীমান্তচৌকি বানপুরের বিএসএফ জওয়ানরা ৷

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি নদিয়া জেলায় বাংলাদেশ সীমান্ত মাটিয়ারির ঘটনা ৷ সেখানে এক পঞ্চায়েত সদস্য বিএসএফের 32 ব্যাটালিয়নের সীমান্তচৌকি বানপুরের কোম্পানি কমান্ডারকে জানান, তাঁর গ্রামের এক বাসিন্দা সুরুপজানের মৃত্যু হয়েছে ৷ তবে তাঁর মেয়ে ও আত্মীয়স্বজন সীমান্তের ওপারে বাংলাদেশে থাকেন ৷ এরকম পরিস্থিতিতে তিনি বিএসএফকে অনুরোধ করা হয়, মৃতকে দেখতে মেয়ে ও স্বজনদের খবর দেওয়া হোক ৷ এই ব্যবস্থার দায়িত্ব নিক বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ৷

একথা শোনার পর এবং মানবিক ও আবেগের দিকটি মাথায় রেখে কোম্পানি কমান্ডার অবিলম্বে এ বিষয়ে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে আসে ৷ পারস্পরিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী মানবতাকে অগ্রাধিকার দেয় ৷ বাংলাদেশে বসবাসরত মেয়ে ও স্বজনদের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাঁদের মাকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে দেয় ৷ শেষ বিদায়ের সময় পরিবেশ বিষণ্ণ ছিল ৷ আত্মীয়দের তরফে বিএসএফের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ৷

বিএসএফের আধিকারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ ৷ তিনি জোর দিয়েছিলেন, বিএসএফ জওয়ানরা চোখের পলক না-ফেলেই দিনরাত সীমান্তে মোতায়েন করা হয়, শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করে না, সীমান্তের বাসিন্দাদের মানসিক ও সামাজিক কল্যাণের কথাও চিন্তা করে। জনসংযোগ কর্মকর্তা দৃঢ় ভাষায় জানান যে, বিএসএফ বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যের মানুষদের বিরুদ্ধে, তবে মানবতা ও মূল্যবোধ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন:

  1. সীমান্তে প্রায় 7 কোটির সোনা-সহ বিএসএফের জালে 1, পলাতক অপরজন
  2. সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি, ফেরানোর চেষ্টায় বিএসএফ
  3. মানবিক বিএসএফ! কাঁটাতার পেরিয়ে ভারতীয় মা'কে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ তার ঠিক প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে সীমান্তরক্ষী বাহিনী ৷ একইসঙ্গে সহানুভূতিশীল হয়ে মৃত ভারতীয় মাকে শেষবারের মতো দেখার সুযোগও করে দিয়েছে বাংলাদেশে বসবাসকারী মেয়ের জন্য ৷ এই আন্তরিক উদ্যোগটি নিয়েছেন দক্ষিণবঙ্গ সীমান্তের নদিয়ার 32 ব্যাটালিয়নের সীমান্তচৌকি বানপুরের বিএসএফ জওয়ানরা ৷

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি নদিয়া জেলায় বাংলাদেশ সীমান্ত মাটিয়ারির ঘটনা ৷ সেখানে এক পঞ্চায়েত সদস্য বিএসএফের 32 ব্যাটালিয়নের সীমান্তচৌকি বানপুরের কোম্পানি কমান্ডারকে জানান, তাঁর গ্রামের এক বাসিন্দা সুরুপজানের মৃত্যু হয়েছে ৷ তবে তাঁর মেয়ে ও আত্মীয়স্বজন সীমান্তের ওপারে বাংলাদেশে থাকেন ৷ এরকম পরিস্থিতিতে তিনি বিএসএফকে অনুরোধ করা হয়, মৃতকে দেখতে মেয়ে ও স্বজনদের খবর দেওয়া হোক ৷ এই ব্যবস্থার দায়িত্ব নিক বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ৷

একথা শোনার পর এবং মানবিক ও আবেগের দিকটি মাথায় রেখে কোম্পানি কমান্ডার অবিলম্বে এ বিষয়ে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে আসে ৷ পারস্পরিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী মানবতাকে অগ্রাধিকার দেয় ৷ বাংলাদেশে বসবাসরত মেয়ে ও স্বজনদের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাঁদের মাকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে দেয় ৷ শেষ বিদায়ের সময় পরিবেশ বিষণ্ণ ছিল ৷ আত্মীয়দের তরফে বিএসএফের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ৷

বিএসএফের আধিকারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ ৷ তিনি জোর দিয়েছিলেন, বিএসএফ জওয়ানরা চোখের পলক না-ফেলেই দিনরাত সীমান্তে মোতায়েন করা হয়, শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করে না, সীমান্তের বাসিন্দাদের মানসিক ও সামাজিক কল্যাণের কথাও চিন্তা করে। জনসংযোগ কর্মকর্তা দৃঢ় ভাষায় জানান যে, বিএসএফ বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যের মানুষদের বিরুদ্ধে, তবে মানবতা ও মূল্যবোধ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন:

  1. সীমান্তে প্রায় 7 কোটির সোনা-সহ বিএসএফের জালে 1, পলাতক অপরজন
  2. সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি, ফেরানোর চেষ্টায় বিএসএফ
  3. মানবিক বিএসএফ! কাঁটাতার পেরিয়ে ভারতীয় মা'কে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.