ETV Bharat / state

'আমি তোমাকেই ভালোবাসি...' প্রেমিকাকে সুইসাইড নোট লিখে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার - যুবকের দেহ উদ্ধার

Body Recovered: সুইসাইড নোট লিখে নিখোঁজ যুবকের পরিত্যক্ত কুয়ো থেকে দেহ উদ্ধার ৷ গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন যুবক ৷ পরিবারের অভিযোগ, তাঁর প্রেমিকা পরিকল্পনামাফিক যুবককে খুন করেছে । অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

Young Man Body Recovered
যুবকের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 5:48 PM IST

সুইসাইড নোট লিখে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

মেদিনীপুর, 8 ফেব্রুয়ারি: 'আমি তোমাকেই ভালোবাসি, তোমার হাত ধরে আমি বাঁচার একটা স্বপ্ন দেখেছিলাম। সেটা মনে হয় এ জীবনে আর সম্পূর্ণ হল না...' প্রেমিকার উদ্দেশে ঠিক এরকমই একটি চিঠি লিখে গত চারদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মেদিনীপুর শহরের বছর তিরিশের অভিজিৎ মজুমদার । বুধবার বিকেলে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মীয়মাণ একটি ফ্ল্যাটের পাশে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ । যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে ।

মৃতের পরিবারের অভিযোগ, অভিজিতের প্রেমিকা পরিকল্পনামাফিক তাদের ছেলেকে খুন করেছে । দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ৷ পাশাপাশি অভিযুক্ত প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মেদিনীপুরের অশোক নগরের বাসিন্দা অভিজিৎ ৷ তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই সুইসাইড নোটটিও সামনে আসে । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 4 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন অভিজিৎ। প্রেমিকার উদ্দেশে চিঠি লিখে নিখোঁজ হয়ে যান তিনি ৷ চিঠিতে যে প্রেমিকার কথা উল্লেখ করেছেন অভিজিৎ, তাঁর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গিয়েছিল বলে খবর।

জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় অভিজিতের পরিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ৷ কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করা হয় ৷ খোঁজা শুরু হয় বিভিন্ন হোটেল, লজ এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায় । শেষে অভিজিতের খোঁজ না-পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজের অভিযোগ করে পরিবার ৷ এরপর চারদিন কেটে যায় ৷ বুধবার পরিত্যক্ত কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

মৃতের দাদা ও মামির অভিযোগ, অভিজিতের প্রেমিকাই তাঁর অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে যুবককে খুন করেছে । অভিজিতের মা-বাবা নেই ৷ তাঁর সম্পত্তির উপর লোভ থেকেই এই খুনের ঘটনা বলে মনে করছেন বাড়ির লোকজন । তাছাড়া তাঁদের অভিযোগ, সম্প্রতি অন্য একটি ছেলের সঙ্গেও বন্ধুত্ব গড়ে উঠেছিল অভিজিতের প্রেমিকার । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিজিৎ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে।

আরও পড়ুন:

  1. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা
  2. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী
  3. স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ

সুইসাইড নোট লিখে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

মেদিনীপুর, 8 ফেব্রুয়ারি: 'আমি তোমাকেই ভালোবাসি, তোমার হাত ধরে আমি বাঁচার একটা স্বপ্ন দেখেছিলাম। সেটা মনে হয় এ জীবনে আর সম্পূর্ণ হল না...' প্রেমিকার উদ্দেশে ঠিক এরকমই একটি চিঠি লিখে গত চারদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মেদিনীপুর শহরের বছর তিরিশের অভিজিৎ মজুমদার । বুধবার বিকেলে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মীয়মাণ একটি ফ্ল্যাটের পাশে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ । যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে ।

মৃতের পরিবারের অভিযোগ, অভিজিতের প্রেমিকা পরিকল্পনামাফিক তাদের ছেলেকে খুন করেছে । দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ৷ পাশাপাশি অভিযুক্ত প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মেদিনীপুরের অশোক নগরের বাসিন্দা অভিজিৎ ৷ তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই সুইসাইড নোটটিও সামনে আসে । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 4 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন অভিজিৎ। প্রেমিকার উদ্দেশে চিঠি লিখে নিখোঁজ হয়ে যান তিনি ৷ চিঠিতে যে প্রেমিকার কথা উল্লেখ করেছেন অভিজিৎ, তাঁর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গিয়েছিল বলে খবর।

জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় অভিজিতের পরিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ৷ কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করা হয় ৷ খোঁজা শুরু হয় বিভিন্ন হোটেল, লজ এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায় । শেষে অভিজিতের খোঁজ না-পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজের অভিযোগ করে পরিবার ৷ এরপর চারদিন কেটে যায় ৷ বুধবার পরিত্যক্ত কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।

মৃতের দাদা ও মামির অভিযোগ, অভিজিতের প্রেমিকাই তাঁর অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে যুবককে খুন করেছে । অভিজিতের মা-বাবা নেই ৷ তাঁর সম্পত্তির উপর লোভ থেকেই এই খুনের ঘটনা বলে মনে করছেন বাড়ির লোকজন । তাছাড়া তাঁদের অভিযোগ, সম্প্রতি অন্য একটি ছেলের সঙ্গেও বন্ধুত্ব গড়ে উঠেছিল অভিজিতের প্রেমিকার । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিজিৎ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে।

আরও পড়ুন:

  1. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা
  2. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী
  3. স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.