ETV Bharat / state

তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা, দেখুন ভিডিয়ো ভাইরাল - Bomb Binding Viral Video

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 4:52 PM IST

Updated : Jun 7, 2024, 6:26 PM IST

Bomb Making Viral Video: ভোটের ফলাফল বেরতেই দিকে দিকে তৃণমূলের বিজয় মিছিল হচ্ছে ৷ সেই মিছিল থেকেই বোমা বেঁধে তা ফাটানোর দৃশ্য ভাইরাল হল ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Viral Video of Bomb Binding
বোমা বেঁধে ফাটানোর দৃশ্য (ইটিভি ভারত)

পাড়ুই, 7 জুন: সবুজ আবির মেখে বোমা বাঁধছে দুই যুবক ৷ তারপর তা ছুড়ে দেওয়া হল কাছাকাছি মাঠে ৷ তারপর সেই বোমা ফেটে বিস্ফোরণ ৷ তৃণমূলের বিজয় মিছিল থেকে এভাবেই বোমা বেধে এবং তা ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক ৷ এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ভাইরাল ভিডিয়ো নিয়ে স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য (ভাইরাল ভিডিয়ো)

জানা গিয়েছে, ভিডিয়োটি বীরভূমের পাড়ুই থানার সালন গ্রামের ৷ সেখানে দেখা যাচ্ছে, সবুজ আবির মেখে বোমা বানিয়ে ফাটানো হচ্ছে ফাঁকা মাঠে ৷ এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, "আমি বিশ্বাস করি না তৃণমূলের কেউ বিজয় মিছিলে বোমা ফাটাচ্ছে । এটা তৃণমূলের কালচার নয় । বিরোধীরা দলের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছে ।"

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে মারধর; উদ্ধার বোমা

গরুপাচার ও আর্থিক তছরূপ মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 3 লক্ষ 28 হাজার ভোটে জয়ী হয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল ৷ তারপরেই বিভিন্ন জায়গায় ভোটের ফলপ্রকাশের পর বিভিন্নভাবে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে ৷ কোথাও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও জল বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও বিরোধীদের মারধর করার অভিযোগও উঠছে ।

এদিকে বীরভূমের পাড়ুইয়ের সালন গ্রামে দেখা গেল একেবারে অন্য দৃশ্য । তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা বেঁধে ছুড়ে ফাটানো হচ্ছে । সবুজ আবির মেখে বোমা বাঁধছেন দুই যুবক । সেই বোমা গ্রামের মাঠে ছুড়ছে তারা ৷ এমনকী, ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূল বীরভূম জেলা কমিটি লেখা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার ৷ সেই পোস্টারের সামনে এসে হইচই করছে সবুজ আবির মাখা কয়েকজন ৷ এমনই একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে ভিডিয়োটি কারা বানিয়েছে, কারা বোমা বাঁধছিল এই বিষয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ ।

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ! তৃণমূলকে হুঁশিয়ারি অর্জুনের

পাড়ুই, 7 জুন: সবুজ আবির মেখে বোমা বাঁধছে দুই যুবক ৷ তারপর তা ছুড়ে দেওয়া হল কাছাকাছি মাঠে ৷ তারপর সেই বোমা ফেটে বিস্ফোরণ ৷ তৃণমূলের বিজয় মিছিল থেকে এভাবেই বোমা বেধে এবং তা ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক ৷ এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ভাইরাল ভিডিয়ো নিয়ে স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য (ভাইরাল ভিডিয়ো)

জানা গিয়েছে, ভিডিয়োটি বীরভূমের পাড়ুই থানার সালন গ্রামের ৷ সেখানে দেখা যাচ্ছে, সবুজ আবির মেখে বোমা বানিয়ে ফাটানো হচ্ছে ফাঁকা মাঠে ৷ এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, "আমি বিশ্বাস করি না তৃণমূলের কেউ বিজয় মিছিলে বোমা ফাটাচ্ছে । এটা তৃণমূলের কালচার নয় । বিরোধীরা দলের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছে ।"

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে মারধর; উদ্ধার বোমা

গরুপাচার ও আর্থিক তছরূপ মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 3 লক্ষ 28 হাজার ভোটে জয়ী হয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল ৷ তারপরেই বিভিন্ন জায়গায় ভোটের ফলপ্রকাশের পর বিভিন্নভাবে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে ৷ কোথাও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও জল বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও বিরোধীদের মারধর করার অভিযোগও উঠছে ।

এদিকে বীরভূমের পাড়ুইয়ের সালন গ্রামে দেখা গেল একেবারে অন্য দৃশ্য । তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা বেঁধে ছুড়ে ফাটানো হচ্ছে । সবুজ আবির মেখে বোমা বাঁধছেন দুই যুবক । সেই বোমা গ্রামের মাঠে ছুড়ছে তারা ৷ এমনকী, ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূল বীরভূম জেলা কমিটি লেখা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার ৷ সেই পোস্টারের সামনে এসে হইচই করছে সবুজ আবির মাখা কয়েকজন ৷ এমনই একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে ভিডিয়োটি কারা বানিয়েছে, কারা বোমা বাঁধছিল এই বিষয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ ।

ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ! তৃণমূলকে হুঁশিয়ারি অর্জুনের

Last Updated : Jun 7, 2024, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.