ETV Bharat / state

কমিশনের কড়া বার্তার পরও ভোটের আগেই হিংসা, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি - bomb blast

Bomb Blast in Nadia: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই বোমাবাজির অভিযোগ উঠল নদিয়ায় । তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি ৷ শাককদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বোমাবাজি বলে দাবি বিজেপির ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Bomb Blast
Bomb Blast
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 11:58 AM IST

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

কৃষ্ণনগর, 17 মার্চ: লোকসভা ভোটে কাঠি পড়তে না পড়তেই তৃণমূলের সংঘ্যালঘু সেলের নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । দলীয় শত্রুতা নাকি এটি বিরোধীদের কাজ বুঝেই উঠতে পারছেন না খোকন খান ৷ তবে ঘটনায় চরম আতঙ্কিত তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমিনবাজার এলাকায় ।

বোমাবাজির বিষয়ে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের খোকন খান বলেন, "আমি হঠাৎ করে বোমের আওয়াজ পেয়ে বাইরে ছুটে আসি । তবে এই ঘটনা দলের কেউ ঘটিয়েছে নাকি বিরোধীরা আমি ঠিক বুঝে উঠতে পারছি না । আমি দলের উচ্চপদস্থ নেতৃত্বদের সঙ্গে এই নিয়ে কথা বলেছি । তাঁরা আজ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন । পুলিশ তদন্ত করছে ৷ তদন্তের পরেই স্পষ্ট হবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত । তবে তদন্ত চলাকালীন আমি কিছু মন্তব্য করতে চাই না ।"

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্ব সামলেছেন খোকন খান । শনিবার প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি ৷ হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান । বাইরে এসে দেখেন পুরো বাড়িটা ধোঁয়ায় ভরতি হয়ে গিয়েছে । এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা । পুলিশ বোমার পড়ে থাকা অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে বোমাবাজি হওয়ার পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে বলে খবর । এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ।

এ বিষয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, "যতদিন এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ তত বাড়বে । ওই তৃণমূল নেতার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । ভাগাভাগি নিয়ে এই ঝামেলা তা পরিষ্কার ৷ কে বেশি ভাগ পাবে তা নিয়েই ওদের ভেতরে লড়াই চলে । এই বোমাবাজির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই ।"

আরও পড়ুন:

  1. পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা, দুষ্কৃতী হামলায় পা ভাঙল এক কর্মীর
  2. নদিয়ায় কৌটো বোমা ফেটে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন শ্রমিক
  3. মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগরে উদ্ধার বিপুল পরিমাণ বোমা

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

কৃষ্ণনগর, 17 মার্চ: লোকসভা ভোটে কাঠি পড়তে না পড়তেই তৃণমূলের সংঘ্যালঘু সেলের নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । দলীয় শত্রুতা নাকি এটি বিরোধীদের কাজ বুঝেই উঠতে পারছেন না খোকন খান ৷ তবে ঘটনায় চরম আতঙ্কিত তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমিনবাজার এলাকায় ।

বোমাবাজির বিষয়ে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের খোকন খান বলেন, "আমি হঠাৎ করে বোমের আওয়াজ পেয়ে বাইরে ছুটে আসি । তবে এই ঘটনা দলের কেউ ঘটিয়েছে নাকি বিরোধীরা আমি ঠিক বুঝে উঠতে পারছি না । আমি দলের উচ্চপদস্থ নেতৃত্বদের সঙ্গে এই নিয়ে কথা বলেছি । তাঁরা আজ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন । পুলিশ তদন্ত করছে ৷ তদন্তের পরেই স্পষ্ট হবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত । তবে তদন্ত চলাকালীন আমি কিছু মন্তব্য করতে চাই না ।"

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্ব সামলেছেন খোকন খান । শনিবার প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি ৷ হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান । বাইরে এসে দেখেন পুরো বাড়িটা ধোঁয়ায় ভরতি হয়ে গিয়েছে । এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা । পুলিশ বোমার পড়ে থাকা অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে বোমাবাজি হওয়ার পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে বলে খবর । এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ।

এ বিষয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, "যতদিন এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ তত বাড়বে । ওই তৃণমূল নেতার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । ভাগাভাগি নিয়ে এই ঝামেলা তা পরিষ্কার ৷ কে বেশি ভাগ পাবে তা নিয়েই ওদের ভেতরে লড়াই চলে । এই বোমাবাজির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই ।"

আরও পড়ুন:

  1. পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা, দুষ্কৃতী হামলায় পা ভাঙল এক কর্মীর
  2. নদিয়ায় কৌটো বোমা ফেটে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন শ্রমিক
  3. মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগরে উদ্ধার বিপুল পরিমাণ বোমা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.