ETV Bharat / state

নিউটাউনে ট্রলিব্যাগের দেহ উদ্ধারের ঘটনায়, আটক ব্যাঙ্ক কর্মী - Body in Trolley Bag - BODY IN TROLLEY BAG

Body Recovered from Trolley Bag: খালে পড়ে লাল ট্রলিব্যাগ ৷ চুঁইয়ে পড়ছে রক্ত ৷ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশে ৷ টেকনো সিটি থানার আধিকারিকরা এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ ৷ ভিতর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ ৷ তিনি সোদপুরের বাসিন্দা ৷

Body Recovered
Body Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 12:07 PM IST

Updated : Mar 23, 2024, 6:36 PM IST

লাল ট্রলিব্যাগের ভেতরে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ

নিউটাউন, 23 মার্চ: খালে পড়ে লাল রঙের ট্রলিব্যাগ ৷ সেই ব্যাগ থেকেই সাতসকালে উদ্ধার হল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনের টেকনো সিটি থানার পাঁচুরিয়া এলাকায় ৷ মৃতের নাম সুবোধ সরকার । তাঁর বাড়ি সোদপুরের ঘোলায় । পুলিশে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ লিব্যাগ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷

সূত্রের খবর, বছর পঞ্চাশের ওই ব্যক্তির নাম সুবোধ সরকার। তিনি সোদপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভুবনেশ্বরে তাঁর প্রিন্টিং প্রেস ছিল। সেখানেই তাঁর বাড়িও। সেই সম্পত্তি বিক্রি করে উত্তর 24 পরগনায় চলে এসেছিলেন । টাকা রেখেছিলেন একটি বেসরকারি ব্যাঙ্কে। এদিন তাঁর দেহ উদ্ধারের পরেই তদন্তে নামে টেকনো সিটি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

ঘটনার তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এক তরুণীর ভূমিকাও। প্রৌঢ়ের বিপুল অর্থই অনর্থ হল বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পটাশপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি অ্যাপ ক্যাব দেখে সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়িতে থাকা সৌম্য জানাকে আটক করে পুলিশ। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশন অফিসার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে একটি মৃতদেহ নির্জন জায়গায় ফেলার জন্য অ্যাপ ক্যাবটিকে ভাড়া করা হয়েছিল। সৌম্যর জিজ্ঞাসাবাদ চলাকালীন শনিবার ভোরে নিউটাউনে নালার ধার থেকে ট্রলিব্যাগে সুবোধবাবুর দেহ মেলে। কী কারণে তাঁকে খুন করা হল তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার স্থানীয়রাই প্রথমে নিউটাউনের পাঁচুরিয়া এলাকায় কারিগরি ভবনের পিছনের খালে বন্ধ ট্রলি ব্যাগটিকে পড়ে থাকতে দেখে ৷ ব্যাগ থেকে চুঁইয়ে পড়ছিল রক্ত ৷ এলাকাবাসীরাই ব্যাগটি দেখে স্থানীয় থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে ৷ তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানা ৷

পুলিশ জানিয়েছে, ব্যাগের ভিতরে প্রৌঢ়ের দেহের পুরো অংশটি ছিল ৷ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা ৷ বাইরে থেকে এনে দেহটি ফেলা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

প্রত্যক্ষদর্শী মজিত আলি গাইন বলেন, "আমরা কাজে এসে খালে একটি লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখি ৷ নতুন ট্রলি ব্যাগ দেখে মনে হয় ভিতরে জামাকাপড় রয়েছে ৷ তাই ব্যাগটি উপরে তোলা হয় ৷ উপরে তুলতেই ব্যাগ থেকে চুঁইয়ে রক্ত পড়তে থাকে ৷ আমরা আর হাত না-দিয়ে পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে ব্যাগটি খুলে দেখে ভিতরে দেহ ৷ আমরা খুব ভয়ে রয়েছি ৷ এই এলাকায় দেহ কী করে এল বুঝতে পারছি না ৷"

নিউটাউনের ডিসিপি মানব শৃংলা বলেন, "এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে ৷ ট্রলি ব্যাগের ভেতরে ছিল দেহটি ৷ ঘটনার তদন্ত চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

আরও পড়ুন:

  1. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
  2. ভোটের মুখে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার
  3. পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!

লাল ট্রলিব্যাগের ভেতরে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ

নিউটাউন, 23 মার্চ: খালে পড়ে লাল রঙের ট্রলিব্যাগ ৷ সেই ব্যাগ থেকেই সাতসকালে উদ্ধার হল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনের টেকনো সিটি থানার পাঁচুরিয়া এলাকায় ৷ মৃতের নাম সুবোধ সরকার । তাঁর বাড়ি সোদপুরের ঘোলায় । পুলিশে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ লিব্যাগ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷

সূত্রের খবর, বছর পঞ্চাশের ওই ব্যক্তির নাম সুবোধ সরকার। তিনি সোদপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভুবনেশ্বরে তাঁর প্রিন্টিং প্রেস ছিল। সেখানেই তাঁর বাড়িও। সেই সম্পত্তি বিক্রি করে উত্তর 24 পরগনায় চলে এসেছিলেন । টাকা রেখেছিলেন একটি বেসরকারি ব্যাঙ্কে। এদিন তাঁর দেহ উদ্ধারের পরেই তদন্তে নামে টেকনো সিটি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

ঘটনার তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এক তরুণীর ভূমিকাও। প্রৌঢ়ের বিপুল অর্থই অনর্থ হল বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পটাশপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি অ্যাপ ক্যাব দেখে সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়িতে থাকা সৌম্য জানাকে আটক করে পুলিশ। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশন অফিসার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে একটি মৃতদেহ নির্জন জায়গায় ফেলার জন্য অ্যাপ ক্যাবটিকে ভাড়া করা হয়েছিল। সৌম্যর জিজ্ঞাসাবাদ চলাকালীন শনিবার ভোরে নিউটাউনে নালার ধার থেকে ট্রলিব্যাগে সুবোধবাবুর দেহ মেলে। কী কারণে তাঁকে খুন করা হল তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার স্থানীয়রাই প্রথমে নিউটাউনের পাঁচুরিয়া এলাকায় কারিগরি ভবনের পিছনের খালে বন্ধ ট্রলি ব্যাগটিকে পড়ে থাকতে দেখে ৷ ব্যাগ থেকে চুঁইয়ে পড়ছিল রক্ত ৷ এলাকাবাসীরাই ব্যাগটি দেখে স্থানীয় থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে ৷ তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানা ৷

পুলিশ জানিয়েছে, ব্যাগের ভিতরে প্রৌঢ়ের দেহের পুরো অংশটি ছিল ৷ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা ৷ বাইরে থেকে এনে দেহটি ফেলা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

প্রত্যক্ষদর্শী মজিত আলি গাইন বলেন, "আমরা কাজে এসে খালে একটি লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখি ৷ নতুন ট্রলি ব্যাগ দেখে মনে হয় ভিতরে জামাকাপড় রয়েছে ৷ তাই ব্যাগটি উপরে তোলা হয় ৷ উপরে তুলতেই ব্যাগ থেকে চুঁইয়ে রক্ত পড়তে থাকে ৷ আমরা আর হাত না-দিয়ে পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে ব্যাগটি খুলে দেখে ভিতরে দেহ ৷ আমরা খুব ভয়ে রয়েছি ৷ এই এলাকায় দেহ কী করে এল বুঝতে পারছি না ৷"

নিউটাউনের ডিসিপি মানব শৃংলা বলেন, "এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে ৷ ট্রলি ব্যাগের ভেতরে ছিল দেহটি ৷ ঘটনার তদন্ত চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

আরও পড়ুন:

  1. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
  2. ভোটের মুখে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার
  3. পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!
Last Updated : Mar 23, 2024, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.