কলকাতা, 24 জানুয়ারি: চলছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । করুণাময়ী চত্বরে বিগত কিছু বছর ধরেই চলছে এই বইমেলা । এই বছর 1000টি স্টল রয়েছে বইমেলায় । কিন্তু এই হাজার স্টলের মাঝে না থেকেও সকল পাঠকের নজর কেড়ে নিয়েছে দুলাল বিশ্বাস । বইমেলার চার নম্বর গেটের ঠিক বিপরীতে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে তাঁর দুটি ভ্যান । নাম বইয়ের হাট ।
ভারত, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বই পাওয়া যায় দুলালের বইয়ের হাটে । রয়েছে বিভিন্ন ভাষার বইও ৷ তাও আবার 40 শতাংশ ছাড়ে ৷ যেখানে বইমেলার ভিতরের স্টল থেকে কিনলে মাত্র 10 শতাংশ ছাড় পাওয়া যায় ৷ এমনকি নতুন বইয়ের পাশাপাশি যদি কেউ পুরনো বইও কিনতে চায় সেই সুযোগও রয়েছে ৷ তাই বইমেলায় ঢোকা এবং বেরোনোর পরেও বহু বইপ্রেমীদের ভিড় জমে ছোট এই ভ্যানের সামনে ।
ময়দান চত্বরে যখন বইমেলা হত, সেই সময় থেকে বইমেলার ভিতরে স্টল না দিলেও ঘুরে ঘুরে বই বিক্রি করতেন দুলাল । প্রায় চার পাঁচ বছর এভাবেই বই বিক্রি করেছেন তিনি । কিন্তু হঠাৎই বইমেলা কর্তৃপক্ষ স্টলের বাইরে বই বিক্রি বন্ধ করে দেয় বলে অভিযোগ । এই প্রসঙ্গে তিনি বলেন, "ময়দানের ভিতরে আগে স্টল ছাড়াও মাটিতে বসে বই বিক্রি করতে দিত । প্রায় 5-6 বছর ওভাবেই বই বিক্রি করেছি । তারপরেই একদিন বাধা দেওয়া হয় পুলিশ এসে আমাদের সবাইকে তুলে দেয় ।"
বর্তমানে বইমেলা নতুন ঠিকানা সল্টলেকের সেন্ট্রাল পার্ক । যাকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ । কিন্তু আর্থিক অবস্থা খারাপের জেরে বইমেলার ভিতরে স্টল দিতে পারেন না দুলাল ৷ তাই অগত্যা বইমেলার বাইরেই তাঁর এই বইয়ের হাট । এই বিষয়ে তাঁর বক্তব্য, "এটা একটা ফাঁকা জায়গা ৷ এখানে কোনও অসুবিধা হয় না ৷ সে কারণেই ভ্যানটাকে এখানে দাঁড় করিয়েছি । গত বছর থেকে আমরা এই ভ্যান বইমেলার সময় নিয়ে আসছি । গত বছরে ভালো বিক্রি হয়েছিল ৷ তাই এবারও আমরা বইমেলার বাইরে রয়েছি ।"
চুঁচুড়া থেকে ফোন করে এসেছেন অলীক । তাঁর কথায়, "গত বছরে ওনার থেকে বই কিনেছিলাম তাই এবারও আগে থেকে ফোন করে নিয়েছিলাম তারপর এসেছি । বইয়ের যা দাম বেড়েছে তাতে মেলার ভিতর থেকে এতগুলো বই কিনতে পারব না । তখন আমাদের বইয়ের পরিমাণ কমাতে হবে । ভিতর থেকে তো অবশ্যই বই কিনব ৷ কিন্তু তার আগে এখানে খুঁজে নেওয়া ।"
পরিবারকে নিয়ে দমদম থেকে এসেছেন পাপিয়া । তাঁর মুখেও একই কথা । "ভিতরে বিভিন্ন প্রকাশনী আছে ৷ তবে সকলের জন্য সেখান থেকে বই কেনা সম্ভব হয় না । তাই এই বইয়ের হাটে আমাদের সুবিধা হয় ", বলেই দাবি পাপিয়ার ।
আরও পড়ুন :