কলকাতা, 21 অগস্ট: চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিএসএফ ৷ এই সাফল্য এসেছে উত্তর 24 পরগনা ও মালদায় ৷ সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ । 727 বোতল ফেনসিডিল, 24টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিন কেজি গাঁজা এবং চারটি ফিশপিন বল বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী । মঙ্গলবার চোরাকারবারীদের কাছ থেকে 12টি গবাদি পশুও উদ্ধার করেছে তারা ৷ বাজেয়াপ্ত হওয়া সবকিছুই ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷
বিএসএফ সূত্রের খবর, সীমান্তে কেদারীপাড়ার আউটপোস্ট থেকে গবাদি পশুগুলিকে উদ্ধার করা হয়েছে ৷ সেগুলিকে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল 5-6 দুষ্কৃতী ৷ রাতের অন্ধকারেই অভিযান হয় ৷ সেই দুষ্কৃতীদের অবশ্য ধরতে পারেননি জওয়ানরা ৷ রাতের অন্ধকারে তারা কাদা ও ঘন ঝোপের মধ্য দিয়ে পালিয়ে যায় । উদ্ধার হওয়া গবাদি পশুগুলিকে ই-ট্যাগিংয়ের পর ধ্যান ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে ।
এছাড়াও নওয়াদা, চুরিয়ান্তপুর ও নার্সারিপাড়ার সীমান্তে বিএসএফের আউট পোস্ট এলাকা থেকে 628 বোতল ফেনসিডিল ও 24টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে । ঘোজাডাঙা, মামাভাগিনা, কালাঞ্চি ও দহকোটিয়ার আউট পোস্ট এলাকা থেকে জওয়ানরা 4টি ফিশপিন বল, তিন কেজি গাঁজা এবং 99 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে ।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, ‘‘ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে । এই কারণে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের অনেক অসুবিধায় পড়তে হয় । আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না ।’’