ETV Bharat / state

মানবিক বিএসএফ! কাঁটাতার পেরিয়ে ভারতীয় মা'কে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে - মানবিক বিএসএফ

Humanity of BSF: কাঁটাতার পেরিয়ে অটুট মানবিকতা ৷ জিরো লাইনে ভারতীয় মা'কে শেষবারের মতো দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে ও আত্মীয়রা ৷ রবিবার শেষ দেখার সময় স্বভাবতই পরিবেশ ছিল শোকাহত। বিএসএফের মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই পরিবার ৷

কাঁটাতার পেরিয়ে ভারতীয় মা'কে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
Example of Humanity of BSF
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 5:53 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: দক্ষিণবঙ্গে ফের মানবিকতার নজির বিএসএফের। আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফের দৃষ্টান্ত স্থাপন সীমান্তরক্ষী বাহিনীর। ভারতীয় সীমান্তে মৃত মা'কে শেষ দেখার সুযোগ পেল বাংলাদেশে বসবাসকারী মেয়ে ও তাঁর আত্মীয়রা। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারিতে ৷ স্বজনকে শেষবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন মৃতার মেয়ে-সহ বাংলাদেশি আত্মীয়রা। নিয়ম মেনেই রবিবার বিদায়ের সময় পরিবেশ ছিল শোকাচ্ছন্ন।

বিএসএফ'কে তাদের মানবিকতার জন্য কৃতজ্ঞতাও জানানো হয়েছে। মৃতের মেয়ে ও পরিবারের সদস্যরা শেষবারের মতো ভারতীয় মহিলাকে দেখতে চায় বলে জানানো হয় বিএসএফ আধিকারিকদের ৷ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ের শেষ মুহূর্তে থাকতে দেওয়ার জন্য মেয়ে ও তাঁর আত্মীয়রা আন্তরিক কৃতজ্ঞতা জানান বিএসএফদের। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারির একজন পঞ্চায়েত সদস্য নুরজানা বিবি গতকাল রাতে মারা যান।

কিন্তু মৃতের মেয়ে ও আত্মীয়রা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকেন। সেই খবর বিএসএফের কাছে পৌঁছয়। আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখতে বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের এপারে আসার সুযোগ দেয় বিএসএফ। বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যেগে মানবিকতার দিকটি মাথায় রেখে জিরো লাইনে মায়ের শেষ দেখা করার ব্যবস্থা করা হয় ৷ দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক শ্রী একে আর্য্য (ডিআইজি) সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, "বিএসএফ কর্মীরা এক পলক ছাড়াই সীমান্তে দিনরাত অবস্থান করে ৷ তারা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করে না বরং সীমান্তের বাসিন্দাদের মানসিক এবং সামাজিক মঙ্গলও বিবেচনা করে।" জনসংযোগ আধিকারিক আরও বলেন, "বিএসএফ দূষিত অভিপ্রায়ের সঙ্গে তাদের বিরুদ্ধে থাকলেও মানবতা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে অবিচল থাকে।"

আরও পড়ুন:

  1. কাঁটাতার পেরিয়ে মানবিকতা, জিরো লাইনে বাবার শেষকৃত্যে থাকার অনুমতি বাংলাদেশি মেয়েকে
  2. ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান, 56 গরু-সহ গ্রেফতার পাচারকারীরা
  3. মুম্বইয়ে পাচার হয়ে যাওয়া বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার বিএসএফের

কলকাতা, 28 জানুয়ারি: দক্ষিণবঙ্গে ফের মানবিকতার নজির বিএসএফের। আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফের দৃষ্টান্ত স্থাপন সীমান্তরক্ষী বাহিনীর। ভারতীয় সীমান্তে মৃত মা'কে শেষ দেখার সুযোগ পেল বাংলাদেশে বসবাসকারী মেয়ে ও তাঁর আত্মীয়রা। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারিতে ৷ স্বজনকে শেষবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন মৃতার মেয়ে-সহ বাংলাদেশি আত্মীয়রা। নিয়ম মেনেই রবিবার বিদায়ের সময় পরিবেশ ছিল শোকাচ্ছন্ন।

বিএসএফ'কে তাদের মানবিকতার জন্য কৃতজ্ঞতাও জানানো হয়েছে। মৃতের মেয়ে ও পরিবারের সদস্যরা শেষবারের মতো ভারতীয় মহিলাকে দেখতে চায় বলে জানানো হয় বিএসএফ আধিকারিকদের ৷ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ের শেষ মুহূর্তে থাকতে দেওয়ার জন্য মেয়ে ও তাঁর আত্মীয়রা আন্তরিক কৃতজ্ঞতা জানান বিএসএফদের। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারির একজন পঞ্চায়েত সদস্য নুরজানা বিবি গতকাল রাতে মারা যান।

কিন্তু মৃতের মেয়ে ও আত্মীয়রা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকেন। সেই খবর বিএসএফের কাছে পৌঁছয়। আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখতে বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের এপারে আসার সুযোগ দেয় বিএসএফ। বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যেগে মানবিকতার দিকটি মাথায় রেখে জিরো লাইনে মায়ের শেষ দেখা করার ব্যবস্থা করা হয় ৷ দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক শ্রী একে আর্য্য (ডিআইজি) সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, "বিএসএফ কর্মীরা এক পলক ছাড়াই সীমান্তে দিনরাত অবস্থান করে ৷ তারা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করে না বরং সীমান্তের বাসিন্দাদের মানসিক এবং সামাজিক মঙ্গলও বিবেচনা করে।" জনসংযোগ আধিকারিক আরও বলেন, "বিএসএফ দূষিত অভিপ্রায়ের সঙ্গে তাদের বিরুদ্ধে থাকলেও মানবতা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে অবিচল থাকে।"

আরও পড়ুন:

  1. কাঁটাতার পেরিয়ে মানবিকতা, জিরো লাইনে বাবার শেষকৃত্যে থাকার অনুমতি বাংলাদেশি মেয়েকে
  2. ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান, 56 গরু-সহ গ্রেফতার পাচারকারীরা
  3. মুম্বইয়ে পাচার হয়ে যাওয়া বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার বিএসএফের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.