ETV Bharat / state

প্লাস্টিকে মোড়া মহিলার দেহাংশ উদ্ধার ওয়াটগঞ্জের পরিত্যক্ত বাড়িতে! পাঠানো হচ্ছে ফরেনসিকে - Watganj Body Recovery - WATGANJ BODY RECOVERY

Body Recovered in Watganj: কালো প্লাস্টিকে এদিক ওদিক পড়ে রয়েছে মহিলার দেহের টুকরো ৷ কলকাতার ওয়াটগঞ্জে এক পরিত্যক্ত বাড়ি মঙ্গলবার সকালে ওই মহিলার দেহাংশ উদ্ধার হয় ৷

Body Recovered in Watganj
Body Recovered in Watganj
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 7:06 PM IST

কলকাতা, 2 এপ্রিল: কলকাতা বন্দরের ওয়াটগঞ্জ এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহাংশ ৷ কালো প্লাস্টিকে এদিক-ওদিক পড়ে রয়েছে ওই মহিলার দেহাংশ ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ৷ মঙ্গলবার স্থানীয় কয়েকজন প্রথমে ওই কালো প্লাস্টিকগুলি পড়ে থাকতে দেখেন। দুর্গন্ধ বেরোনোয় প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করেছে ৷

ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্য কোথাও খুন করে মৃতদেহ লোপাট করার জন্য দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে পরিত্যক্ত বাড়িতে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করেছে। ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। কোথা থেকে ওই দেহাংশগুলি, বা স্থানীয়রা কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এটাও দেখা হচ্ছে যে, তরুণীকে ওই পরিত্যক্ত জায়গায় খুন করা হয়েছে, নাকি অন্যত্র খুন করে ওয়াটগঞ্জের এই পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে?

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়েছে দেহের অংশগুলি তাঁরা ফরেনসিক পরীক্ষা জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে এই ঘটনাটি কারা ঘটাল বা এই ঘটনার নেপথ্যে কী ঘটনা রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:

  1. মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ
  2. চারদিন নিখোঁজ থাকার পর ক্যানেলে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
  3. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল

কলকাতা, 2 এপ্রিল: কলকাতা বন্দরের ওয়াটগঞ্জ এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহাংশ ৷ কালো প্লাস্টিকে এদিক-ওদিক পড়ে রয়েছে ওই মহিলার দেহাংশ ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ৷ মঙ্গলবার স্থানীয় কয়েকজন প্রথমে ওই কালো প্লাস্টিকগুলি পড়ে থাকতে দেখেন। দুর্গন্ধ বেরোনোয় প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করেছে ৷

ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্য কোথাও খুন করে মৃতদেহ লোপাট করার জন্য দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে পরিত্যক্ত বাড়িতে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করেছে। ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। কোথা থেকে ওই দেহাংশগুলি, বা স্থানীয়রা কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এটাও দেখা হচ্ছে যে, তরুণীকে ওই পরিত্যক্ত জায়গায় খুন করা হয়েছে, নাকি অন্যত্র খুন করে ওয়াটগঞ্জের এই পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া হয়েছে?

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়েছে দেহের অংশগুলি তাঁরা ফরেনসিক পরীক্ষা জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে এই ঘটনাটি কারা ঘটাল বা এই ঘটনার নেপথ্যে কী ঘটনা রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:

  1. মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ
  2. চারদিন নিখোঁজ থাকার পর ক্যানেলে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
  3. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.