কলকাতা, 27 এপ্রিল: সন্দেশখালির মত জঘন্য ঘটনা অতীতে বাংলায় কখনও ঘটেনি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা আর নেই ৷ দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারে এসে শনিবার এমনটাই দাবি করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত।
শনিবার দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিএম প্রার্থীর প্রচারে বৃন্দা কারাত ছাড়াও ছিলেন যুব নেত্রী ঐশী ঘোষ। প্রচারের ফাঁকে ইটিভি ভারতের তরফে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ কলকাতায় নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সম্পর্কে প্রশ্ন করা হলে কারাত আত্মবিশ্বাস নিয়ে দাবি করেন, "কী আবার হবে? এখানে তৃণমূল হারবে, বিজেপি হারবে, সায়রা জিতবে।" এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল শুক্রবার ফের সন্দেশখালিতে সিবিআই তল্লাশি চালায়। এমনকী এনএসজি-ও গিয়েছে ঘটনাস্থলে। এই প্রসঙ্গে বৃন্দা বলেন, "সন্দেশখালির ঘটনা নজিরবিহীন। এমন ঘটনা বাংলার ইতিহাসে অতীতে ঘটেনি। বেআইনি কার্যকলাপের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের পার্টি অফিস। যারা এই ধরনের ঘটনায় যুক্ত তাদের কঠিন শাস্তি পাওয়া দরকার।"
বিজেপি'ও যে ঘটনায় ফায়দা তোলার চেষ্টা করছে, তাও জানান বৃন্দা কারাত ৷ তিনি বলেন, "এই ঘটনায় বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে এটাও ঠিক নয়।" সন্দেশখালির ঘটনায় শাহজাহান-সহ তার ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা-কর্মী এখন হাজতে। এরই মধ্যে শুক্রবার সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ বন্দুক, বিদেশি অস্ত্র, কার্তুজ, আই কার্ড-সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করে পরে সেগুলো বাজেয়াপ্ত করে সিবিআই। সেখানে বিস্ফোরকের খোঁজ মেলায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে ডেকে পাঠিয়ে তাদের সক্রিয় যন্ত্রের মাধ্যমে বিস্ফোরক বোঝাই ব্যাগ বাইরে বের করা হয়। যা নজিরবিহীন ৷
আরও পড়ুন: