ETV Bharat / state

ময়দানে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - Body Recovered in Kolkata - BODY RECOVERED IN KOLKATA

Burnt Body Recover: অজ্ঞাত পরিচয় মহিলার পোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ময়দানে ৷ কীভাবে কোথা থেকে দেহটি ময়দানে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Kolkata Maidan
মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ময়দানে
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 10:02 AM IST

Updated : May 1, 2024, 10:11 AM IST

কলকাতা, 1 মে: সাতসকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ময়দান থানা এলাকায় । মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ । দেহটি সেখান থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য হলেও নিয়ে যাওয়া হয় ৷

তবে দেহটি কীভাবে সেখানে এসে পৌঁছল তার তদন্ত শুরু করেছে পুলিশ । বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ময়দান থেকে দেহটি উদ্ধার করা হয় । জানা গিয়েছে, প্রথমে প্রাতঃভ্রমণকারীরা ময়দানে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন । তার দেহের কিছু অংশ পোড়া ছিল ৷ এরপর তাঁরা লালবাজারে খবর দিলে সেখান থেকে ময়দান থানায় জানানো হয় । দ্রুত ময়দান থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে । ইতিমধ্য়েই আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে দেহটি কীভাবে সেখানে এসে পৌঁছল ।

তদন্তকারীদের অনুমান, দেহটি অন্য জায়গা থেকে এনে ওই ময়দানের ফাঁকা নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে । মহিলার পরনে ছিল একটি হলুদ-লাল রঙের শাড়ি । দেহটি অন্য একটি চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ছিল । মহিলার দেহে আঘাতের চিহ্ন না থাকলেও মুখের একাধিক জায়গায় পোড়া দাগ রয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই ময়দান থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা তদন্তে নেমেছেন ।

ওই অজ্ঞাত মহিলার ছবি ইতিমধ্যেই কলকাতা পুলিশের মিসিং পার্সন স্কোয়াড পোর্টালে তোলা হবে বলে জানা গিয়েছে । এছাড়াও গোয়েন্দা বিভাগ সিআইডি-সহ বিভিন্ন অন্যান্য কমিশনারেট পুলিশের কাছেও ওই মহিলার ছবি পাঠানো হবে যাতে সনাক্ত করা যায় । ইতিমধ্যেই স্থানীয় ময়দান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

আরও পড়ুন :

  1. নির্বাচনী আবহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার পানের বরজে, কাঠগড়ায় তৃণমূল
  2. রাস্তার পাশে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গাইঘাটায়, গ্রেফতার ভাই

কলকাতা, 1 মে: সাতসকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ময়দান থানা এলাকায় । মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ । দেহটি সেখান থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য হলেও নিয়ে যাওয়া হয় ৷

তবে দেহটি কীভাবে সেখানে এসে পৌঁছল তার তদন্ত শুরু করেছে পুলিশ । বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ময়দান থেকে দেহটি উদ্ধার করা হয় । জানা গিয়েছে, প্রথমে প্রাতঃভ্রমণকারীরা ময়দানে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন । তার দেহের কিছু অংশ পোড়া ছিল ৷ এরপর তাঁরা লালবাজারে খবর দিলে সেখান থেকে ময়দান থানায় জানানো হয় । দ্রুত ময়দান থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে । ইতিমধ্য়েই আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে দেহটি কীভাবে সেখানে এসে পৌঁছল ।

তদন্তকারীদের অনুমান, দেহটি অন্য জায়গা থেকে এনে ওই ময়দানের ফাঁকা নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে । মহিলার পরনে ছিল একটি হলুদ-লাল রঙের শাড়ি । দেহটি অন্য একটি চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ছিল । মহিলার দেহে আঘাতের চিহ্ন না থাকলেও মুখের একাধিক জায়গায় পোড়া দাগ রয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই ময়দান থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা তদন্তে নেমেছেন ।

ওই অজ্ঞাত মহিলার ছবি ইতিমধ্যেই কলকাতা পুলিশের মিসিং পার্সন স্কোয়াড পোর্টালে তোলা হবে বলে জানা গিয়েছে । এছাড়াও গোয়েন্দা বিভাগ সিআইডি-সহ বিভিন্ন অন্যান্য কমিশনারেট পুলিশের কাছেও ওই মহিলার ছবি পাঠানো হবে যাতে সনাক্ত করা যায় । ইতিমধ্যেই স্থানীয় ময়দান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

আরও পড়ুন :

  1. নির্বাচনী আবহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার পানের বরজে, কাঠগড়ায় তৃণমূল
  2. রাস্তার পাশে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গাইঘাটায়, গ্রেফতার ভাই
Last Updated : May 1, 2024, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.