ETV Bharat / state

বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের - বইয়ের হাট

Kolkata Book Fair: আর্থিক সঙ্গতি নেই, তাই অগত্যা বইমেলার বাইরেই বইয়ের হাট বসিয়েছেন দুলাল বিশ্বাস ৷ বইমেলার থেকেও কম দামে সেখানে ভ্যানে করে বই বিক্রি করছেন তিনি ৷ মেলার বাইরে পার্কিং লটেও তাই ভিড় জমাচ্ছেন বইপ্রেমীরা ৷

Etv Bharat
বইমেলার বাইরে বইয়ের হাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 8:08 PM IST

Updated : Jan 25, 2024, 3:47 PM IST

অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের

কলকাতা, 24 জানুয়ারি: চলছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । করুণাময়ী চত্বরে বিগত কিছু বছর ধরেই চলছে এই বইমেলা । এই বছর 1000টি স্টল রয়েছে বইমেলায় । কিন্তু এই হাজার স্টলের মাঝে না থেকেও সকল পাঠকের নজর কেড়ে নিয়েছে দুলাল বিশ্বাস । বইমেলার চার নম্বর গেটের ঠিক বিপরীতে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে তাঁর দুটি ভ্যান । নাম বইয়ের হাট ।

ভারত, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বই পাওয়া যায় দুলালের বইয়ের হাটে । রয়েছে বিভিন্ন ভাষার বইও ৷ তাও আবার 40 শতাংশ ছাড়ে ৷ যেখানে বইমেলার ভিতরের স্টল থেকে কিনলে মাত্র 10 শতাংশ ছাড় পাওয়া যায় ৷ এমনকি নতুন বইয়ের পাশাপাশি যদি কেউ পুরনো বইও কিনতে চায় সেই সুযোগও রয়েছে ৷ তাই বইমেলায় ঢোকা এবং বেরোনোর পরেও বহু বইপ্রেমীদের ভিড় জমে ছোট এই ভ্যানের সামনে ।

ময়দান চত্বরে যখন বইমেলা হত, সেই সময় থেকে বইমেলার ভিতরে স্টল না দিলেও ঘুরে ঘুরে বই বিক্রি করতেন দুলাল । প্রায় চার পাঁচ বছর এভাবেই বই বিক্রি করেছেন তিনি । কিন্তু হঠাৎই বইমেলা কর্তৃপক্ষ স্টলের বাইরে বই বিক্রি বন্ধ করে দেয় বলে অভিযোগ । এই প্রসঙ্গে তিনি বলেন, "ময়দানের ভিতরে আগে স্টল ছাড়াও মাটিতে বসে বই বিক্রি করতে দিত । প্রায় 5-6 বছর ওভাবেই বই বিক্রি করেছি । তারপরেই একদিন বাধা দেওয়া হয় পুলিশ এসে আমাদের সবাইকে তুলে দেয় ।"

বর্তমানে বইমেলা নতুন ঠিকানা সল্টলেকের সেন্ট্রাল পার্ক । যাকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ । কিন্তু আর্থিক অবস্থা খারাপের জেরে বইমেলার ভিতরে স্টল দিতে পারেন না দুলাল ৷ তাই অগত্যা বইমেলার বাইরেই তাঁর এই বইয়ের হাট । এই বিষয়ে তাঁর বক্তব্য, "এটা একটা ফাঁকা জায়গা ৷ এখানে কোনও অসুবিধা হয় না ৷ সে কারণেই ভ্যানটাকে এখানে দাঁড় করিয়েছি । গত বছর থেকে আমরা এই ভ্যান বইমেলার সময় নিয়ে আসছি । গত বছরে ভালো বিক্রি হয়েছিল ৷ তাই এবারও আমরা বইমেলার বাইরে রয়েছি ।"

চুঁচুড়া থেকে ফোন করে এসেছেন অলীক । তাঁর কথায়, "গত বছরে ওনার থেকে বই কিনেছিলাম তাই এবারও আগে থেকে ফোন করে নিয়েছিলাম তারপর এসেছি । বইয়ের যা দাম বেড়েছে তাতে মেলার ভিতর থেকে এতগুলো বই কিনতে পারব না । তখন আমাদের বইয়ের পরিমাণ কমাতে হবে । ভিতর থেকে তো অবশ্যই বই কিনব ৷ কিন্তু তার আগে এখানে খুঁজে নেওয়া ।"

পরিবারকে নিয়ে দমদম থেকে এসেছেন পাপিয়া । তাঁর মুখেও একই কথা । "ভিতরে বিভিন্ন প্রকাশনী আছে ৷ তবে সকলের জন্য সেখান থেকে বই কেনা সম্ভব হয় না । তাই এই বইয়ের হাটে আমাদের সুবিধা হয় ", বলেই দাবি পাপিয়ার ।

আরও পড়ুন :

  1. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র
  2. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের
  3. রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা

অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের

কলকাতা, 24 জানুয়ারি: চলছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । করুণাময়ী চত্বরে বিগত কিছু বছর ধরেই চলছে এই বইমেলা । এই বছর 1000টি স্টল রয়েছে বইমেলায় । কিন্তু এই হাজার স্টলের মাঝে না থেকেও সকল পাঠকের নজর কেড়ে নিয়েছে দুলাল বিশ্বাস । বইমেলার চার নম্বর গেটের ঠিক বিপরীতে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে তাঁর দুটি ভ্যান । নাম বইয়ের হাট ।

ভারত, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বই পাওয়া যায় দুলালের বইয়ের হাটে । রয়েছে বিভিন্ন ভাষার বইও ৷ তাও আবার 40 শতাংশ ছাড়ে ৷ যেখানে বইমেলার ভিতরের স্টল থেকে কিনলে মাত্র 10 শতাংশ ছাড় পাওয়া যায় ৷ এমনকি নতুন বইয়ের পাশাপাশি যদি কেউ পুরনো বইও কিনতে চায় সেই সুযোগও রয়েছে ৷ তাই বইমেলায় ঢোকা এবং বেরোনোর পরেও বহু বইপ্রেমীদের ভিড় জমে ছোট এই ভ্যানের সামনে ।

ময়দান চত্বরে যখন বইমেলা হত, সেই সময় থেকে বইমেলার ভিতরে স্টল না দিলেও ঘুরে ঘুরে বই বিক্রি করতেন দুলাল । প্রায় চার পাঁচ বছর এভাবেই বই বিক্রি করেছেন তিনি । কিন্তু হঠাৎই বইমেলা কর্তৃপক্ষ স্টলের বাইরে বই বিক্রি বন্ধ করে দেয় বলে অভিযোগ । এই প্রসঙ্গে তিনি বলেন, "ময়দানের ভিতরে আগে স্টল ছাড়াও মাটিতে বসে বই বিক্রি করতে দিত । প্রায় 5-6 বছর ওভাবেই বই বিক্রি করেছি । তারপরেই একদিন বাধা দেওয়া হয় পুলিশ এসে আমাদের সবাইকে তুলে দেয় ।"

বর্তমানে বইমেলা নতুন ঠিকানা সল্টলেকের সেন্ট্রাল পার্ক । যাকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ । কিন্তু আর্থিক অবস্থা খারাপের জেরে বইমেলার ভিতরে স্টল দিতে পারেন না দুলাল ৷ তাই অগত্যা বইমেলার বাইরেই তাঁর এই বইয়ের হাট । এই বিষয়ে তাঁর বক্তব্য, "এটা একটা ফাঁকা জায়গা ৷ এখানে কোনও অসুবিধা হয় না ৷ সে কারণেই ভ্যানটাকে এখানে দাঁড় করিয়েছি । গত বছর থেকে আমরা এই ভ্যান বইমেলার সময় নিয়ে আসছি । গত বছরে ভালো বিক্রি হয়েছিল ৷ তাই এবারও আমরা বইমেলার বাইরে রয়েছি ।"

চুঁচুড়া থেকে ফোন করে এসেছেন অলীক । তাঁর কথায়, "গত বছরে ওনার থেকে বই কিনেছিলাম তাই এবারও আগে থেকে ফোন করে নিয়েছিলাম তারপর এসেছি । বইয়ের যা দাম বেড়েছে তাতে মেলার ভিতর থেকে এতগুলো বই কিনতে পারব না । তখন আমাদের বইয়ের পরিমাণ কমাতে হবে । ভিতর থেকে তো অবশ্যই বই কিনব ৷ কিন্তু তার আগে এখানে খুঁজে নেওয়া ।"

পরিবারকে নিয়ে দমদম থেকে এসেছেন পাপিয়া । তাঁর মুখেও একই কথা । "ভিতরে বিভিন্ন প্রকাশনী আছে ৷ তবে সকলের জন্য সেখান থেকে বই কেনা সম্ভব হয় না । তাই এই বইয়ের হাটে আমাদের সুবিধা হয় ", বলেই দাবি পাপিয়ার ।

আরও পড়ুন :

  1. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র
  2. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের
  3. রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা
Last Updated : Jan 25, 2024, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.